Ajker Patrika

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের জন্য তৈরি হলো নতুন নাটক ‘দ্রোহ’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘দ্রোহ’ নাটকের সেটে অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত
‘দ্রোহ’ নাটকের সেটে অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের দর্শকদের জন্য তৈরি হলো নতুন নাটক ‘দ্রোহ’। রচনা করেছেন আহসান আলমগীর এবং নির্দেশনা দিয়েছেন ইলন সফির। এই নাটকের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আবুল হায়াত। গত ২৫ ও ২৬ জুলাই চট্টগ্রামের বিটিভি ভবনে নাটকটির শুটিং হয়েছে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘দ্রোহ নাটকটির গল্প সুন্দর। আমাদের জীবনেরই গল্প। এই ধরনের গল্পে কাজ করতে ভালো লাগে। নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে বলে আশা করছি। চট্টগ্রামে গিয়ে কাজ করলে বাড়তি আনন্দ যোগ হয়। কারণ, সবার অংশগ্রহণে একটা মিলনমেলা হয়। কাজের ফাঁকে ফাঁকে গল্প–আড্ডায় দারুণ সময় কাটে।’

অভিনেত্রী আরজুমান্দ আরা বকুল বলেন, ‘আমাদের নাট্যাঙ্গনের কিংবদন্তি অভিনেতা হায়াত ভাই। তাঁর সঙ্গে এখন আগের মতো কাজ করার সুযোগ হয় না। কারণ, আগের মতো নিয়মিত অভিনয় করছেন না তিনি। চট্টগ্রামে তাঁর সঙ্গে আবারও নাটকে অভিনয় করার সুযোগ হলো। এই বয়সেও তিনি এত সচেতন, কাজের প্রতি তাঁর একাগ্রতা, মনোনিবেশ—সত্যিই ভীষণ মুগ্ধ করে। আমরা প্রত্যেকেই তাঁর সঙ্গে কাটানো সময়টা ভীষণ উপভোগ করেছি। নাটকটিও ভালো হয়েছে।’

আবুল হায়াতসহ এই নাটকে আরও অভিনয় করেছেন আরজুমান্দ আরা বকুল, হাফিজুর রহমান সুরুজ, রমিজ রাজু, সৈয়দা নওশীন ইসলাম দিশা প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আরজুমান্দ আরা বকুলের মেয়ে মারিয়া ফারিহ উপমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত