Ajker Patrika

এক লাফে ৫০ কোটি, বাড়ল ‘কেজিএফ’ নির্মাতার পারিশ্রমিক

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৪: ১৭
এক লাফে ৫০ কোটি, বাড়ল ‘কেজিএফ’ নির্মাতার পারিশ্রমিক

ভারতীয় সিনেমায় বলতে গেলে বিপ্লব এনে দিয়েছে কেজিএফ ২। ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা ব্লকবাস্টার সিনেমার তালিকায় এরইমধ্যে ঢুকে পড়েছে সিনেমাটি। এ পর্যন্ত বিশ্বজুড়ে এক হাজার কোটি রুপির বেশি আয় করেছে কেজিএফ ২। আমির খানের ‘দঙ্গল’কেও ছাড়িয়ে গেছে সিনেমাটির হিন্দি ভার্সনের কালেকশন।

এত সাফল্য পাওয়ার পর মাথা ঘুরে যাওয়াই স্বাভাবিক। কেজিএফ নির্মাতা প্রশান্ত নীল এবার তাই বাড়িয়ে দিলেন নিজের পারিশ্রমিক। জানা গেছে, পরবর্তী সিনেমার জন্য নাকি আকাশছোঁয়া পারিশ্রমিক দাবি করেছেন প্রশান্ত নীল।

‘কেজিএফ’ সিনেমার শুটিংয়ে নির্মাতা প্রশান্ত নীলভারতীয় সংবাদমাধ্যমে তেলুগু৩৬০-এর খবর অনুযায়ী, জুনিয়র এনটিআর-এর পরবর্তী সিনেমা পরিচালনার দায়িত্ব পেয়েছেন প্রশান্ত। সেটির জন্য জন্য নাকি তিনি পারিশ্রমিক চেয়েছেন ৫০ কোটি রুপি। এত বিপুল অংকের অর্থ প্রযোজনা প্রতিষ্ঠান তাঁকে দিতে রাজি হয়েছে কিনা, জানা যায়নি। তবে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম খবর দিয়েছে, আগামী বছর থেকেই শুরু হবে সিনেমাটির শুটিং।

পরিচালক প্রশান্ত নীল এখন কাজ করছেন ‘সালার’ সিনেমা নিয়ে। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় তাঁর নায়ক প্রভাস। মুক্তি পাবে আগামী বছর। প্রভাসের সর্বশেষ দুইটি সিনেমা ‘সাহো’ ও ‘রাধে শ্যাম’ তেমন দর্শক টানতে পারেনি। প্রভাস-ভক্তরা তাই আশা করছেন, ‘সালার’ দিয়ে নতুনভাবে ফিরতে পারবেন প্রভাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নজিরবিহীন নিয়োগ বিজ্ঞপ্তিতে ‘অপমানিত বোধ’, মাউশির মহাপরিচালক চাইলেন অব্যাহতি

অস্বাভাবিক আচরণ করছে পাখিরা—বিজ্ঞানীদের সতর্কতা

আওয়ামী লীগ নেতার হিমাগারে মেডিকেল শিক্ষার্থীকে ‘হাতুড়িপেটা’ ও দুই বোনকে ‘সেফটি পিন ফুটিয়ে’ নির্যাতন

বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা

একটি বিশ্বমোড়লসহ তিন পরাশক্তি বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে: সালাহউদ্দিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত