Ajker Patrika

আল্লু অর্জুনকে গ্রেপ্তার নিয়ে রামগোপালের ক্ষোভ, কঙ্গনার তোপ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১২: ৩২
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের এক প্রেক্ষাগৃহে ছিল ‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশেষ প্রদর্শন। সেখানে আল্লু অর্জুন উপস্থিত থাকায় উপচে পড়া ভিড়ে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়। ঘটনার আট দিন পর শুক্রবার সকালে গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকে। যদিও অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে তাঁকে। এ বিষয়ে মুখ খুলেছেন বলিউড পরিচালক রামগোপাল বর্মা ও অভিনেত্রী কঙ্গনা রানাউত। কী বললেন পরিচালক ও অভিনেত্রী?

এক রাত কারাবাস করে গতকাল শনিবার সকালে বাড়ি ফেরেন আল্লু। এদিন ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে রামগোপাল বর্মা বলেন, কুম্ভমেলায়ও উপচে পড়া ভিড় দেখা যায়। সেখানে পদদলিত হয়ে কারও মৃত্যু হলে কি ঈশ্বরকে গ্রেপ্তার করা হবে?

রাজনৈতিক জমায়েতে পদদলিত হয়ে কারও মৃত্যু হলে রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করা হবে তো—এ প্রশ্ন তুলে পরিচালক বলেন, চলচ্চিত্রসংক্রান্ত কোনো অনুষ্ঠানে কেউ পদদলিত হলে কি নায়ক-নায়িকা দুজনকেই গ্রেপ্তার করা হবে? পুলিশ ও আয়োজক ছাড়া আর কে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে!’

এদিকে আল্লুকে গ্রেপ্তারের পর প্রতিক্রিয়া জানান বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউত। তিনি আল্লু অর্জুনের বড় সমর্থক উল্লেখ করে বলেন, জামিন পেয়েছেন ঠিকই, কিন্তু উচ্চস্তরের মানুষ বলে কোনো ফলাফল ভোগ করতে হবে না, এমন যেন না হয়। মানুষের জীবনের কিন্তু দাম দেওয়া যায় না। এ দায় কেউ এড়াতে পারে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত