ভারতীয় সিনেমা মানেই এখন বলিউডচর্চা। এই চর্চার অন্যতম কারণ কয়েকজন দক্ষিণী তারকার পুরো ভারতজুড়ে লাইমলাইটে আসা। বক্স অফিস কাঁপানো তেলুগু সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’- এ ভারতজুড়ে পরিচিতি পেয়েছেন রাশমিকা মান্দানা। এই সিনেমার আইটেম গানে মাত করেছেন সামান্থা রুথ প্রভু। এর আগে অবশ্য সামান্থা হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন। দুই নায়িকার হাতেই একাধিক হিন্দি সিনেমা। আগামী দিনে সে সংখ্যা বাড়বে বলেই অনুমান।
গত বছর আমাজন প্রাইমের সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’- এর সুবাদে রাতারাতি পরিচিতির পরিসর বেড়েছে সামান্থার। নাগা চৈতন্য সঙ্গে বিবাহবিচ্ছেদও এই অভিনেত্রীকে আলোচনায় রেখেছে। জনপ্রিয়তা বাড়ার কারণেই ‘কফি উইথ করণ: সিজন সেভেন’- এ তিনি অতিথি হয়ে আসবেন। বলিউড সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দীনেশ ভিজানের প্রযোজনায় আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিষেক হতে পারে। ‘উড়ি’ খ্যাত পরিচালক আদিত্য ধরের সিনেমা ‘দি ইমমর্টাল অশ্বথামা’-তেও সামান্থা থাকতে পারেন বলেও গুঞ্জন। সেই সিনেমার মূল চরিত্রে রয়েছেন ভিকি কৌশল। সামান্থার আগে এই সিনেমার নায়িকা হিসেবে সারা আলী খানের কথা শোনা গিয়েছিল। যে সিনেমাতেই সামান্থা চূড়ান্ত হন, বলিউডে তাঁর কদর বেড়েছে।
এই কথা রাশ্মিকার ক্ষেত্রেও। ইতিমধ্যেই দুটি সিনেমার শুটিং শেষ করেছেন- সিদ্ধার্থ মালহোত্রের বিপরীতে ‘মিশন মজনু’ ও অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’। রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমল’ সিনেমার শুটিং চলছে। শশাঙ্ক খৈতানের নতুন সিনেমায় টাইগার শ্রুফের বিপরীতেও থাকতে পারেন রাশমিকা।
সারা আলী খান, জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডের মতো নবাগতদের তুলনায় ইন্ডাস্ট্রিতে সামান্থা এবং রাশমিকার পাল্লা এখন ভারী বলা যায়। অভিনেত্রী হিসেবেও পরীক্ষিত। গ্ল্যামারাস এবং মাটির কাছাকাছি, দুই ধরনের চরিত্রেই তারা অভিনয় করতে পারেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি, ছবি শিকারিদের নজরে থাকার মতো বিষয়গুলোতেও তাঁরা অন্যদের চেয়ে পিছিয়ে নেই। লক্ষণীয়, এই দুই অভিনেত্রী যে হিন্দি সিনেমাগুলোয় রয়েছেন, সব কয়টি নামী ব্যানারের। দুই নায়িকা হিন্দিটাও বেশ ভালো বলতে পারে। সামান্থা নিজেই বলেছিলেন, হিন্দি সিনেমার প্রস্তাব আগেও পেয়েছি। কিন্তু ভাষাটা ততটা রপ্ত ছিল না। তাই না করতে হয়েছে। তবে এখন হিন্দি ভাষাটা আয়ত্বে চলে এসেছে।’
আগামী দিনে তাই বলিউড অভিনেত্রীদের বেশ চ্যালেঞ্জেই ফেলবেন দক্ষিণী এই তারকারা। রাশমিকা ও সামান্থা ছাড়াও একঝাঁক দক্ষিণী অভিনেত্রী বলিউড সিনেমায় নাম লিখিয়েছেন। বেশির ভাগের হাতেই একাধিক সিনেমা রয়েছে। এর মধ্যে রয়েছেন নয়নতারা, শালিনী পান্ডে, প্রনীতা সুভাষ, তামান্না, শ্রুতি হাসান প্রমুখ।
ভারতীয় সিনেমা মানেই এখন বলিউডচর্চা। এই চর্চার অন্যতম কারণ কয়েকজন দক্ষিণী তারকার পুরো ভারতজুড়ে লাইমলাইটে আসা। বক্স অফিস কাঁপানো তেলুগু সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’- এ ভারতজুড়ে পরিচিতি পেয়েছেন রাশমিকা মান্দানা। এই সিনেমার আইটেম গানে মাত করেছেন সামান্থা রুথ প্রভু। এর আগে অবশ্য সামান্থা হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন। দুই নায়িকার হাতেই একাধিক হিন্দি সিনেমা। আগামী দিনে সে সংখ্যা বাড়বে বলেই অনুমান।
গত বছর আমাজন প্রাইমের সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’- এর সুবাদে রাতারাতি পরিচিতির পরিসর বেড়েছে সামান্থার। নাগা চৈতন্য সঙ্গে বিবাহবিচ্ছেদও এই অভিনেত্রীকে আলোচনায় রেখেছে। জনপ্রিয়তা বাড়ার কারণেই ‘কফি উইথ করণ: সিজন সেভেন’- এ তিনি অতিথি হয়ে আসবেন। বলিউড সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দীনেশ ভিজানের প্রযোজনায় আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিষেক হতে পারে। ‘উড়ি’ খ্যাত পরিচালক আদিত্য ধরের সিনেমা ‘দি ইমমর্টাল অশ্বথামা’-তেও সামান্থা থাকতে পারেন বলেও গুঞ্জন। সেই সিনেমার মূল চরিত্রে রয়েছেন ভিকি কৌশল। সামান্থার আগে এই সিনেমার নায়িকা হিসেবে সারা আলী খানের কথা শোনা গিয়েছিল। যে সিনেমাতেই সামান্থা চূড়ান্ত হন, বলিউডে তাঁর কদর বেড়েছে।
এই কথা রাশ্মিকার ক্ষেত্রেও। ইতিমধ্যেই দুটি সিনেমার শুটিং শেষ করেছেন- সিদ্ধার্থ মালহোত্রের বিপরীতে ‘মিশন মজনু’ ও অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’। রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমল’ সিনেমার শুটিং চলছে। শশাঙ্ক খৈতানের নতুন সিনেমায় টাইগার শ্রুফের বিপরীতেও থাকতে পারেন রাশমিকা।
সারা আলী খান, জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডের মতো নবাগতদের তুলনায় ইন্ডাস্ট্রিতে সামান্থা এবং রাশমিকার পাল্লা এখন ভারী বলা যায়। অভিনেত্রী হিসেবেও পরীক্ষিত। গ্ল্যামারাস এবং মাটির কাছাকাছি, দুই ধরনের চরিত্রেই তারা অভিনয় করতে পারেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি, ছবি শিকারিদের নজরে থাকার মতো বিষয়গুলোতেও তাঁরা অন্যদের চেয়ে পিছিয়ে নেই। লক্ষণীয়, এই দুই অভিনেত্রী যে হিন্দি সিনেমাগুলোয় রয়েছেন, সব কয়টি নামী ব্যানারের। দুই নায়িকা হিন্দিটাও বেশ ভালো বলতে পারে। সামান্থা নিজেই বলেছিলেন, হিন্দি সিনেমার প্রস্তাব আগেও পেয়েছি। কিন্তু ভাষাটা ততটা রপ্ত ছিল না। তাই না করতে হয়েছে। তবে এখন হিন্দি ভাষাটা আয়ত্বে চলে এসেছে।’
আগামী দিনে তাই বলিউড অভিনেত্রীদের বেশ চ্যালেঞ্জেই ফেলবেন দক্ষিণী এই তারকারা। রাশমিকা ও সামান্থা ছাড়াও একঝাঁক দক্ষিণী অভিনেত্রী বলিউড সিনেমায় নাম লিখিয়েছেন। বেশির ভাগের হাতেই একাধিক সিনেমা রয়েছে। এর মধ্যে রয়েছেন নয়নতারা, শালিনী পান্ডে, প্রনীতা সুভাষ, তামান্না, শ্রুতি হাসান প্রমুখ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
৯ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
১২ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
১৯ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১৯ ঘণ্টা আগে