২০২১ সালে বক্স অফিস সাফল্য পায় আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা’। পুষ্পরাজের চরিত্রে দর্শকপ্রিয়তা পান আল্লু অর্জুন। সঙ্গে জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন আল্লু। দর্শকের সামনে আবারও ফিরছে পুষ্পরাজ-শ্রীভল্লি জুটির অন স্ক্রিন রসায়ন। তিন বছর পর আগামী ১৫ আগস্ট বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’। মুক্তির আরও চার মাস থাকলেও সিনেমাটি নিয়ে উত্তেজনার পারদ চড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, রেকর্ড মূল্যে সিনেমাটির উত্তর ভারতের হল স্বত্ব কিনেছেন ‘এএ’ ফিল্মস এর কর্ণধার অনিল থাদানি। অনিলের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সিনেমাটির উত্তর ভারতের হল স্বত্ব বিক্রি হচ্ছে রেকর্ড ২০০ কোটি রুপিতে।
উত্তর ভারতে রেকর্ড মূল্যে সিনেমাটির বিক্রিতে অনুমান করা যাচ্ছে দক্ষিণ ভারতের হল স্বত্বতেও এবার রেকর্ড গড়বে ‘পুষ্পা ২’। এর সঙ্গে টেলিভিশন স্বত্ব আর ওটিটি তো আছেই। মুক্তির আগেই যেন রেকর্ডের পথে সুকুমার পরিচালিত সিনেমাটি।
এদিকে গত ৭ এপ্রিল আল্লু অর্জুনের ৪২ তম জন্মদিনে প্রকাশ্যে এসেছে ‘পুষ্পা ২’ সিনেমার টিজার। মাত্র দশদিনে ইউটিউবে টিজারটি দেখা হয়েছে ১১ কোটি ৪০ লাখ বারের বেশি।
মিথ্রি মুভি মেকার্স এবং সুকুমার রাইটিংস দ্বারা যৌথভাবে প্রযোজিত, ‘পুষ্প: দ্য রুল’-এর সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। চিত্রগ্রাহক মিরোস্লো কুবা ব্রোজেক।
২০২১ সালে বক্স অফিস সাফল্য পায় আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা’। পুষ্পরাজের চরিত্রে দর্শকপ্রিয়তা পান আল্লু অর্জুন। সঙ্গে জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন আল্লু। দর্শকের সামনে আবারও ফিরছে পুষ্পরাজ-শ্রীভল্লি জুটির অন স্ক্রিন রসায়ন। তিন বছর পর আগামী ১৫ আগস্ট বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’। মুক্তির আরও চার মাস থাকলেও সিনেমাটি নিয়ে উত্তেজনার পারদ চড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, রেকর্ড মূল্যে সিনেমাটির উত্তর ভারতের হল স্বত্ব কিনেছেন ‘এএ’ ফিল্মস এর কর্ণধার অনিল থাদানি। অনিলের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সিনেমাটির উত্তর ভারতের হল স্বত্ব বিক্রি হচ্ছে রেকর্ড ২০০ কোটি রুপিতে।
উত্তর ভারতে রেকর্ড মূল্যে সিনেমাটির বিক্রিতে অনুমান করা যাচ্ছে দক্ষিণ ভারতের হল স্বত্বতেও এবার রেকর্ড গড়বে ‘পুষ্পা ২’। এর সঙ্গে টেলিভিশন স্বত্ব আর ওটিটি তো আছেই। মুক্তির আগেই যেন রেকর্ডের পথে সুকুমার পরিচালিত সিনেমাটি।
এদিকে গত ৭ এপ্রিল আল্লু অর্জুনের ৪২ তম জন্মদিনে প্রকাশ্যে এসেছে ‘পুষ্পা ২’ সিনেমার টিজার। মাত্র দশদিনে ইউটিউবে টিজারটি দেখা হয়েছে ১১ কোটি ৪০ লাখ বারের বেশি।
মিথ্রি মুভি মেকার্স এবং সুকুমার রাইটিংস দ্বারা যৌথভাবে প্রযোজিত, ‘পুষ্প: দ্য রুল’-এর সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। চিত্রগ্রাহক মিরোস্লো কুবা ব্রোজেক।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১৪ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৭ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৯ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১ দিন আগে