Ajker Patrika

রাশমিকাকে ‘লাকি চার্ম’ বললেন বিজয়, প্রেমের গুঞ্জন কি সত্যি হলো

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৩: ২৬
রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। ছবি: ফেসবুক
রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। ছবি: ফেসবুক

ভারতের দক্ষিণী অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন দীর্ঘ দিনের। কানাঘুষা শোনা যায় লুকিয়ে চুটিয়ে প্রেম করছেন এই তারকা জুটি। যদিও সম্পর্ক নিয়ে কখনো মুখ খোলেননি তাঁরা। তবে প্রকাশ্যে একে অপরের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশে পিছপা হননি এই জুটি। এবার খোলামেলা তথাকথিত প্রেমিকার প্রশংসা করেছেন বিজয়। এ নিয়ে নানা জল্পনা চলছে তাদের ভক্ত-অনুরাগীদের মধ্যে।

গতকাল সোমবার রাহুল রাভীন্দ্রন পরিচালিত রাশমিকার আসন্ন রোমান্টিক সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’ এর টিজার শেয়ার করেছেন। যেখানে বিজয়ের ভয়েস ওভার ছিল, এটি এই টিজারকে আরও বিশেষ করে তুলেছে। তবে এটুকুতেই শেষ নয়। বিজয়, যিনি ডিয়ার কমরেড সিনেমায় রাশমিকার সঙ্গে অভিনয় করেছেন। এই অভিনেতা একটি হৃদয়গ্রাহী নোট শেয়ার করেছেন। তিনি রাশমিকাকে তার ‘লাকি চার্ম’ বলে উল্লেখ করেছেন। এতে তাঁদের সম্পর্কের গুজব আবারও আলোচনায় এসেছে।

এ নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। অধীর আগ্রহে অপেক্ষা করছেন জনপ্রিয় এই জুটির সম্পর্ক নিয়ে আরও খবর জানার জন্য। বিজয়ের এই আন্তরিক বার্তা রাশমিকার প্রতি তার গভীর সমর্থন আরও একবার প্রকাশ্যে এসেছে। ভক্তরা এই দুই তারকার সম্পর্ক নিয়ে আরও বেশি উৎসাহী হয়ে উঠেছেন।

এক্স হ্যান্ডেলে দ্য গার্লফ্রেন্ডের টিজার শেয়ার করে বিজয় লিখেছেন, ‘আমি এই টিজারের প্রতিটি দৃশ্য ভালোবেসেছি। সিনেমাটি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। তিনি (রাশমিকা) অনেক অভিনেতার জন্য সৌভাগ্যবান হয়ে উঠেছেন। একজন অভিনেতা, পারফরমার এবং তারকা হিসেবে তিনি দুর্দান্তভাবে বেড়ে উঠেছেন। তবে ব্যক্তিগতভাবে এখনো সেই মেয়েটিই রয়ে গেছেন, যাকে আমি ৮ বছর আগে শুটিং সেটে দেখেছিলাম।’

তিনি আরও লেখেন, ‘তোমার প্রথম প্রজেক্টে যেখানে তুমি এত দায়িত্ব কাঁধে নিয়েছ, সেখানেও তোমার সব সাফল্য কামনা করছি।’

রাশমিকা মন্দান্না বিজয়ের আন্তরিক এই পোস্টের জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে ধন্যবাদ জানিয়ে পোস্টে বিজয়কে ট্যাগ করে লেখেন, ‘আমাদের জন্য এত কিছু করার জন্য ধন্যবাদ। আমরা আশা করি, এই প্রজেক্টের মাধ্যমে আপনাকে এবং সবাইকে গর্বিত করতে পারব।

রাশমিকা বর্তমানে পুষ্পা ২: দ্য রুল-এর সাফল্যের আনন্দ উপভোগ করছেন। ছবিটি বক্স-অফিসে সব রেকর্ড ভেঙে দিয়েছে। আল্লু অর্জুন এবং ফাহাদ ফাসিলের সঙ্গে অভিনীত এই সিনেমাটি গত ২ ডিসেম্বর মুক্তি পেয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত