বেশ কিছুদিন আগেই শোনা গিয়েছিল নতুন একটি প্রজেক্টের জন্য রজনীকান্তর সঙ্গে হাত মেলাতে যাচ্ছেন ভারতীয় প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা। আর তারপর থেকেই বেশ আলোচনা হয়েছে। এবার জানা গেছে তাঁদের দুজনের এক হওয়ার উদ্দেশ্য। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রজনীকান্তর বায়োপিকের স্বত্ব কিনেছেন সাজিদ।
বলিউড হাঙ্গামা একটি রিপোর্টে সম্প্রতি জানিয়েছে, সাজিদ নাদিয়াওয়ালা একটি বড়সড় চুক্তি সই করেছেন রজনীকান্তর সঙ্গে। তাও যেইসেই ছবির জন্য নয়, একেবারে অভিনেতার বায়োপিকের জন্য। সূত্রের তরফে জানানো হয়েছে, প্রযোজক যে কেবল অভিনেতার অভিনয়ের ফ্যান সেটাই নন, তিনি ব্যক্তি হিসেবেও ভীষণই পছন্দ করেন রজনীকান্তকে।
সাজিদ নাদিয়াওয়ালার মতে, একজন বাস কন্ডাক্টর থেকে ভারতীয় ছবির সুপারস্টার হয়ে ওঠা মোটেই মুখের কথা নয়। আর এই গল্প বিশ্বের সবার জানা উচিত। সাজিদ নিজেই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন বলেই জানানো হয়েছে রিপোর্টে। তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, যাতে অভিনেতার এই বর্ণময় জীবনকে দুর্দান্তভাবে পর্দায় তুলে ধরা যায়।
গত কয়েক মাস ধরেই সাজিদ নাদিয়াওয়ালার সঙ্গে রজনীকান্ত ও তাঁর পরিবারের নিয়মিত যোগাযোগ হচ্ছে, যাতে গল্প বা তথ্য বা চিত্রনাট্যে এতটুকু ফাঁক না থাকে। সাজিদ নাদিয়াওয়ালা নিজেও সম্প্রতি রজনীকান্তের সঙ্গে একটি ছবি শেয়ার করে তাঁদের যৌথ উদ্যোগের বিষয়ে আভাস দিয়েছিলেন। লিখেছিলেন, ‘লেজেন্ডারি রজনীকান্ত স্যারের সঙ্গে কাজ করতে পারা সত্যিই গর্বের ব্যাপার। আমরা দারুণ উচ্ছ্বসিত একটা দুর্দান্ত সফর শুরু করার জন্য।’
জানা গেছে, রজনীকান্তর বায়োপিকের শুটিং ২০২৫ সাল থেকে শুরু হবে। তবে অভিনয়ে কারা থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি।
বেশ কিছুদিন আগেই শোনা গিয়েছিল নতুন একটি প্রজেক্টের জন্য রজনীকান্তর সঙ্গে হাত মেলাতে যাচ্ছেন ভারতীয় প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা। আর তারপর থেকেই বেশ আলোচনা হয়েছে। এবার জানা গেছে তাঁদের দুজনের এক হওয়ার উদ্দেশ্য। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রজনীকান্তর বায়োপিকের স্বত্ব কিনেছেন সাজিদ।
বলিউড হাঙ্গামা একটি রিপোর্টে সম্প্রতি জানিয়েছে, সাজিদ নাদিয়াওয়ালা একটি বড়সড় চুক্তি সই করেছেন রজনীকান্তর সঙ্গে। তাও যেইসেই ছবির জন্য নয়, একেবারে অভিনেতার বায়োপিকের জন্য। সূত্রের তরফে জানানো হয়েছে, প্রযোজক যে কেবল অভিনেতার অভিনয়ের ফ্যান সেটাই নন, তিনি ব্যক্তি হিসেবেও ভীষণই পছন্দ করেন রজনীকান্তকে।
সাজিদ নাদিয়াওয়ালার মতে, একজন বাস কন্ডাক্টর থেকে ভারতীয় ছবির সুপারস্টার হয়ে ওঠা মোটেই মুখের কথা নয়। আর এই গল্প বিশ্বের সবার জানা উচিত। সাজিদ নিজেই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন বলেই জানানো হয়েছে রিপোর্টে। তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, যাতে অভিনেতার এই বর্ণময় জীবনকে দুর্দান্তভাবে পর্দায় তুলে ধরা যায়।
গত কয়েক মাস ধরেই সাজিদ নাদিয়াওয়ালার সঙ্গে রজনীকান্ত ও তাঁর পরিবারের নিয়মিত যোগাযোগ হচ্ছে, যাতে গল্প বা তথ্য বা চিত্রনাট্যে এতটুকু ফাঁক না থাকে। সাজিদ নাদিয়াওয়ালা নিজেও সম্প্রতি রজনীকান্তের সঙ্গে একটি ছবি শেয়ার করে তাঁদের যৌথ উদ্যোগের বিষয়ে আভাস দিয়েছিলেন। লিখেছিলেন, ‘লেজেন্ডারি রজনীকান্ত স্যারের সঙ্গে কাজ করতে পারা সত্যিই গর্বের ব্যাপার। আমরা দারুণ উচ্ছ্বসিত একটা দুর্দান্ত সফর শুরু করার জন্য।’
জানা গেছে, রজনীকান্তর বায়োপিকের শুটিং ২০২৫ সাল থেকে শুরু হবে। তবে অভিনয়ে কারা থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৪ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৬ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৯ ঘণ্টা আগে