বেশ কিছুদিন আগেই শোনা গিয়েছিল নতুন একটি প্রজেক্টের জন্য রজনীকান্তর সঙ্গে হাত মেলাতে যাচ্ছেন ভারতীয় প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা। আর তারপর থেকেই বেশ আলোচনা হয়েছে। এবার জানা গেছে তাঁদের দুজনের এক হওয়ার উদ্দেশ্য। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রজনীকান্তর বায়োপিকের স্বত্ব কিনেছেন সাজিদ।
বলিউড হাঙ্গামা একটি রিপোর্টে সম্প্রতি জানিয়েছে, সাজিদ নাদিয়াওয়ালা একটি বড়সড় চুক্তি সই করেছেন রজনীকান্তর সঙ্গে। তাও যেইসেই ছবির জন্য নয়, একেবারে অভিনেতার বায়োপিকের জন্য। সূত্রের তরফে জানানো হয়েছে, প্রযোজক যে কেবল অভিনেতার অভিনয়ের ফ্যান সেটাই নন, তিনি ব্যক্তি হিসেবেও ভীষণই পছন্দ করেন রজনীকান্তকে।
সাজিদ নাদিয়াওয়ালার মতে, একজন বাস কন্ডাক্টর থেকে ভারতীয় ছবির সুপারস্টার হয়ে ওঠা মোটেই মুখের কথা নয়। আর এই গল্প বিশ্বের সবার জানা উচিত। সাজিদ নিজেই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন বলেই জানানো হয়েছে রিপোর্টে। তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, যাতে অভিনেতার এই বর্ণময় জীবনকে দুর্দান্তভাবে পর্দায় তুলে ধরা যায়।
গত কয়েক মাস ধরেই সাজিদ নাদিয়াওয়ালার সঙ্গে রজনীকান্ত ও তাঁর পরিবারের নিয়মিত যোগাযোগ হচ্ছে, যাতে গল্প বা তথ্য বা চিত্রনাট্যে এতটুকু ফাঁক না থাকে। সাজিদ নাদিয়াওয়ালা নিজেও সম্প্রতি রজনীকান্তের সঙ্গে একটি ছবি শেয়ার করে তাঁদের যৌথ উদ্যোগের বিষয়ে আভাস দিয়েছিলেন। লিখেছিলেন, ‘লেজেন্ডারি রজনীকান্ত স্যারের সঙ্গে কাজ করতে পারা সত্যিই গর্বের ব্যাপার। আমরা দারুণ উচ্ছ্বসিত একটা দুর্দান্ত সফর শুরু করার জন্য।’
জানা গেছে, রজনীকান্তর বায়োপিকের শুটিং ২০২৫ সাল থেকে শুরু হবে। তবে অভিনয়ে কারা থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি।
বেশ কিছুদিন আগেই শোনা গিয়েছিল নতুন একটি প্রজেক্টের জন্য রজনীকান্তর সঙ্গে হাত মেলাতে যাচ্ছেন ভারতীয় প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা। আর তারপর থেকেই বেশ আলোচনা হয়েছে। এবার জানা গেছে তাঁদের দুজনের এক হওয়ার উদ্দেশ্য। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রজনীকান্তর বায়োপিকের স্বত্ব কিনেছেন সাজিদ।
বলিউড হাঙ্গামা একটি রিপোর্টে সম্প্রতি জানিয়েছে, সাজিদ নাদিয়াওয়ালা একটি বড়সড় চুক্তি সই করেছেন রজনীকান্তর সঙ্গে। তাও যেইসেই ছবির জন্য নয়, একেবারে অভিনেতার বায়োপিকের জন্য। সূত্রের তরফে জানানো হয়েছে, প্রযোজক যে কেবল অভিনেতার অভিনয়ের ফ্যান সেটাই নন, তিনি ব্যক্তি হিসেবেও ভীষণই পছন্দ করেন রজনীকান্তকে।
সাজিদ নাদিয়াওয়ালার মতে, একজন বাস কন্ডাক্টর থেকে ভারতীয় ছবির সুপারস্টার হয়ে ওঠা মোটেই মুখের কথা নয়। আর এই গল্প বিশ্বের সবার জানা উচিত। সাজিদ নিজেই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন বলেই জানানো হয়েছে রিপোর্টে। তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, যাতে অভিনেতার এই বর্ণময় জীবনকে দুর্দান্তভাবে পর্দায় তুলে ধরা যায়।
গত কয়েক মাস ধরেই সাজিদ নাদিয়াওয়ালার সঙ্গে রজনীকান্ত ও তাঁর পরিবারের নিয়মিত যোগাযোগ হচ্ছে, যাতে গল্প বা তথ্য বা চিত্রনাট্যে এতটুকু ফাঁক না থাকে। সাজিদ নাদিয়াওয়ালা নিজেও সম্প্রতি রজনীকান্তের সঙ্গে একটি ছবি শেয়ার করে তাঁদের যৌথ উদ্যোগের বিষয়ে আভাস দিয়েছিলেন। লিখেছিলেন, ‘লেজেন্ডারি রজনীকান্ত স্যারের সঙ্গে কাজ করতে পারা সত্যিই গর্বের ব্যাপার। আমরা দারুণ উচ্ছ্বসিত একটা দুর্দান্ত সফর শুরু করার জন্য।’
জানা গেছে, রজনীকান্তর বায়োপিকের শুটিং ২০২৫ সাল থেকে শুরু হবে। তবে অভিনয়ে কারা থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৫ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৯ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৯ ঘণ্টা আগে