বিনোদন ডেস্ক
ঘোষণার পর থেকেই ‘কেজিএফ’ তারকা ইয়াশের পরবর্তী সিনেমা ‘টক্সিক’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। গতকাল মুক্তি পাওয়া সিনেমার টিজার সেই আগ্রহ বাড়িয়েছে দ্বিগুণ।
গতকাল ৮ জানুয়ারি ছিল কেজিএফ তারকা ইয়াশের জন্মদিন। অভিনেতার বিশেষ দিনে প্রকাশ পেয়েছে টক্সিকের টিজার। ১ মিনিটের ভিডিওতে দেখা গেল চকমকে আলোতে একটিবার ক্লাবের সামনে বনেদি গাড়ি থেকে নামেন ইয়াশ। অন্যদিকে ক্লাবের ভেতরে লাস্যময়ীদের ভিড়। মাস্তি আর নেশায় মগ্ন সবাই। তার মধ্যেই চুরুট ফুঁকতে ফুঁকতে এন্ট্রি নেন ইয়াশ। সবার সঙ্গে মাস্তিতে মেতে ওঠেন।
টক্সিক পরিচালনা করেছেন গীতু মোহনদাস। টিজার শেয়ার করে ইয়াশকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা গীতু মোহনদাস। তবে এখনো মুক্তির তারিখ ঘোষণা করেননি নির্মাতা ও প্রযোজক। শোনা যাচ্ছে এ বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে টক্সিক।
এই সিনেমা দিয়েই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখার কথা ছিল কারিনা কাপুরের। তবে শুটিং শিডিউল মেলাতে না পারায় প্রস্তাব ফিরিয়ে দেন কারিনা। পরে কারিনার জায়গায় শোনা গিয়েছিল কিয়ারা আদভানি ও নয়নতারার নাম। যদিও সিনেমার টিজারে কাউকেই দেখা যায়নি।
এক মাদকসম্রাটের গল্প নিয়ে তৈরি হচ্ছে টক্সিক। গত বছরের শেষদিকে শুটিং করতে গিয়ে বিপদে পড়েন সিনেমার নির্মাতারা। তাদের বিরুদ্ধে মামলা করে কর্নাটক ফরেস্ট বিভাগ। অভিযোগ, এ সিনেমার সেট তৈরির জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের শতাধিক গাছ কাটা হয়েছে। মামলার কারণে ঠিক সময়ে সিনেমার শুটিং শেষ করা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তাই এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি মুক্তির তারিখ।
ঘোষণার পর থেকেই ‘কেজিএফ’ তারকা ইয়াশের পরবর্তী সিনেমা ‘টক্সিক’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। গতকাল মুক্তি পাওয়া সিনেমার টিজার সেই আগ্রহ বাড়িয়েছে দ্বিগুণ।
গতকাল ৮ জানুয়ারি ছিল কেজিএফ তারকা ইয়াশের জন্মদিন। অভিনেতার বিশেষ দিনে প্রকাশ পেয়েছে টক্সিকের টিজার। ১ মিনিটের ভিডিওতে দেখা গেল চকমকে আলোতে একটিবার ক্লাবের সামনে বনেদি গাড়ি থেকে নামেন ইয়াশ। অন্যদিকে ক্লাবের ভেতরে লাস্যময়ীদের ভিড়। মাস্তি আর নেশায় মগ্ন সবাই। তার মধ্যেই চুরুট ফুঁকতে ফুঁকতে এন্ট্রি নেন ইয়াশ। সবার সঙ্গে মাস্তিতে মেতে ওঠেন।
টক্সিক পরিচালনা করেছেন গীতু মোহনদাস। টিজার শেয়ার করে ইয়াশকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা গীতু মোহনদাস। তবে এখনো মুক্তির তারিখ ঘোষণা করেননি নির্মাতা ও প্রযোজক। শোনা যাচ্ছে এ বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে টক্সিক।
এই সিনেমা দিয়েই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখার কথা ছিল কারিনা কাপুরের। তবে শুটিং শিডিউল মেলাতে না পারায় প্রস্তাব ফিরিয়ে দেন কারিনা। পরে কারিনার জায়গায় শোনা গিয়েছিল কিয়ারা আদভানি ও নয়নতারার নাম। যদিও সিনেমার টিজারে কাউকেই দেখা যায়নি।
এক মাদকসম্রাটের গল্প নিয়ে তৈরি হচ্ছে টক্সিক। গত বছরের শেষদিকে শুটিং করতে গিয়ে বিপদে পড়েন সিনেমার নির্মাতারা। তাদের বিরুদ্ধে মামলা করে কর্নাটক ফরেস্ট বিভাগ। অভিযোগ, এ সিনেমার সেট তৈরির জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের শতাধিক গাছ কাটা হয়েছে। মামলার কারণে ঠিক সময়ে সিনেমার শুটিং শেষ করা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তাই এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি মুক্তির তারিখ।
গত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১১ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১১ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১১ ঘণ্টা আগেজনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ এবার দেখা যাবে বাংলায়। ভিউজ অ্যান্ড ভিশনসের পরিবেশনায় আগামী ১ মে থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফিতে দেখা যাবে সিরিজটির বাংলা সংস্করণ।
১১ ঘণ্টা আগে