বিনোদন ডেস্ক
ঘোষণার পর থেকেই ‘কেজিএফ’ তারকা ইয়াশের পরবর্তী সিনেমা ‘টক্সিক’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। গতকাল মুক্তি পাওয়া সিনেমার টিজার সেই আগ্রহ বাড়িয়েছে দ্বিগুণ।
গতকাল ৮ জানুয়ারি ছিল কেজিএফ তারকা ইয়াশের জন্মদিন। অভিনেতার বিশেষ দিনে প্রকাশ পেয়েছে টক্সিকের টিজার। ১ মিনিটের ভিডিওতে দেখা গেল চকমকে আলোতে একটিবার ক্লাবের সামনে বনেদি গাড়ি থেকে নামেন ইয়াশ। অন্যদিকে ক্লাবের ভেতরে লাস্যময়ীদের ভিড়। মাস্তি আর নেশায় মগ্ন সবাই। তার মধ্যেই চুরুট ফুঁকতে ফুঁকতে এন্ট্রি নেন ইয়াশ। সবার সঙ্গে মাস্তিতে মেতে ওঠেন।
টক্সিক পরিচালনা করেছেন গীতু মোহনদাস। টিজার শেয়ার করে ইয়াশকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা গীতু মোহনদাস। তবে এখনো মুক্তির তারিখ ঘোষণা করেননি নির্মাতা ও প্রযোজক। শোনা যাচ্ছে এ বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে টক্সিক।
এই সিনেমা দিয়েই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখার কথা ছিল কারিনা কাপুরের। তবে শুটিং শিডিউল মেলাতে না পারায় প্রস্তাব ফিরিয়ে দেন কারিনা। পরে কারিনার জায়গায় শোনা গিয়েছিল কিয়ারা আদভানি ও নয়নতারার নাম। যদিও সিনেমার টিজারে কাউকেই দেখা যায়নি।
এক মাদকসম্রাটের গল্প নিয়ে তৈরি হচ্ছে টক্সিক। গত বছরের শেষদিকে শুটিং করতে গিয়ে বিপদে পড়েন সিনেমার নির্মাতারা। তাদের বিরুদ্ধে মামলা করে কর্নাটক ফরেস্ট বিভাগ। অভিযোগ, এ সিনেমার সেট তৈরির জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের শতাধিক গাছ কাটা হয়েছে। মামলার কারণে ঠিক সময়ে সিনেমার শুটিং শেষ করা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তাই এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি মুক্তির তারিখ।
ঘোষণার পর থেকেই ‘কেজিএফ’ তারকা ইয়াশের পরবর্তী সিনেমা ‘টক্সিক’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। গতকাল মুক্তি পাওয়া সিনেমার টিজার সেই আগ্রহ বাড়িয়েছে দ্বিগুণ।
গতকাল ৮ জানুয়ারি ছিল কেজিএফ তারকা ইয়াশের জন্মদিন। অভিনেতার বিশেষ দিনে প্রকাশ পেয়েছে টক্সিকের টিজার। ১ মিনিটের ভিডিওতে দেখা গেল চকমকে আলোতে একটিবার ক্লাবের সামনে বনেদি গাড়ি থেকে নামেন ইয়াশ। অন্যদিকে ক্লাবের ভেতরে লাস্যময়ীদের ভিড়। মাস্তি আর নেশায় মগ্ন সবাই। তার মধ্যেই চুরুট ফুঁকতে ফুঁকতে এন্ট্রি নেন ইয়াশ। সবার সঙ্গে মাস্তিতে মেতে ওঠেন।
টক্সিক পরিচালনা করেছেন গীতু মোহনদাস। টিজার শেয়ার করে ইয়াশকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা গীতু মোহনদাস। তবে এখনো মুক্তির তারিখ ঘোষণা করেননি নির্মাতা ও প্রযোজক। শোনা যাচ্ছে এ বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে টক্সিক।
এই সিনেমা দিয়েই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখার কথা ছিল কারিনা কাপুরের। তবে শুটিং শিডিউল মেলাতে না পারায় প্রস্তাব ফিরিয়ে দেন কারিনা। পরে কারিনার জায়গায় শোনা গিয়েছিল কিয়ারা আদভানি ও নয়নতারার নাম। যদিও সিনেমার টিজারে কাউকেই দেখা যায়নি।
এক মাদকসম্রাটের গল্প নিয়ে তৈরি হচ্ছে টক্সিক। গত বছরের শেষদিকে শুটিং করতে গিয়ে বিপদে পড়েন সিনেমার নির্মাতারা। তাদের বিরুদ্ধে মামলা করে কর্নাটক ফরেস্ট বিভাগ। অভিযোগ, এ সিনেমার সেট তৈরির জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের শতাধিক গাছ কাটা হয়েছে। মামলার কারণে ঠিক সময়ে সিনেমার শুটিং শেষ করা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তাই এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি মুক্তির তারিখ।
সেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
২ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৫ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৫ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৫ ঘণ্টা আগে