Ajker Patrika

হাজার নৃত্যশিল্পী নিয়ে গানের শুটিং

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৪: ০০
হাজার নৃত্যশিল্পী নিয়ে গানের শুটিং

বর্তমানে দক্ষিণ ও বলিউড মিলেমিশে একাকার। বিশেষ করে বলিউড অভিনেত্রীদের দেখা যাচ্ছে দক্ষিণী সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে, আবার দক্ষিণের তারকাদের সিনেমা মুক্তি পাচ্ছে বলিউড বাজারে। বলিউড থেকে দক্ষিণের সিনেমায় খুব একটা নাম লেখান না অভিনেত্রীরা। সময় বদলেছে, এখন দক্ষিণী সিনেমা পুরো ভারতে মাত করছে। একের পর এক প্যান ইন্ডিয়া সিনেমা তৈরী হচ্ছে দক্ষিণে। সেই যাত্রায় বলিউডের কিয়ারা আদবানি দক্ষিণে নতুন করে পা রাখলেন। ক্যারিয়ারের শুরুর দিকে কিয়ারা কয়েকটি দক্ষিণের সিনেমায় অভিনয় করেছেন। তবে গেল কয়েকবছরে কিয়ারা দিয়েছেন ‘কবির সিং’,‘শেরশাহ’,‘ভুল ভুলাইয়া ২’- এর মতো একাধিক ব্লকবাস্টার সিনেমা। আর তাইতো দক্ষিণের এই বড় বাজেটের সিনেমার নায়িকা হিসেবে বেছে নেওয়া হয়েছে কিয়ারাকে। সিনেমার নাম আপাতত ঠিক হয়েছে ‘আরসি ১৫’। এই সিনেমায় কিয়ারার বিপরীতে আছেন রামচরণ। পরিচালনা করছেন ‘নায়ক’,‘রোবট’-এর মতো সিনেমার পরিচালক শংকর। এই পরিচালক সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন বড় বাজেটের সিনেমা নির্মাণ করেন তিনি। রাজনৈতিক ধাঁচের নতুন এই সিনেমাটি পরিচালকের ‘শিবাজি’ কিংবা ‘ইন্ডিয়ানা’র ছোঁয়া থাকবে বলে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

বর্তমানে পাঞ্জাবে ‘আরসি ১৫’ সিনেমার একটি গানের দৃশ্যধারণ হচ্ছে। বলা যায়, রামচরণ এবং কিয়ারা আদবানি তাঁদের ক্যারিয়ারের অন্যতম বিগ বাজেটের গান শুট করছেন। গতকাল শুরু হওয়া গানের দৃশ্যধারণ হবে আরও কয়েকদিন। যার কোরিওগ্রাফার গনেশ আচার্য। প্রায় ১হাজার নৃত্যশিল্পী নিয়ে এই গানের শুটিং হবে পাঞ্জাব ও হায়দরাবাদে। এই গানের শুটিংয়ের পর ১২০০ ফাইটার নিয়ে আ্যকশন পার্ট শুট হবে হায়দরাবাদেই। আগস্ট মাসের ভিতর সিনেমার ৭০শতাংশ শুটিং সম্পন্ন হবে। অক্টোবর মাসে এই টিম ইউরোপে শুটিং করবে। আশা করা যায়, ডিসেম্বরে পুরো সিনেমার সিনেমার শুটিং শেষ হবে। আগামী বছর সিনেমাটি মুক্তি পেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত