বর্তমানে দক্ষিণ ও বলিউড মিলেমিশে একাকার। বিশেষ করে বলিউড অভিনেত্রীদের দেখা যাচ্ছে দক্ষিণী সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে, আবার দক্ষিণের তারকাদের সিনেমা মুক্তি পাচ্ছে বলিউড বাজারে। বলিউড থেকে দক্ষিণের সিনেমায় খুব একটা নাম লেখান না অভিনেত্রীরা। সময় বদলেছে, এখন দক্ষিণী সিনেমা পুরো ভারতে মাত করছে। একের পর এক প্যান ইন্ডিয়া সিনেমা তৈরী হচ্ছে দক্ষিণে। সেই যাত্রায় বলিউডের কিয়ারা আদবানি দক্ষিণে নতুন করে পা রাখলেন। ক্যারিয়ারের শুরুর দিকে কিয়ারা কয়েকটি দক্ষিণের সিনেমায় অভিনয় করেছেন। তবে গেল কয়েকবছরে কিয়ারা দিয়েছেন ‘কবির সিং’,‘শেরশাহ’,‘ভুল ভুলাইয়া ২’- এর মতো একাধিক ব্লকবাস্টার সিনেমা। আর তাইতো দক্ষিণের এই বড় বাজেটের সিনেমার নায়িকা হিসেবে বেছে নেওয়া হয়েছে কিয়ারাকে। সিনেমার নাম আপাতত ঠিক হয়েছে ‘আরসি ১৫’। এই সিনেমায় কিয়ারার বিপরীতে আছেন রামচরণ। পরিচালনা করছেন ‘নায়ক’,‘রোবট’-এর মতো সিনেমার পরিচালক শংকর। এই পরিচালক সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন বড় বাজেটের সিনেমা নির্মাণ করেন তিনি। রাজনৈতিক ধাঁচের নতুন এই সিনেমাটি পরিচালকের ‘শিবাজি’ কিংবা ‘ইন্ডিয়ানা’র ছোঁয়া থাকবে বলে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
বর্তমানে পাঞ্জাবে ‘আরসি ১৫’ সিনেমার একটি গানের দৃশ্যধারণ হচ্ছে। বলা যায়, রামচরণ এবং কিয়ারা আদবানি তাঁদের ক্যারিয়ারের অন্যতম বিগ বাজেটের গান শুট করছেন। গতকাল শুরু হওয়া গানের দৃশ্যধারণ হবে আরও কয়েকদিন। যার কোরিওগ্রাফার গনেশ আচার্য। প্রায় ১হাজার নৃত্যশিল্পী নিয়ে এই গানের শুটিং হবে পাঞ্জাব ও হায়দরাবাদে। এই গানের শুটিংয়ের পর ১২০০ ফাইটার নিয়ে আ্যকশন পার্ট শুট হবে হায়দরাবাদেই। আগস্ট মাসের ভিতর সিনেমার ৭০শতাংশ শুটিং সম্পন্ন হবে। অক্টোবর মাসে এই টিম ইউরোপে শুটিং করবে। আশা করা যায়, ডিসেম্বরে পুরো সিনেমার সিনেমার শুটিং শেষ হবে। আগামী বছর সিনেমাটি মুক্তি পেতে পারে।
বর্তমানে দক্ষিণ ও বলিউড মিলেমিশে একাকার। বিশেষ করে বলিউড অভিনেত্রীদের দেখা যাচ্ছে দক্ষিণী সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে, আবার দক্ষিণের তারকাদের সিনেমা মুক্তি পাচ্ছে বলিউড বাজারে। বলিউড থেকে দক্ষিণের সিনেমায় খুব একটা নাম লেখান না অভিনেত্রীরা। সময় বদলেছে, এখন দক্ষিণী সিনেমা পুরো ভারতে মাত করছে। একের পর এক প্যান ইন্ডিয়া সিনেমা তৈরী হচ্ছে দক্ষিণে। সেই যাত্রায় বলিউডের কিয়ারা আদবানি দক্ষিণে নতুন করে পা রাখলেন। ক্যারিয়ারের শুরুর দিকে কিয়ারা কয়েকটি দক্ষিণের সিনেমায় অভিনয় করেছেন। তবে গেল কয়েকবছরে কিয়ারা দিয়েছেন ‘কবির সিং’,‘শেরশাহ’,‘ভুল ভুলাইয়া ২’- এর মতো একাধিক ব্লকবাস্টার সিনেমা। আর তাইতো দক্ষিণের এই বড় বাজেটের সিনেমার নায়িকা হিসেবে বেছে নেওয়া হয়েছে কিয়ারাকে। সিনেমার নাম আপাতত ঠিক হয়েছে ‘আরসি ১৫’। এই সিনেমায় কিয়ারার বিপরীতে আছেন রামচরণ। পরিচালনা করছেন ‘নায়ক’,‘রোবট’-এর মতো সিনেমার পরিচালক শংকর। এই পরিচালক সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন বড় বাজেটের সিনেমা নির্মাণ করেন তিনি। রাজনৈতিক ধাঁচের নতুন এই সিনেমাটি পরিচালকের ‘শিবাজি’ কিংবা ‘ইন্ডিয়ানা’র ছোঁয়া থাকবে বলে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
বর্তমানে পাঞ্জাবে ‘আরসি ১৫’ সিনেমার একটি গানের দৃশ্যধারণ হচ্ছে। বলা যায়, রামচরণ এবং কিয়ারা আদবানি তাঁদের ক্যারিয়ারের অন্যতম বিগ বাজেটের গান শুট করছেন। গতকাল শুরু হওয়া গানের দৃশ্যধারণ হবে আরও কয়েকদিন। যার কোরিওগ্রাফার গনেশ আচার্য। প্রায় ১হাজার নৃত্যশিল্পী নিয়ে এই গানের শুটিং হবে পাঞ্জাব ও হায়দরাবাদে। এই গানের শুটিংয়ের পর ১২০০ ফাইটার নিয়ে আ্যকশন পার্ট শুট হবে হায়দরাবাদেই। আগস্ট মাসের ভিতর সিনেমার ৭০শতাংশ শুটিং সম্পন্ন হবে। অক্টোবর মাসে এই টিম ইউরোপে শুটিং করবে। আশা করা যায়, ডিসেম্বরে পুরো সিনেমার সিনেমার শুটিং শেষ হবে। আগামী বছর সিনেমাটি মুক্তি পেতে পারে।
পেহেলগামে হামলার ঘটনার জেরে গত মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এ অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় অনেক তারকাই এ হামলার সমর্থন জানিয়েছেন। তবে হামলা নিয়ে নিজের ভিন্ন ভাবনার কথা বলেছেন গায়ক নচিকেতা চক্রবর্তী। এবার ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন...
১৯ মিনিট আগেবছর দু্য়েক আগে প্রোডাকশন বয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে বিতর্কিত হয়েছিলেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। এবার এই অভিনেতার বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ ও ধর্ষণের হুমকির অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। অভিযোগের পরিপ্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে শামীম হাসান নিজের সম্পর্কে...
১৫ ঘণ্টা আগে‘দ্য গোল্ড রাশ’কে বলা হয় চার্লি চ্যাপলিনের শিল্পীজীবনের সর্বশ্রেষ্ঠ শিল্পকীর্তি। চার্লি চ্যাপলিন নিজেও বলেছিলেন, এ সিনেমার জন্য তিনি মানুষের হৃদয়ে থেকে যেতে চান। দ্য গোল্ড রাশের কেন্দ্রে রয়েছে সোনার সন্ধানে বেরিয়ে পড়া এক ভবঘুরে। সাধারণ মানুষের জীবনের সীমাহীন লাঞ্ছনা ও ব্যর্থতাকে খুদে ভবঘুরের...
১৫ ঘণ্টা আগেআজ ২৫ বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। দিনটি ঘিরে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। এ ছাড়া মঞ্চে থাকছে নাট্য প্রদর্শনী, প্রকাশিত হয়েছে নতুন গান। নির্বাচিত এসব আয়োজনের খবর থাকছে এ প্রতিবেদনে।
১৫ ঘণ্টা আগে