Ajker Patrika

সুপারস্টার মহেশ বাবুর বাবা মারা গেছেন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৩: ৫১
সুপারস্টার মহেশ বাবুর বাবা মারা গেছেন

দুই মাস আগেই মাকে হারিয়েছেন দক্ষিণী অভিনেতা মহেশ বাবু। এবার বাবাকেও হারালেন এই সুপারস্টার। আজ মঙ্গলবার ভোরে মারা গেছেন মহেশ বাবুর বাবা বর্ষীয়ান অভিনেতা গট্টামনানেনি শিব রাম কৃষ্ণামূর্তি। তবে তিনি কৃষ্ণা নামেই সুপরিচিত ছিলেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, হৃদ্‌রোগে আক্রান্ত হলে গতকাল সোমবার হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয় মহেশ বাবুর বাবাকে। অবস্থার অবনতি হলে তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়। এরপর মঙ্গলবার ভোর ৪টার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানান চিকিৎসকেরা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

পাঁচ দশক আগে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছিলেন কৃষ্ণা। ৩৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনাও করেছেন। রাজনীতিতেও সক্রিয় ছিলেন কৃষ্ণা। ১৯৮০ সালে কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশ নিয়ে এমপি হন। তবে রাজীব গান্ধীর মৃত্যুর পর রাজনীতি থেকে সরে যান তিনি। ২০০৯ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মভূষণ’ সম্মাননা দেয়।

বর্ষীয়ান অভিনেতা কৃষ্ণার মৃত্যুতে শোকস্তব্ধ দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গন। শোক জানিয়েছেন তারকা ও বিশিষ্টজনেরা।

বাবা কৃষ্ণার সঙ্গে সুপারস্টার মহেশ বাবুগত সেপ্টেম্বরে মা ইন্দিরা দেবীকে হারিয়েছেন মহেশ বাবু। এর আগে জানুয়ারিতে বড় ভাই রমেশকে হারিয়েছেন। এ অবস্থায় অভিনেতার শোক সইবার প্রার্থনার পাশাপাশি গভীর সমবেদনা জানিয়েছেন অনেক তারকা ও ভক্ত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নজিরবিহীন নিয়োগ বিজ্ঞপ্তিতে ‘অপমানিত বোধ’, মাউশির মহাপরিচালক চাইলেন অব্যাহতি

আওয়ামী লীগ নেতার হিমাগারে মেডিকেল শিক্ষার্থীকে ‘হাতুড়িপেটা’ ও দুই বোনকে ‘সেফটি পিন ফুটিয়ে’ নির্যাতন

বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা

অস্বাভাবিক আচরণ করছে পাখিরা—বিজ্ঞানীদের সতর্কতা

একটি বিশ্বমোড়লসহ তিন পরাশক্তি বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে: সালাহউদ্দিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত