এটা বললে বোধহয় ভুল হবে না যে, সর্বশেষ কয়েকটি সিনেমা ব্যবসায়িকভাবে তুলনামুলক খারাপ করার কারণে মোহনলাল বেশ ধাক্কা খেয়েছেন। ‘দৃশ্যম ২’-এর পর বড় ধরণের সাফল্য তেমন নেই তাঁর।
ফলে অভিনেতা এখন চেষ্টা করছেন, বড়পর্দায় এবং ওটিটিতে নিজেকে নতুনভাবে হাজির করার। সেটার একটি পদক্ষেপ হয়তো নির্মাতা লিজো জোসে পাল্লিসেরির সঙ্গে মোহনলালের যুক্ত হওয়া।
২০১৯ সালে মালয়ালম সিনেমা ‘জাল্লিকাট্টু’ বানিয়ে তুমুল প্রশংসিত হন লিজো। সিনেমাটি সে বছর ভারত থেকে পাঠানো হয় অস্কারে। এ নির্মাতা সম্প্রতি মামুট্টিকে নিয়ে বানিয়েছেন ‘নানপাকাল নেরাথু মায়াক্কাম’।
এরইমধ্যে গতকাল মোহনলাল ঘোষণা দিয়েছেন, লিজোর পরবর্তী সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। টুইটে মোহনলাল বলেছেন, ‘খুবই আনন্দ নিয়ে ঘোষণাটা দিচ্ছি। ভারতীয় সিনেমার এই সময়ের অন্যতম মেধাবী নির্মাতা লিজোর সঙ্গে আমার পরবর্তী প্রজেক্টটি হচ্ছে।’
৬২ বছর বয়সেও দাপিয়ে কাজ করে যাচ্ছেন মোহনলাল। মালয়ালম, তেলুগু, তামিল, হিন্দি ও কন্নড় মিলিয়ে এ পর্যন্ত সাড়ে তিনশর বেশি সিনেমায় অভিনয় করেছেন। এ বয়সে এসেও দক্ষিণী সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেতা তিনি। এ বছরই চারটি সিনেমা মুক্তি পেয়েছে মোহনলালের।
সর্বশেষ ২১ অক্টোবর মুক্তি পাওয়া ‘মনস্টার’-এ লাকি সিং চরিত্রে অভিনয় করে ভালোই সাড়া পাচ্ছেন। পাইপলাইনে আছে তাঁর আরও চারটি সিনেমা। সে তালিকায় যোগ হলো লিজো জোসে পাল্লিসেরি পরিচালিত সিনেমাটি। জানা গেছে, এটি হবে স্পোর্টস ড্রামা। এতে একজন বিখ্যাত কুস্তিগীরের চরিত্রে অভিনয় করবেন মোহনলাল।
এটা বললে বোধহয় ভুল হবে না যে, সর্বশেষ কয়েকটি সিনেমা ব্যবসায়িকভাবে তুলনামুলক খারাপ করার কারণে মোহনলাল বেশ ধাক্কা খেয়েছেন। ‘দৃশ্যম ২’-এর পর বড় ধরণের সাফল্য তেমন নেই তাঁর।
ফলে অভিনেতা এখন চেষ্টা করছেন, বড়পর্দায় এবং ওটিটিতে নিজেকে নতুনভাবে হাজির করার। সেটার একটি পদক্ষেপ হয়তো নির্মাতা লিজো জোসে পাল্লিসেরির সঙ্গে মোহনলালের যুক্ত হওয়া।
২০১৯ সালে মালয়ালম সিনেমা ‘জাল্লিকাট্টু’ বানিয়ে তুমুল প্রশংসিত হন লিজো। সিনেমাটি সে বছর ভারত থেকে পাঠানো হয় অস্কারে। এ নির্মাতা সম্প্রতি মামুট্টিকে নিয়ে বানিয়েছেন ‘নানপাকাল নেরাথু মায়াক্কাম’।
এরইমধ্যে গতকাল মোহনলাল ঘোষণা দিয়েছেন, লিজোর পরবর্তী সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। টুইটে মোহনলাল বলেছেন, ‘খুবই আনন্দ নিয়ে ঘোষণাটা দিচ্ছি। ভারতীয় সিনেমার এই সময়ের অন্যতম মেধাবী নির্মাতা লিজোর সঙ্গে আমার পরবর্তী প্রজেক্টটি হচ্ছে।’
৬২ বছর বয়সেও দাপিয়ে কাজ করে যাচ্ছেন মোহনলাল। মালয়ালম, তেলুগু, তামিল, হিন্দি ও কন্নড় মিলিয়ে এ পর্যন্ত সাড়ে তিনশর বেশি সিনেমায় অভিনয় করেছেন। এ বয়সে এসেও দক্ষিণী সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেতা তিনি। এ বছরই চারটি সিনেমা মুক্তি পেয়েছে মোহনলালের।
সর্বশেষ ২১ অক্টোবর মুক্তি পাওয়া ‘মনস্টার’-এ লাকি সিং চরিত্রে অভিনয় করে ভালোই সাড়া পাচ্ছেন। পাইপলাইনে আছে তাঁর আরও চারটি সিনেমা। সে তালিকায় যোগ হলো লিজো জোসে পাল্লিসেরি পরিচালিত সিনেমাটি। জানা গেছে, এটি হবে স্পোর্টস ড্রামা। এতে একজন বিখ্যাত কুস্তিগীরের চরিত্রে অভিনয় করবেন মোহনলাল।
গত রোববার (৫ অক্টোবর) থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। গতকাল সোমবার প্রকাশ পেল সিনেমার ফার্স্ট লুক। ৩৪ সেকেন্ডের মোশন ভিডিওতে জানিয়ে দেওয়া হলো, এটি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ...
৪ ঘণ্টা আগেদীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে...
১০ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
১৮ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
১৮ ঘণ্টা আগে