অভিনেতা আসাদুজ্জামান নূরের পদচারণা সবক্ষেত্রেই। মঞ্চ, টিভি নাটক, সিনেমা– সব মাধ্যমেই সাবলীল অভিনয় দিয়ে তৈরি করেছেন নিজের স্বাতন্ত্র। প্রশংসিত এই অভিনেতা এবার আসছেন ওয়েব প্ল্যাটফর্মে।
বাংলাদেশে গত কয়েক বছর ধরে ওটিটি মাধ্যম জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এ মাধ্যমের জন্য তৈরি হচ্ছে বড় বাজেটের সিনেমা, সিরিজ। তবে আসাদুজ্জামান নূর এখন অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন, তাই এতদিন ওটিটির জন্য কোনো কাজ করা হয়নি তাঁর।
এই প্রথম তিনি দেখা দিলেন ‘ঊনলৌকিক’ ওয়েব সিরিজে। সিরিজটি বানিয়েছেন রবিউল আলম রবি। পাঁচটি আলাদা আলাদা গল্প নিয়ে বানানো হয়েছে সিরিজটি। আসাদুজ্জামান নূরকে পাওয়া যাচ্ছে দ্বিতীয় গল্পে। গল্পের নাম ‘ডোন্ট রাইট মি’। গতকাল থেকে নতুন ওটিটি মাধ্যম ‘চরকি’–তে দেখা যাচ্ছে এটি।
শিবব্রত বর্মনের লেখা গল্পের ওপর ভিত্তি করে নির্মিত ‘ডোন্ট রাইট মি’–র শুটিং হয় এ বছরের শুরুর দিকে। তখন সবে করোনার সঙ্গে লড়াই করে স্বাভাবিক জীবনে ফিরেছেন আসাদুজ্জামান নূর। মহামারির মধ্যেও সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ে অংশ নেন তিনি। এ গল্পের জন্য তিনি দুই দিন শুটিং করেছেন। আসাদুজ্জামান নূর বলেন, ‘এখন লম্বা সময় নিয়ে কাজ করার মতো শারীরিক অবস্থা নেই। তাই যখন জানলাম অল্প সময় দিলেই ভালো একটি গল্পের অংশ হতে পারব, তখন আর দ্বিধা করিনি।’
‘ডোন্ট রাইট মি’ একজন লেখক ও এক তরুণের জীবনের কিছু রহস্যময় গল্প নিয়ে তৈরি। পুরো ‘ঊনলৌকিক’ সিরিজটি সাইকোলজিকাল থ্রিলার ঘরানার হলেও এর একেকটি গল্পে পাওয়া যাবে ভিন্ন স্বাদ– জানিয়েছেন নির্মাতা।
অভিনেতা আসাদুজ্জামান নূরের পদচারণা সবক্ষেত্রেই। মঞ্চ, টিভি নাটক, সিনেমা– সব মাধ্যমেই সাবলীল অভিনয় দিয়ে তৈরি করেছেন নিজের স্বাতন্ত্র। প্রশংসিত এই অভিনেতা এবার আসছেন ওয়েব প্ল্যাটফর্মে।
বাংলাদেশে গত কয়েক বছর ধরে ওটিটি মাধ্যম জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এ মাধ্যমের জন্য তৈরি হচ্ছে বড় বাজেটের সিনেমা, সিরিজ। তবে আসাদুজ্জামান নূর এখন অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন, তাই এতদিন ওটিটির জন্য কোনো কাজ করা হয়নি তাঁর।
এই প্রথম তিনি দেখা দিলেন ‘ঊনলৌকিক’ ওয়েব সিরিজে। সিরিজটি বানিয়েছেন রবিউল আলম রবি। পাঁচটি আলাদা আলাদা গল্প নিয়ে বানানো হয়েছে সিরিজটি। আসাদুজ্জামান নূরকে পাওয়া যাচ্ছে দ্বিতীয় গল্পে। গল্পের নাম ‘ডোন্ট রাইট মি’। গতকাল থেকে নতুন ওটিটি মাধ্যম ‘চরকি’–তে দেখা যাচ্ছে এটি।
শিবব্রত বর্মনের লেখা গল্পের ওপর ভিত্তি করে নির্মিত ‘ডোন্ট রাইট মি’–র শুটিং হয় এ বছরের শুরুর দিকে। তখন সবে করোনার সঙ্গে লড়াই করে স্বাভাবিক জীবনে ফিরেছেন আসাদুজ্জামান নূর। মহামারির মধ্যেও সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ে অংশ নেন তিনি। এ গল্পের জন্য তিনি দুই দিন শুটিং করেছেন। আসাদুজ্জামান নূর বলেন, ‘এখন লম্বা সময় নিয়ে কাজ করার মতো শারীরিক অবস্থা নেই। তাই যখন জানলাম অল্প সময় দিলেই ভালো একটি গল্পের অংশ হতে পারব, তখন আর দ্বিধা করিনি।’
‘ডোন্ট রাইট মি’ একজন লেখক ও এক তরুণের জীবনের কিছু রহস্যময় গল্প নিয়ে তৈরি। পুরো ‘ঊনলৌকিক’ সিরিজটি সাইকোলজিকাল থ্রিলার ঘরানার হলেও এর একেকটি গল্পে পাওয়া যাবে ভিন্ন স্বাদ– জানিয়েছেন নির্মাতা।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে