ভারতের কালারস চ্যানেলের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’। খুব শিগগির আসবে এর দ্বিতীয় সিজন। প্রমোও প্রকাশিত হয়েছে। আর তাতেই নস্টালজিক দর্শক। দেখা যাচ্ছে, এক খুদে তার মায়ের দিকে এগিয়ে চলেছে। আর মা মেয়ের জন্য রাজকুমার সন্ধান করছেন। আরেক ছোট্ট কন্যাসন্তানকে দেখা যাচ্ছে কনের বেশে। বালিকা বিবাহের রেওয়াজ, তার খারাপ দিক, শাশুড়ির কাছে মায়ের যত্নে বেড়ে ওঠার মতো বিষয়গুলো তুলে ধরেছিল প্রথম সিজন।
ইতিমধ্যে রাজস্থানে শুরু হয়ে গেছে শুটিং। ‘বালিকা বধূ ২’-এ সানি পাঞ্চোলি, কেতকী দেব, সীমা মিশ্র, মেহুল বুচ ও ঋদ্ধি নায়েক অভিনয় করবেন। জানা যাচ্ছে, ঋদ্ধি সিরিয়ালের প্রধান চরিত্র আনন্দির মায়ের ভূমিকায় অভিনয় করবেন। প্রথম সিজনে এই চরিত্রে অভিনয় করেছিলেন স্মিতা বনসাল। যদিও খুদে আনন্দির নাম এখনো জানা যায়নি।
‘বালিকা বধূ’র প্রথম সিজন ২০০৮–এ শুরু হয়ে ২০১৬ পর্যন্ত চলেছিল। ছোট্ট আনন্দির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছে অভিকা গর। পরে তরুণী চরিত্রে অভিনয় করেন প্রয়াত অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালের ১ এপ্রিল নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন তিনি। কলকাতার জামশেদপুরের মেয়ে প্রত্যুষা বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত শেষ সম্প্রচারিত ধারাবাহিক ‘শ্বশুরাল সিমার কি’। রিয়্যালিটি শো ‘বিগ বস ৭’ -এ দেখা গেছে তাঁকে। আনন্দির স্বামী জগদীশের চরিত্রে অভিনয় করবেন অবিনাশ মুখোপাধ্যায় এবং পরিণত বয়সে শশাঙ্ক ব্যাস ও শক্তি আনন্দ।
আগস্ট থেকেই শুরু হবে নতুন ‘বালিকা বধূ’র প্রচার।
ভারতের কালারস চ্যানেলের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’। খুব শিগগির আসবে এর দ্বিতীয় সিজন। প্রমোও প্রকাশিত হয়েছে। আর তাতেই নস্টালজিক দর্শক। দেখা যাচ্ছে, এক খুদে তার মায়ের দিকে এগিয়ে চলেছে। আর মা মেয়ের জন্য রাজকুমার সন্ধান করছেন। আরেক ছোট্ট কন্যাসন্তানকে দেখা যাচ্ছে কনের বেশে। বালিকা বিবাহের রেওয়াজ, তার খারাপ দিক, শাশুড়ির কাছে মায়ের যত্নে বেড়ে ওঠার মতো বিষয়গুলো তুলে ধরেছিল প্রথম সিজন।
ইতিমধ্যে রাজস্থানে শুরু হয়ে গেছে শুটিং। ‘বালিকা বধূ ২’-এ সানি পাঞ্চোলি, কেতকী দেব, সীমা মিশ্র, মেহুল বুচ ও ঋদ্ধি নায়েক অভিনয় করবেন। জানা যাচ্ছে, ঋদ্ধি সিরিয়ালের প্রধান চরিত্র আনন্দির মায়ের ভূমিকায় অভিনয় করবেন। প্রথম সিজনে এই চরিত্রে অভিনয় করেছিলেন স্মিতা বনসাল। যদিও খুদে আনন্দির নাম এখনো জানা যায়নি।
‘বালিকা বধূ’র প্রথম সিজন ২০০৮–এ শুরু হয়ে ২০১৬ পর্যন্ত চলেছিল। ছোট্ট আনন্দির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছে অভিকা গর। পরে তরুণী চরিত্রে অভিনয় করেন প্রয়াত অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালের ১ এপ্রিল নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন তিনি। কলকাতার জামশেদপুরের মেয়ে প্রত্যুষা বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত শেষ সম্প্রচারিত ধারাবাহিক ‘শ্বশুরাল সিমার কি’। রিয়্যালিটি শো ‘বিগ বস ৭’ -এ দেখা গেছে তাঁকে। আনন্দির স্বামী জগদীশের চরিত্রে অভিনয় করবেন অবিনাশ মুখোপাধ্যায় এবং পরিণত বয়সে শশাঙ্ক ব্যাস ও শক্তি আনন্দ।
আগস্ট থেকেই শুরু হবে নতুন ‘বালিকা বধূ’র প্রচার।
২০২০ সালে ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ওয়েব সিরিজ ‘কারাগার’ নির্মাতা হিসেবে তাঁকে আরও পরিচিতি এনে দেয়। প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে শাওকী পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’। এ সিরিজের মাধ্যমে প্রথমবার বাংলাদেশের কোনো কনটেন্টে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা
১০ ঘণ্টা আগেঅনেকের কাছে শৈশবের স্মৃতি মানেই বাবার জামা ধরে সাইকেলের পেছনে বসে থাকা। সেই সাইকেলটা যেন শুধু একটা বাহন নয়, জীবনের প্রতীক। শৈশবের সেই স্মৃতি আজও অনেককে স্মৃতিকাতর করে। সেই স্মৃতিকাতরতা নিয়ে গায়ক নাহিদ হাসান তাঁর বাবার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালেন গানে গানে। ‘বাবার সাইকেল’ শিরোনামে নতুন গান বাঁধলেন
১০ ঘণ্টা আগেআগামী ১২ থেকে ২০ জুন বুলগেরিয়ার ভার্নায় অনুষ্ঠিত হবে ২১তম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব রেডক্রস অ্যান্ড হেলথ ফিল্মস। এ উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশের ‘খবরের কাগজ’। আসাদুজ্জামান সবুজের গল্পে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি পরিচালনা ও সম্পাদনা করেছেন সোহেল আরিয়ান।
১০ ঘণ্টা আগেমেট গালা মানেই ফ্যাশন প্যারেড। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছরের মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় এ ফ্যাশন শো। ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় এই আসরে উপস্থিত হন জনপ্রিয় তারকারা। এতে অংশ নেওয়ার জন্য তারকাদের থাকে দীর্ঘ প্রস্তুতি। সবাই চান ভিন্নধর্মী পোশাক পরে তাক
১০ ঘণ্টা আগে