রহস্য রেখে শেষ হয়েছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। শেষ দৃশ্যে মুখঢাকা একজনের সঙ্গে কথা বলছিল স্বপন। কে সেই মানুষ? কেন স্বপনকে খুঁজছিল সে? এমন আরও কিছু প্রশ্ন রেখে শেষ হয়েছিল অ্যালেন স্বপনকে নিয়ে নির্মিত সিরিজের প্রথম সিজন। সেসব জট এবার খুলতে যাচ্ছে।
চলে এসেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন টু’-এর ঘোষণা। ঈদুল ফিতরে সিরিজটি দেখা যাবে। ওটিটি প্ল্যাটফর্ম চরকি থেকে প্রকাশিত অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দেখা যাচ্ছে, ছড়িয়ে–ছিটিয়ে থাকা অনেক টাকার মধ্যে দাঁড়িয়ে রয়েছে অ্যালেন স্বপন। মুখে তার চিরচেনা হাসি।
ভিডিওতে আঞ্চলিক ভাষায় একজনকে বলতে শোনা যায়, ‘আমার চার শ কোটি টাকা কোথায়?’ সিরিজে ৪০০ কোটি টাকার রহস্য এখনও অধরা। এত টাকা কার কাছে কিংবা কোথায় লুকানো রয়েছে, সেটিও একটি বড় প্রশ্ন হয়ে আছে দর্শকদের মনে।
চট্টগ্রামের মাদক কারবারি থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা, সেই গল্প নিয়ে গড়ে উঠেছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের প্রথম সিজন। নতুন সিজনে বাড়তে পারে স্বপনের কাজের পরিসর, বদলাতে পারে ধরনও।
অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। নতুন সিরিজ নিয়ে তাঁর ভাষ্য, অ্যালেন স্বপন একটা মন্দ চরিত্র। নতুন সিজনে চরিত্রটি আরও ভয়ংকররূপে হাজির হতে যাচ্ছে। আর চরিত্রটির যে দুষ্টু স্বভাব, সেটার ধারাবাহিকতা থাকবে নতুন সিজনেও। সব মিলিয়ে চরিত্রটি নতুন আঙ্গিকে আরও বড় পরিসরে আসছে দর্শকদের সামনে।
প্রথম সিজনের মতো ‘মাইশেলফ অ্যালেন স্বপন টু’ বানিয়েছেন শিহাব শাহীন। তিনি বলেন, ‘মাইশেলফ অ্যালেন স্বপন টু নির্মাণের অভিজ্ঞতা চ্যালেঞ্জিং। কিন্তু সেই চ্যালেঞ্জ আমাকে নতুনভাবে অনেক কিছু ভাবতে শিখিয়েছে। প্রথম সিজনের সফলতার পর দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের নানা রকম প্রত্যাশা থাকে। আশা করছি, তারা নিরাশ হবে না।’
নাসির উদ্দিন খান ছাড়াও রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন। রয়েছেন নতুন অভিনয়শিল্পীরাও।
২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় ‘সিন্ডিকেট’ সিরিজ। এর অন্যতম চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সংলাপ বলে ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি পায় দর্শকপ্রিয়তা। এ চরিত্রের ওপর ভিত্তি করে পরের বছর তৈরি হয় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’।
রহস্য রেখে শেষ হয়েছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। শেষ দৃশ্যে মুখঢাকা একজনের সঙ্গে কথা বলছিল স্বপন। কে সেই মানুষ? কেন স্বপনকে খুঁজছিল সে? এমন আরও কিছু প্রশ্ন রেখে শেষ হয়েছিল অ্যালেন স্বপনকে নিয়ে নির্মিত সিরিজের প্রথম সিজন। সেসব জট এবার খুলতে যাচ্ছে।
চলে এসেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন টু’-এর ঘোষণা। ঈদুল ফিতরে সিরিজটি দেখা যাবে। ওটিটি প্ল্যাটফর্ম চরকি থেকে প্রকাশিত অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দেখা যাচ্ছে, ছড়িয়ে–ছিটিয়ে থাকা অনেক টাকার মধ্যে দাঁড়িয়ে রয়েছে অ্যালেন স্বপন। মুখে তার চিরচেনা হাসি।
ভিডিওতে আঞ্চলিক ভাষায় একজনকে বলতে শোনা যায়, ‘আমার চার শ কোটি টাকা কোথায়?’ সিরিজে ৪০০ কোটি টাকার রহস্য এখনও অধরা। এত টাকা কার কাছে কিংবা কোথায় লুকানো রয়েছে, সেটিও একটি বড় প্রশ্ন হয়ে আছে দর্শকদের মনে।
চট্টগ্রামের মাদক কারবারি থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা, সেই গল্প নিয়ে গড়ে উঠেছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের প্রথম সিজন। নতুন সিজনে বাড়তে পারে স্বপনের কাজের পরিসর, বদলাতে পারে ধরনও।
অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। নতুন সিরিজ নিয়ে তাঁর ভাষ্য, অ্যালেন স্বপন একটা মন্দ চরিত্র। নতুন সিজনে চরিত্রটি আরও ভয়ংকররূপে হাজির হতে যাচ্ছে। আর চরিত্রটির যে দুষ্টু স্বভাব, সেটার ধারাবাহিকতা থাকবে নতুন সিজনেও। সব মিলিয়ে চরিত্রটি নতুন আঙ্গিকে আরও বড় পরিসরে আসছে দর্শকদের সামনে।
প্রথম সিজনের মতো ‘মাইশেলফ অ্যালেন স্বপন টু’ বানিয়েছেন শিহাব শাহীন। তিনি বলেন, ‘মাইশেলফ অ্যালেন স্বপন টু নির্মাণের অভিজ্ঞতা চ্যালেঞ্জিং। কিন্তু সেই চ্যালেঞ্জ আমাকে নতুনভাবে অনেক কিছু ভাবতে শিখিয়েছে। প্রথম সিজনের সফলতার পর দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের নানা রকম প্রত্যাশা থাকে। আশা করছি, তারা নিরাশ হবে না।’
নাসির উদ্দিন খান ছাড়াও রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন। রয়েছেন নতুন অভিনয়শিল্পীরাও।
২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় ‘সিন্ডিকেট’ সিরিজ। এর অন্যতম চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সংলাপ বলে ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি পায় দর্শকপ্রিয়তা। এ চরিত্রের ওপর ভিত্তি করে পরের বছর তৈরি হয় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’।
গত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১০ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১০ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১০ ঘণ্টা আগেজনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ এবার দেখা যাবে বাংলায়। ভিউজ অ্যান্ড ভিশনসের পরিবেশনায় আগামী ১ মে থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফিতে দেখা যাবে সিরিজটির বাংলা সংস্করণ।
১০ ঘণ্টা আগে