পশ্চিমবঙ্গের সিরিয়ালগুলো এই বাংলাতেও বেশ জনপ্রিয়। সেখানকার অভিনেতা-অভিনেত্রীরা পরিচিত। তবে পর্দার পেছনের মানুষদের খুব একটা চেনা হয় না। এই যে সিরিয়ালগুলোতে এত এত মারপ্যাঁচ, বাঁকে বাঁকে গল্পের টান টান উত্তেজনা-এগুলো লেখেন কে? বলা যায়, সিরিয়ালে পশ্চিমবঙ্গের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় চিত্রনাট্য লেখক লীনা গঙ্গোপাধ্যায়।
পড়াশোনা শেষ করে প্রথমে একটি স্কুলে, তারপর কলেজে অধ্যাপনা করতে শুরু করেন লীনা গঙ্গোপাধ্যায়। পড়াশোনার পাশাপাশি খুব ছোট বয়স থেকেই গল্প লেখার প্রতি তাঁর আকর্ষণ ছিল। ক্লাস সিক্সে পড়াকালীন প্রথম গল্প লিখেছিলেন তিনি, তা-ও আবার প্রেমের গল্প!
তবে সেই গল্প প্রকাশ হয়নি। কিন্তু তাঁর লেখাও থেমে থাকেনি। তৎকালীন সময়ে রেডিওতে প্রচারিত গল্প ‘দাদুর আসর’-এ লেখা পাঠাতেন লীনা। এ ছাড়াও বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি করতে থাকেন লীনা গঙ্গোপাধ্যায়। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি আর কলেজের অধ্যাপনা নিয়েই কাটছিল তাঁর দিন। এর মাঝে একদিন ‘সোনার হরিণ’ ধারাবাহিকটির স্ক্রিপ্ট রাইটিংয়ের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করে প্রযোজনা সংস্থা। প্রথমে এক মাসের জন্য ধারাবাহিকের স্ক্রিপ্ট লিখে দেওয়ার জন্য বলা হয়। তাঁর লেখনীতে ধারাবাহিকটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে পরবর্তী ১ হাজার ৩৫০টি পর্বের স্ক্রিপ্ট তাঁকেই লিখতে হয়েছিল! সেই থেকেই স্ক্রিপ্ট রাইটার হিসেবে টলিউডে তাঁর কাজ শুরু হয়। বিদ্যা বালানের প্রথম বাংলা ছবি ‘ভালো থেকো’র চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। নির্মাণ করেছেন ‘সাঁঝবাতি’ ও ‘মাটি’ নামের দুটি সিনেমা।
টালিউডে অন্য কোনো প্রযোজনা সংস্থার হয়ে নয়, লীনা গঙ্গোপাধ্যায় নিজেই নিজের প্রোডাকশন হাউস খুলে ফেললেন। নাম রাখলেন ম্যাজিক মোমেন্টস! বিগত প্রায় এক দশক পশ্চিমবঙ্গের টেলিভিশনে ম্যাজিকই দেখিয়ে চলেছেন তিনি। তাঁর লেখনীর জাদুতে ‘বিন্নি ধানের খই’, ‘কেয়া পাতার নৌকো’, ‘ইষ্টিকুটুম’, ‘জল নূপুর’, ‘পুন্যি পুকুর’, ‘ইচ্ছেনদী’, ‘ফাগুন বউ’, ‘নকশিকাঁথা’, ‘পটলকুমার গানওয়ালা’, ‘মহানায়ক’ থেকে শুরু করে বর্তমানে ‘শ্রীময়ী’, ‘মোহর’, ‘ধুলোকণা’, ‘দেশের মাটি’, ‘খড়কুটো’র জন্য চিত্রনাট্য লিখছেন তিনি।
লীনা একই সময় একাধারে অনেক ধারাবাহিকের জন্য কাজ করতে পারেন! চিত্রনাট্যের পাশাপাশি সংলাপ রচয়িতাও তিনিই। প্রযোজনা এবং পরিচালনার ভারও রয়েছে তার কাঁধে। তার লেখনী, চিত্রনাট্য এবং সংলাপ দর্শকের মন ছুঁয়ে যায়। আধুনিক উন্নত শিক্ষিত সমাজ থেকে শুরু করে গ্রামবাংলার মানুষেরাও তাঁর রচিত চরিত্রগুলোর সঙ্গে একাত্ম হতে পারেন।
লীনা গঙ্গোপাধ্যায়ের লেখার সুখ্যাতি বাংলার গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে মুম্বাইতে। শুধু মুম্বাই না তাঁর লেখা চিত্রনাট্যের ওপর ভিত্তি করে দক্ষিণে রিমেক হচ্ছে বাংলা সিরিয়ালের। এই মুহূর্তে তাঁর লেখা ‘খড়কুটো’ ধারাবাহিকের হিন্দি ও তামিল রিমেক হতে চলেছে। তাঁর লেখা নিয়ে ছেলে অর্ক গঙ্গোপাধ্যায় আনতে চলেছেন নতুন হিন্দি ধারাবাহিক ‘থোড়াসা বাদাল থোড়াসা পানি’। ছেলে অর্ক এবং পুত্রবধূ দেবলীনা মুখার্জিও সিরিয়াল নির্মাণ করেন।
দুই দশকের বেশি সময় বাংলা ধারাবাহিকে একের পর এক চরিত্রকে রূপদান করে চলেছেন লীনা গঙ্গোপাধ্যায়। লীনা গঙ্গোপাধ্যায় তাঁর কল্পনার সঙ্গে বাস্তবের অদ্ভুত মিল ঘটাতে পারেন। আসলে বাস্তব থেকেই অনুপ্রাণিত হয়ে তিনি চরিত্রগুলোকে তাঁর লেখনীর মাধ্যমে ফুটিয়ে তোলেন। তাই তাঁর রচিত ধারাবাহিকগুলো দর্শকের থেকে তুমুল জনপ্রিয়তা লাভ করে। সময়ের সঙ্গে সঙ্গে সমাজের পরিবর্তন ধরা পড়ে তার লেখনীতে। বর্তমানে তাঁর ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থায় কাজ করছেন শত শত মানুষ।
পশ্চিমবঙ্গের সিরিয়ালগুলো এই বাংলাতেও বেশ জনপ্রিয়। সেখানকার অভিনেতা-অভিনেত্রীরা পরিচিত। তবে পর্দার পেছনের মানুষদের খুব একটা চেনা হয় না। এই যে সিরিয়ালগুলোতে এত এত মারপ্যাঁচ, বাঁকে বাঁকে গল্পের টান টান উত্তেজনা-এগুলো লেখেন কে? বলা যায়, সিরিয়ালে পশ্চিমবঙ্গের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় চিত্রনাট্য লেখক লীনা গঙ্গোপাধ্যায়।
পড়াশোনা শেষ করে প্রথমে একটি স্কুলে, তারপর কলেজে অধ্যাপনা করতে শুরু করেন লীনা গঙ্গোপাধ্যায়। পড়াশোনার পাশাপাশি খুব ছোট বয়স থেকেই গল্প লেখার প্রতি তাঁর আকর্ষণ ছিল। ক্লাস সিক্সে পড়াকালীন প্রথম গল্প লিখেছিলেন তিনি, তা-ও আবার প্রেমের গল্প!
তবে সেই গল্প প্রকাশ হয়নি। কিন্তু তাঁর লেখাও থেমে থাকেনি। তৎকালীন সময়ে রেডিওতে প্রচারিত গল্প ‘দাদুর আসর’-এ লেখা পাঠাতেন লীনা। এ ছাড়াও বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি করতে থাকেন লীনা গঙ্গোপাধ্যায়। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি আর কলেজের অধ্যাপনা নিয়েই কাটছিল তাঁর দিন। এর মাঝে একদিন ‘সোনার হরিণ’ ধারাবাহিকটির স্ক্রিপ্ট রাইটিংয়ের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করে প্রযোজনা সংস্থা। প্রথমে এক মাসের জন্য ধারাবাহিকের স্ক্রিপ্ট লিখে দেওয়ার জন্য বলা হয়। তাঁর লেখনীতে ধারাবাহিকটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে পরবর্তী ১ হাজার ৩৫০টি পর্বের স্ক্রিপ্ট তাঁকেই লিখতে হয়েছিল! সেই থেকেই স্ক্রিপ্ট রাইটার হিসেবে টলিউডে তাঁর কাজ শুরু হয়। বিদ্যা বালানের প্রথম বাংলা ছবি ‘ভালো থেকো’র চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। নির্মাণ করেছেন ‘সাঁঝবাতি’ ও ‘মাটি’ নামের দুটি সিনেমা।
টালিউডে অন্য কোনো প্রযোজনা সংস্থার হয়ে নয়, লীনা গঙ্গোপাধ্যায় নিজেই নিজের প্রোডাকশন হাউস খুলে ফেললেন। নাম রাখলেন ম্যাজিক মোমেন্টস! বিগত প্রায় এক দশক পশ্চিমবঙ্গের টেলিভিশনে ম্যাজিকই দেখিয়ে চলেছেন তিনি। তাঁর লেখনীর জাদুতে ‘বিন্নি ধানের খই’, ‘কেয়া পাতার নৌকো’, ‘ইষ্টিকুটুম’, ‘জল নূপুর’, ‘পুন্যি পুকুর’, ‘ইচ্ছেনদী’, ‘ফাগুন বউ’, ‘নকশিকাঁথা’, ‘পটলকুমার গানওয়ালা’, ‘মহানায়ক’ থেকে শুরু করে বর্তমানে ‘শ্রীময়ী’, ‘মোহর’, ‘ধুলোকণা’, ‘দেশের মাটি’, ‘খড়কুটো’র জন্য চিত্রনাট্য লিখছেন তিনি।
লীনা একই সময় একাধারে অনেক ধারাবাহিকের জন্য কাজ করতে পারেন! চিত্রনাট্যের পাশাপাশি সংলাপ রচয়িতাও তিনিই। প্রযোজনা এবং পরিচালনার ভারও রয়েছে তার কাঁধে। তার লেখনী, চিত্রনাট্য এবং সংলাপ দর্শকের মন ছুঁয়ে যায়। আধুনিক উন্নত শিক্ষিত সমাজ থেকে শুরু করে গ্রামবাংলার মানুষেরাও তাঁর রচিত চরিত্রগুলোর সঙ্গে একাত্ম হতে পারেন।
লীনা গঙ্গোপাধ্যায়ের লেখার সুখ্যাতি বাংলার গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে মুম্বাইতে। শুধু মুম্বাই না তাঁর লেখা চিত্রনাট্যের ওপর ভিত্তি করে দক্ষিণে রিমেক হচ্ছে বাংলা সিরিয়ালের। এই মুহূর্তে তাঁর লেখা ‘খড়কুটো’ ধারাবাহিকের হিন্দি ও তামিল রিমেক হতে চলেছে। তাঁর লেখা নিয়ে ছেলে অর্ক গঙ্গোপাধ্যায় আনতে চলেছেন নতুন হিন্দি ধারাবাহিক ‘থোড়াসা বাদাল থোড়াসা পানি’। ছেলে অর্ক এবং পুত্রবধূ দেবলীনা মুখার্জিও সিরিয়াল নির্মাণ করেন।
দুই দশকের বেশি সময় বাংলা ধারাবাহিকে একের পর এক চরিত্রকে রূপদান করে চলেছেন লীনা গঙ্গোপাধ্যায়। লীনা গঙ্গোপাধ্যায় তাঁর কল্পনার সঙ্গে বাস্তবের অদ্ভুত মিল ঘটাতে পারেন। আসলে বাস্তব থেকেই অনুপ্রাণিত হয়ে তিনি চরিত্রগুলোকে তাঁর লেখনীর মাধ্যমে ফুটিয়ে তোলেন। তাই তাঁর রচিত ধারাবাহিকগুলো দর্শকের থেকে তুমুল জনপ্রিয়তা লাভ করে। সময়ের সঙ্গে সঙ্গে সমাজের পরিবর্তন ধরা পড়ে তার লেখনীতে। বর্তমানে তাঁর ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থায় কাজ করছেন শত শত মানুষ।
স্বপ্নের নায়ককে কাছে পেয়ে দিব্য আমির খানের সঙ্গে কথা বলেছেন, পরিচয় দিয়েছেন বাংলাদেশি অভিনেতা হিসেবে। আরও জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তাঁর কাজের কথা।
৩ ঘণ্টা আগেবলিউড সুপারস্টার আমির খানের কাছে ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি বিশ্বাস করেন, সব ধর্মই মানুষকে একই গন্তব্যের দিকে ধাবিত করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘জয় জওয়ান’-এ এ কথা বলেছেন আমির খান।
৪ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া ছোট দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’। বানিয়েছেন সোহেল রহমান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্র।
৮ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে