Ajker Patrika

ব্রোকার মোশাররফ করিম

ব্রোকার মোশাররফ করিম

ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ গ্লোবাল দুইটি ওয়েব ফিল্ম মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। আগামী ১ অক্টোবর মুক্তি পাচ্ছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও টেলিভিশনে জনপ্রিয় মুখ নাজিয়া হক অর্ষা অভিনীত বাংলাদেশি ড্রামা ‘দ্য ব্রোকার’। এরই মধ্যে জি ফাইভ গ্লোবালে মুক্তি পেয়েছে এর ট্রেলার। গল্পটি একজন ব্রোকারের জীবনের, যার মেয়ে দুর্লভ হৃদরোগে আক্রান্ত হয়। সন্তানের এই অসুখ লোকটির জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এমন অবস্থায় নৈতিক সংকট এবং সিদ্ধান্ত গ্রহণের পরিণতিই ‘দ্য ব্রোকার’ এ প্রতিফলিত হয়েছে।

এছাড়া আগামী অক্টোবরে আরো আসছে এক্সক্লুসিভ ড্রামা ‘হেরে যাবার গল্প’। এতে অভিনয় করেছেন শ্যামল মওলা, মারিয়া নূর এবং সাবেরী আলম। গল্পটি হেরে যাওয়া ও জীবনবোধ তুলে ধরেছে। লোকাল কন্টেন্টকে প্রাধান্য দিয়ে জি ফাইভ নির্মিত এই ওয়েব ফিল্ম দুইটি বাংলাদেশের স্থানীয় প্রোডাকশন হাউজ ও মেধাবীদের গ্লোবাল  প্ল্যাটফর্মে তুলে ধরেছে।

‘ব্রোকার’ ওয়েব ফিল্মের পোস্টারমোশাররফ করিম বলেন, ‘সাধারণত আমি কাজ নিয়ে কখনো কথা বলি না, কারণ মনে হয় আমার কাজ নিজেই তার কথা বলে। আমি দ্য ব্রোকার এর ট্রেলার দেখেছি এবং যেভাবে গল্পটি ফুটে উঠেছে তাতে আমি আনন্দিত। দ্য ব্রোকার মূলত একজনের ইচ্ছের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া এবং তার পরিণতি ভোগ করার গল্প। গল্পটি দেশ-বিদেশে সবাই পছন্দ করবে বলে আমার বিশ্বাস।’

নাজিয়া হক অর্ষা বলেন, ‘গল্পটি আমার বেশ পছন্দ হয়েছে এবং এর অংশ হতে পেরে আমি আনন্দিত। জি ফাইভের সাথে এটাই আমার প্রথম কাজ এবং আমি খুবই উচ্ছসিত কারণ শুধু দেশে নয়, দেশের বাইরেও বাংলা ভাষা-ভাষী দর্শকেরা এই চমৎকার গল্পটি উপভোগ করবেন।’ 

জি ফাইভ গ্লোবালের  চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, ‘আমরা বাংলাদেশের জন্য এক্সক্লুসিভ এর একটি নতুন ধারা তৈরি করছি। এই ধারায় নির্মিত প্রথম এক্সক্লুসিভ ড্রামা হচ্ছে দ্য ব্রোকার যেখানে কাজ করেছেন জনপ্রিয় শিল্পীরা। আমাদের পূর্ববর্তী বাংলা এক্সক্লুসিভ এর মধ্যে ‘মাইনকার চিপায়’, ‘যদি কিন্তু তবুও’ এবং ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। আমরা নিশ্চিত এই ড্রামাটিও বাংলাদেশসহ সারাবিশ্বে সমানভাবে সাড়া পাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত