Ajker Patrika

‘পঞ্চায়েত’ সুপারহিট হলেও ভাগ্য বদলায়নি দুর্গেশ কুমারের

বিনোদন ডেস্ক
‘পঞ্চায়েত’ সিরিজে ভূষণ চরিত্রে দুর্গেশ কুমার। ছবি: সংগৃহীত
‘পঞ্চায়েত’ সিরিজে ভূষণ চরিত্রে দুর্গেশ কুমার। ছবি: সংগৃহীত

‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের চেনা মুখ দুর্গেশ কুমার। এ সিরিজে ভূষণ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। হয়ে উঠেছেন সবার পছন্দের অভিনেতা। কিন্তু এত পরিচিতির পরেও কি তাঁর কাজের ক্ষেত্র আগের চেয়ে বেড়েছে? দুর্গেশ কুমারের স্পষ্ট উত্তর, ‘না’। অভিনেতা জানালেন, পঞ্চায়েত এত জনপ্রিয় হওয়ার পরেও দেড় বছর ধরে বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অফার তো দূরের কথা, অডিশনের জন্যও ডাক পাননি তিনি।

ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা বা এনএসডিতে অভিনয় বিষয়ে পড়েছেন দুর্গেশ কুমার। ২৫ বছর ধরে বিনোদন অঙ্গনে স্ট্রাগল করছেন, এখনো সুসময়ের দেখা পাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে টাইমস অব ইন্ডিয়াকে অভিনেতা জানান, ভালো চরিত্র পাওয়ার এই নিরন্তর সংগ্রাম এতটা সহজ ছিল না তাঁর ক্ষেত্রে।

দুর্গেশ কুমার বলেন, ‘গত দেড় বছরে বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অডিশনের জন্য ডাক পাইনি। আমি ছোট বাজেটের কিছু কাজ করি। তারা আমার প্রতিভার স্বীকৃতি দেয়। ইন্ডাস্ট্রিতে অনেকে আমার কাজের প্রশংসা করে। কিন্তু এখনো আমাকে অডিশনে ডাক পাওয়ার জন্য কাস্টিং ডিরেক্টরদের পেছনে ঘুরতে হয়।’

ইমতিয়াজ আলীর ‘হাইওয়ে’ সিনেমা দিয়ে ২০১৪ সালে বলিউডে যাত্রা শুরু হয় দুর্গেশ কুমারের। ‘ফ্রেকি আলি’, ‘সাঞ্জু’, ‘ধড়ক’, ‘লাপাতা লেডিস’, ‘ভক্ষক’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এসব সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হলেও কখনও মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাননি। অডিশন দিয়েছেন অনেকবার, কিন্তু ওই পর্যন্তই।

‘পঞ্চায়েত’ সিরিজে ভূষণ চরিত্রে দুর্গেশ কুমার। ছবি: সংগৃহীত
‘পঞ্চায়েত’ সিরিজে ভূষণ চরিত্রে দুর্গেশ কুমার। ছবি: সংগৃহীত

দুর্গেশ কুমার মনে করেন, তাঁর অভিনীত সিনেমা-সিরিজগুলো প্রশংসিত হয়, পুরস্কারও পায়। কিন্তু তাঁর প্রাপ্য স্বীকৃতি আজও পাননি তিনি। অভিনেতা বলেন, ‘২৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করার পরেও আমি আমার প্রাপ্য ক্রেডিট আজও পাই না। তবে আমি খুশি, দর্শক আমাকে ভালোবাসেন, আমার অভিনয়ের প্রশংসা করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৌকীর-বিপাশা বিদেশে স্থায়ী হয়েছেন যে কারণে

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত