Ajker Patrika

‘মা সারদা’ চরিত্রে সন্দীপ্তা

‘মা সারদা’ চরিত্রে সন্দীপ্তা

টেলিভিশন দিয়েই অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন সন্দীপ্তা সেন। ‘দুর্গা’, ‘টাপুর টুপুর’-এর মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন। এরই মধ্যে ওয়েব প্ল্যাটফর্মে তাঁর বিভিন্ন কাজ দেখেছেন দর্শক।

বহুদিন পর আবার চেনা মাঠে ব্যাট করছেন সন্দীপ্তা। ‘রাণী রাসমণি’ ধারাবাহিকে ‘মা সারদা’ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। ঐতিহাসিক এই চরিত্রে এবারই প্রথম। সেখানে লাল পাড় সাদা শাড়ি এবং শাঁখা-সিঁদুর পরে পর্দায় ধরা দিচ্ছেন তিনি।

কলকাতার অভিনেত্রী সন্দীপ্তা সেনসারদা দেবীর চরিত্র নিঃসন্দেহে সন্দীপ্তার কাছে নতুন চ্যালেঞ্জ। সন্দীপ্তার মতে, ‘বাঙালির অত্যন্ত কাছের একটা চরিত্র এটি। ৭০ শতাংশ হিন্দু বাঙালির বাড়িতে সারদা মায়ের ছবি থাকে। আমিও ছোট থেকে সারদা দেবী, রামকৃষ্ণর অনেক গল্প শুনে বড় হয়েছি। সেই চরিত্র তো অবশ্যই একটা চ্যালেঞ্জের।’

সন্দীপ্তা বলেন, ‘নাটকের সেটে দেব-দেবীর মূর্তি। একটা অন্য রকম ভক্তি নিয়ে কাজ করতে হয়। সৌরভ হয়েছে রামকৃষ্ণ, ভীষণ ভালো অভিনয় করে ও। অনেক দিন রিসার্চ করে কাজটা করা হচ্ছে।’

কলকাতার অভিনেত্রী সন্দীপ্তা সেনমৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’ ছবিতে অভিনয় করবেন সন্দীপ্তা। শুটিং শুরু হবে কিছুদিনের মধ্যেই। তিনটি ওয়েব সিরিজ়ের কথাও পাকা হয়ে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোটেলে নিয়ে ধর্ষণ: অতিরিক্ত রক্তক্ষরণে কিশোরীর মৃত্যুর অভিযোগ, দুই যুবক আটক

ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাসদর

ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানায় সেনাবাহিনী মোর‍্যালি আপসেট, তবে সবসময় ন্যায়ের পক্ষে: সেনাসদর

বিয়ের আংটি পরলেন ইশরাক

দূতাবাসে আফগানমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারীদের বাধা, ‘কোনো ভূমিকা নেই’ বলল ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত