একের পর এক নতুন কাজের খবর দিচ্ছেন নির্মাতা সৈকত নাসির। কয়েক দিন আগে বুবলীকে নিয়ে শেষ করলেন ‘তালাশ’ ছবির শুটিং। শেষ দিনের শুটিংয়ের ফাঁকে নির্মাতার সঙ্গে কথা হয় তাঁর আগামী কাজের পরিকল্পনা নিয়ে। তখনই সৈকত নাসির দিলেন ‘নেটওয়ার্ক’-এর খোঁজ।
‘নেটওয়ার্ক’ তাঁর প্রথম ওয়েব সিরিজ। বড় বাজেটের কাজ। ১০ অক্টোবর থেকে বিশাল বহর নিয়ে শুটিং শুরু হচ্ছে। বাংলাদেশের ঢাকা, খাগড়াছড়ি, পঞ্চগড়, বান্দরবান—এই চার জেলায় শুটিং হবে। তবে শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয় ‘নেটওয়ার্ক’-এর ব্যাপ্তি। নির্মাতা সৈকত নাসির বললেন, ‘গল্পের প্রয়োজনে আমাদের তিন দেশে শুটিং করতে হবে। বাংলাদেশ তো আছেই। ভারত ও মিয়ানমারেও যেতে হবে আমাদের। ভারতের কলকাতা ও আগরতলায় শুটিংয়ের প্রস্তুতি চলছে। সেখান থেকেও কয়েকজন অভিনেতা যোগ দেবেন।’
‘নেটওয়ার্ক’ সিরিজের মূল চরিত্রের নাম বেগম। এই চরিত্রে অভিনয় করবেন নিপা আহমেদ রিয়েলি। এর আগে অনন্য মামুনের ‘মেকআপ’ ছবিতে অভিনয় করেছেন নিপা। মিডিয়ার এই নবাগত মুখ আশা করছেন, ‘বেগম’ চরিত্রটি তাঁকে দর্শকের কাছে জনপ্রিয় করে তুলবে।
সিরিজে আরও অভিনয় করবেন ‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতার প্রথম রানারআপ সাজ্জাদ হোসাইন। আরও থাকবেন মিশা সওদাগর, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, সাকিবা বিনতে আলী প্রমুখ।
নির্মাতা বলছেন, ‘শুধু তা-ই নয়, এই সিরিজে সব মিলিয়ে ৪৭ জন অভিনয় করছেন। বড় পরিসরের গল্প। তাই অভিনয়শিল্পীর সংখ্যাও অনেক। বিশাল এই বহর নিয়েই মিশন শুরু করছি।’
একের পর এক নতুন কাজের খবর দিচ্ছেন নির্মাতা সৈকত নাসির। কয়েক দিন আগে বুবলীকে নিয়ে শেষ করলেন ‘তালাশ’ ছবির শুটিং। শেষ দিনের শুটিংয়ের ফাঁকে নির্মাতার সঙ্গে কথা হয় তাঁর আগামী কাজের পরিকল্পনা নিয়ে। তখনই সৈকত নাসির দিলেন ‘নেটওয়ার্ক’-এর খোঁজ।
‘নেটওয়ার্ক’ তাঁর প্রথম ওয়েব সিরিজ। বড় বাজেটের কাজ। ১০ অক্টোবর থেকে বিশাল বহর নিয়ে শুটিং শুরু হচ্ছে। বাংলাদেশের ঢাকা, খাগড়াছড়ি, পঞ্চগড়, বান্দরবান—এই চার জেলায় শুটিং হবে। তবে শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয় ‘নেটওয়ার্ক’-এর ব্যাপ্তি। নির্মাতা সৈকত নাসির বললেন, ‘গল্পের প্রয়োজনে আমাদের তিন দেশে শুটিং করতে হবে। বাংলাদেশ তো আছেই। ভারত ও মিয়ানমারেও যেতে হবে আমাদের। ভারতের কলকাতা ও আগরতলায় শুটিংয়ের প্রস্তুতি চলছে। সেখান থেকেও কয়েকজন অভিনেতা যোগ দেবেন।’
‘নেটওয়ার্ক’ সিরিজের মূল চরিত্রের নাম বেগম। এই চরিত্রে অভিনয় করবেন নিপা আহমেদ রিয়েলি। এর আগে অনন্য মামুনের ‘মেকআপ’ ছবিতে অভিনয় করেছেন নিপা। মিডিয়ার এই নবাগত মুখ আশা করছেন, ‘বেগম’ চরিত্রটি তাঁকে দর্শকের কাছে জনপ্রিয় করে তুলবে।
সিরিজে আরও অভিনয় করবেন ‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতার প্রথম রানারআপ সাজ্জাদ হোসাইন। আরও থাকবেন মিশা সওদাগর, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, সাকিবা বিনতে আলী প্রমুখ।
নির্মাতা বলছেন, ‘শুধু তা-ই নয়, এই সিরিজে সব মিলিয়ে ৪৭ জন অভিনয় করছেন। বড় পরিসরের গল্প। তাই অভিনয়শিল্পীর সংখ্যাও অনেক। বিশাল এই বহর নিয়েই মিশন শুরু করছি।’
বলিউড অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি হাঁটুর ক্ষত সারাতে নিজের প্রস্রাব পান করেছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলেন। তাঁর বক্তব্যের কয়েক দিন পর ‘আশিকি’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়ালও জানালেন, তিনিও প্রস্রাব পান করেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতা পেয়েছেন।
৩ ঘণ্টা আগেফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১ দিন আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১ দিন আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগে