একের পর এক নতুন কাজের খবর দিচ্ছেন নির্মাতা সৈকত নাসির। কয়েক দিন আগে বুবলীকে নিয়ে শেষ করলেন ‘তালাশ’ ছবির শুটিং। শেষ দিনের শুটিংয়ের ফাঁকে নির্মাতার সঙ্গে কথা হয় তাঁর আগামী কাজের পরিকল্পনা নিয়ে। তখনই সৈকত নাসির দিলেন ‘নেটওয়ার্ক’-এর খোঁজ।
‘নেটওয়ার্ক’ তাঁর প্রথম ওয়েব সিরিজ। বড় বাজেটের কাজ। ১০ অক্টোবর থেকে বিশাল বহর নিয়ে শুটিং শুরু হচ্ছে। বাংলাদেশের ঢাকা, খাগড়াছড়ি, পঞ্চগড়, বান্দরবান—এই চার জেলায় শুটিং হবে। তবে শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয় ‘নেটওয়ার্ক’-এর ব্যাপ্তি। নির্মাতা সৈকত নাসির বললেন, ‘গল্পের প্রয়োজনে আমাদের তিন দেশে শুটিং করতে হবে। বাংলাদেশ তো আছেই। ভারত ও মিয়ানমারেও যেতে হবে আমাদের। ভারতের কলকাতা ও আগরতলায় শুটিংয়ের প্রস্তুতি চলছে। সেখান থেকেও কয়েকজন অভিনেতা যোগ দেবেন।’
‘নেটওয়ার্ক’ সিরিজের মূল চরিত্রের নাম বেগম। এই চরিত্রে অভিনয় করবেন নিপা আহমেদ রিয়েলি। এর আগে অনন্য মামুনের ‘মেকআপ’ ছবিতে অভিনয় করেছেন নিপা। মিডিয়ার এই নবাগত মুখ আশা করছেন, ‘বেগম’ চরিত্রটি তাঁকে দর্শকের কাছে জনপ্রিয় করে তুলবে।
সিরিজে আরও অভিনয় করবেন ‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতার প্রথম রানারআপ সাজ্জাদ হোসাইন। আরও থাকবেন মিশা সওদাগর, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, সাকিবা বিনতে আলী প্রমুখ।
নির্মাতা বলছেন, ‘শুধু তা-ই নয়, এই সিরিজে সব মিলিয়ে ৪৭ জন অভিনয় করছেন। বড় পরিসরের গল্প। তাই অভিনয়শিল্পীর সংখ্যাও অনেক। বিশাল এই বহর নিয়েই মিশন শুরু করছি।’
একের পর এক নতুন কাজের খবর দিচ্ছেন নির্মাতা সৈকত নাসির। কয়েক দিন আগে বুবলীকে নিয়ে শেষ করলেন ‘তালাশ’ ছবির শুটিং। শেষ দিনের শুটিংয়ের ফাঁকে নির্মাতার সঙ্গে কথা হয় তাঁর আগামী কাজের পরিকল্পনা নিয়ে। তখনই সৈকত নাসির দিলেন ‘নেটওয়ার্ক’-এর খোঁজ।
‘নেটওয়ার্ক’ তাঁর প্রথম ওয়েব সিরিজ। বড় বাজেটের কাজ। ১০ অক্টোবর থেকে বিশাল বহর নিয়ে শুটিং শুরু হচ্ছে। বাংলাদেশের ঢাকা, খাগড়াছড়ি, পঞ্চগড়, বান্দরবান—এই চার জেলায় শুটিং হবে। তবে শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয় ‘নেটওয়ার্ক’-এর ব্যাপ্তি। নির্মাতা সৈকত নাসির বললেন, ‘গল্পের প্রয়োজনে আমাদের তিন দেশে শুটিং করতে হবে। বাংলাদেশ তো আছেই। ভারত ও মিয়ানমারেও যেতে হবে আমাদের। ভারতের কলকাতা ও আগরতলায় শুটিংয়ের প্রস্তুতি চলছে। সেখান থেকেও কয়েকজন অভিনেতা যোগ দেবেন।’
‘নেটওয়ার্ক’ সিরিজের মূল চরিত্রের নাম বেগম। এই চরিত্রে অভিনয় করবেন নিপা আহমেদ রিয়েলি। এর আগে অনন্য মামুনের ‘মেকআপ’ ছবিতে অভিনয় করেছেন নিপা। মিডিয়ার এই নবাগত মুখ আশা করছেন, ‘বেগম’ চরিত্রটি তাঁকে দর্শকের কাছে জনপ্রিয় করে তুলবে।
সিরিজে আরও অভিনয় করবেন ‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতার প্রথম রানারআপ সাজ্জাদ হোসাইন। আরও থাকবেন মিশা সওদাগর, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, সাকিবা বিনতে আলী প্রমুখ।
নির্মাতা বলছেন, ‘শুধু তা-ই নয়, এই সিরিজে সব মিলিয়ে ৪৭ জন অভিনয় করছেন। বড় পরিসরের গল্প। তাই অভিনয়শিল্পীর সংখ্যাও অনেক। বিশাল এই বহর নিয়েই মিশন শুরু করছি।’
বাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
১০ ঘণ্টা আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
১০ ঘণ্টা আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
১০ ঘণ্টা আগেঅভিরামপুর নামের এক গ্রামের মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’। ওই গ্রামের অস্থির স্বভাবের মানুষের মজার সব কাণ্ড, প্রেম, ঝগড়া আর ডিশ-সংযোগের ব্যবসা ঘিরেই নাটকের কাহিনি। রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। ১৩ অক্টোবর থেকে আরটিভিতে প্রচার শুরু হবে। দেখা যাবে সোম থেকে...
১০ ঘণ্টা আগে