একটি পুরোনো জমিদারবাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকল দেব। ‘পারু পারু’ বলে কয়েকবার ডাকল। দোতলার বারান্দা থেকে দেবকে দেখে হাসতে হাসতে লুকিয় পড়ল পারু। তার হাসির শব্দ প্রতিধ্বনিত হলো জমিদারবাড়ির দেয়ালে দেয়ালে। সিঁড়ি বেয়ে ওপরে উঠে এল দেব। পারু দেয়ালের আড়াল থেকে বলল, ‘কী চাও তুমি?’ দেব উত্তর দিল, ‘তোকে কাছে পেতে চাই পারু।’ উত্তরে পারু বলে, ‘আমি তো তোমার পাশেই আছি, খুঁজে নাও আমাকে।’
স্টার জলসার নতুন সিরিয়াল ‘তুমি আশেপাশে থাকলে’র দ্বিতীয় প্রোমোতে দেখা গেছে এমন দৃশ্য। ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের বিদায়ের পর গতকাল থেকে চ্যানেলটিতে শুরু হয়েছে তুমি আশেপাশে থাকলের প্রচার। রোহান ভট্টাচার্য ও অঙ্গনা রায় প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন এতে। ধারাবাহিকটি তৈরি হচ্ছে ভৌতিক গল্প নিয়ে। রোহানের চরিত্র দেবের সঙ্গে বিয়ে হবে অঙ্গনার চরিত্র পারুর। কিছুদিন পর মৃত্যু হবে পারুর। দ্বিতীয় বিয়ে করবে দেব। এরপর আবার তার জীবনে ফিরবে পারু। তবে মানুষ নয়, ভূত হয়ে।
তুমি আশেপাশে থাকলে সিরিয়ালের মাধ্যমে দুই বছর পর ছোট পর্দায় ফিরলেন রোহান। তিনি বলেন, ‘গত দুই বছরে ১৭টি সিরিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। চেয়েছিলাম এমন গল্প নিয়ে টিভিতে ফিরতে, যা হবে একেবারে আলাদা। এত দিন পরে মনের মতো একটা গল্প পেয়েছি। এ সিরিয়ালে আমার চরিত্রের নাম দেব। পেশায় গোয়েন্দা। সিরিয়ালটি দেখে অনেক সময় মনে হবে সিনেমা দেখছেন।’
অঙ্গনা বলেন, ‘দেব আর পারু ছোটবেলা থেকে ঘনিষ্ঠ বন্ধু। পারু দেবকে প্রচণ্ড ভালোবাসে। সে-ও গোয়েন্দা গল্পের ভক্ত। যেহেতু দেব গোয়েন্দা, তাই তার কাজে সাহায্য করে পারু। এটা আমার প্রথম টিভি সিরিয়াল আর রোহানের কামব্যাক শো। দুজনের জন্যই তাই এটা খুব স্পেশাল।’ তুমি আশেপাশে থাকলে পরিচালনা করছেন অনুপম হরি।
একটি পুরোনো জমিদারবাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকল দেব। ‘পারু পারু’ বলে কয়েকবার ডাকল। দোতলার বারান্দা থেকে দেবকে দেখে হাসতে হাসতে লুকিয় পড়ল পারু। তার হাসির শব্দ প্রতিধ্বনিত হলো জমিদারবাড়ির দেয়ালে দেয়ালে। সিঁড়ি বেয়ে ওপরে উঠে এল দেব। পারু দেয়ালের আড়াল থেকে বলল, ‘কী চাও তুমি?’ দেব উত্তর দিল, ‘তোকে কাছে পেতে চাই পারু।’ উত্তরে পারু বলে, ‘আমি তো তোমার পাশেই আছি, খুঁজে নাও আমাকে।’
স্টার জলসার নতুন সিরিয়াল ‘তুমি আশেপাশে থাকলে’র দ্বিতীয় প্রোমোতে দেখা গেছে এমন দৃশ্য। ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের বিদায়ের পর গতকাল থেকে চ্যানেলটিতে শুরু হয়েছে তুমি আশেপাশে থাকলের প্রচার। রোহান ভট্টাচার্য ও অঙ্গনা রায় প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন এতে। ধারাবাহিকটি তৈরি হচ্ছে ভৌতিক গল্প নিয়ে। রোহানের চরিত্র দেবের সঙ্গে বিয়ে হবে অঙ্গনার চরিত্র পারুর। কিছুদিন পর মৃত্যু হবে পারুর। দ্বিতীয় বিয়ে করবে দেব। এরপর আবার তার জীবনে ফিরবে পারু। তবে মানুষ নয়, ভূত হয়ে।
তুমি আশেপাশে থাকলে সিরিয়ালের মাধ্যমে দুই বছর পর ছোট পর্দায় ফিরলেন রোহান। তিনি বলেন, ‘গত দুই বছরে ১৭টি সিরিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। চেয়েছিলাম এমন গল্প নিয়ে টিভিতে ফিরতে, যা হবে একেবারে আলাদা। এত দিন পরে মনের মতো একটা গল্প পেয়েছি। এ সিরিয়ালে আমার চরিত্রের নাম দেব। পেশায় গোয়েন্দা। সিরিয়ালটি দেখে অনেক সময় মনে হবে সিনেমা দেখছেন।’
অঙ্গনা বলেন, ‘দেব আর পারু ছোটবেলা থেকে ঘনিষ্ঠ বন্ধু। পারু দেবকে প্রচণ্ড ভালোবাসে। সে-ও গোয়েন্দা গল্পের ভক্ত। যেহেতু দেব গোয়েন্দা, তাই তার কাজে সাহায্য করে পারু। এটা আমার প্রথম টিভি সিরিয়াল আর রোহানের কামব্যাক শো। দুজনের জন্যই তাই এটা খুব স্পেশাল।’ তুমি আশেপাশে থাকলে পরিচালনা করছেন অনুপম হরি।
দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে নির্মাতা সাকিব ফাহাদ বানাচ্ছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত এক মাস ধরে শোনা যাচ্ছিল, এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার। সঙ্গে থাকবেন আরেক নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী।
১১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১১ ঘণ্টা আগেপ্রায় এক দশক ধরে রেকর্ডটি অ্যাডেলের দখলে ছিল। অ্যাডেলের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামটি প্রথম সপ্তাহে সর্বোচ্চ বিক্রি হওয়া অ্যালবামের রেকর্ড গড়েছিল। ২০১৫ সালের নভেম্বরে প্রকাশ পাওয়া টোয়েন্টি ফাইভ অ্যালবামটি ওই বছর ১ কোটি ৭০ লাখের বেশি কপি বিক্রি হয়েছিল। প্রথম সপ্তাহেই বিক্রি হয় ৩৪ লাখের বেশি কপি।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে আসার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিজেই নিশ্চিত করেছেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর। গতকাল বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে বাংলাদেশে আসার খবর জানিয়ে তিনি লেখেন, ‘হাই বাংলাদেশ, শিগগিরই দেখা হবে।’
১ দিন আগে