কলকাতার সিরিয়ালে নব্বই দশকের নায়িকাদের অবস্থা রমরমা। তিন দশক পার করেও ফুরিয়ে যাননি তাঁরা। বর্তমানে টিভি ইন্ডাস্ট্রির হাল ধরেছেন নব্বই দশকের বাংলা ছবির নায়িকারাই। টিআরপি চার্টেও এগিয়ে আছেন তাঁরা। নতুন নায়ক-নায়িকাদের চেয়ে টিআরপিতে তাঁদেরই পাল্লা ভারী।
দেবশ্রী রায়
আশি-নব্বই দশকের নামী অভিনেত্রী দেবশ্রী। ছবিতে কাজের আগে ‘নগরপারে রূপনগর’, ‘ষোড়শী’র মতো কিছু সিরিয়াল করেছিলেন। ছবিতে বক্স অফিস হিট থেকে জাতীয় পুরস্কার সবই পেয়েছেন। দীর্ঘ ১০ বছর অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। রাজনীতিকে বিদায় জানিয়ে আবার দেবশ্রী ফিরেছেন অভিনয়ে। ছোটপর্দায় অভিনয় করছেন ‘সর্বজয়া’ রূপে। টিআরপি তালিকার শুরুর দিকেই থাকে সর্বজয়া।
ইন্দ্রানী হালদার
ইন্দ্রানী হালদারের ক্যারিয়ার শুরু ছোটপর্দা দিয়ে। ‘তেরো পার্বণ’ সিরিয়ালে অভিনয়ের শুরু। এরপর ‘শ্বেতপাথরের থালা’, ‘দহন’, ‘চৌধুরী পরিবার’-এর মতো অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। জিতেছেন জাতীয় পুরস্কারও। দীর্ঘ অভিনয়জীবনে চলচ্চিত্রের পাশাপাশি ছোটপর্দায় বিখ্যাত সব সিরিয়াল ‘তিথির অতিথি’, ‘বহ্নিশিখা’, ‘গোয়েন্দা গিন্নি’ করেছেন। বর্তমানে ‘শ্রীময়ী’ সিরিয়ালে নামভূমিকায় সমান জনপ্রিয়। স্টার জলসার ‘শ্রীময়ী' এতটাই জনপ্রিয় হয়েছে যে হিন্দি-তামিল-তেলুগুতে ‘শ্রীময়ী’র রিমেক হচ্ছে।
ইন্দ্রানী দত্ত
বড়পর্দা দিয়েই ইন্দ্রানী দত্তের অভিনয়জীবন শুরু। ‘তুফান’, ‘পাপী’, ‘পতি পরম গুরু’, ‘সুরের ভুবনে’, ‘বেলা শেষে’সহ অসংখ্য ছবি করেছেন তিনি। ছবিতে অনেক দিন দেখা যায়নি তাঁকে। ব্যস্ত ছিলেন নিজের নাচের দল নিয়ে। ইন্দ্রানী দত্ত জি বাংলায় সিরিয়ালে ফিরেছেন ‘জীবন সাথী’র সালঙ্কারা ব্যানার্জি রূপে। তিনিই সিরিয়ালের মূল চরিত্র।পাপিয়া অধিকারী
একসময়ের পর্দাকাঁপানো নায়িকা পাপিয়া অধিকারী। পাপিয়া একাধারে মঞ্চ, ছবি, যাত্রা, সিরিয়ালে কাজ করেছেন। এবার রাজনীতির মঞ্চে বিধায়ক পদেও প্রার্থী হন পাপিয়া। যদিও পরাজিত হন। বর্তমানে ‘দত্ত অ্যান্ড বউমা' সিরিয়ালে ‘সোনা মা’ চরিত্রে সবার মন জয় করে নিয়েছেন। নবাগত নায়ক-নায়িকা থাকলেও প্রধান চরিত্রে পাপিয়া।
কলকাতার সিরিয়ালে নব্বই দশকের নায়িকাদের অবস্থা রমরমা। তিন দশক পার করেও ফুরিয়ে যাননি তাঁরা। বর্তমানে টিভি ইন্ডাস্ট্রির হাল ধরেছেন নব্বই দশকের বাংলা ছবির নায়িকারাই। টিআরপি চার্টেও এগিয়ে আছেন তাঁরা। নতুন নায়ক-নায়িকাদের চেয়ে টিআরপিতে তাঁদেরই পাল্লা ভারী।
দেবশ্রী রায়
আশি-নব্বই দশকের নামী অভিনেত্রী দেবশ্রী। ছবিতে কাজের আগে ‘নগরপারে রূপনগর’, ‘ষোড়শী’র মতো কিছু সিরিয়াল করেছিলেন। ছবিতে বক্স অফিস হিট থেকে জাতীয় পুরস্কার সবই পেয়েছেন। দীর্ঘ ১০ বছর অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। রাজনীতিকে বিদায় জানিয়ে আবার দেবশ্রী ফিরেছেন অভিনয়ে। ছোটপর্দায় অভিনয় করছেন ‘সর্বজয়া’ রূপে। টিআরপি তালিকার শুরুর দিকেই থাকে সর্বজয়া।
ইন্দ্রানী হালদার
ইন্দ্রানী হালদারের ক্যারিয়ার শুরু ছোটপর্দা দিয়ে। ‘তেরো পার্বণ’ সিরিয়ালে অভিনয়ের শুরু। এরপর ‘শ্বেতপাথরের থালা’, ‘দহন’, ‘চৌধুরী পরিবার’-এর মতো অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। জিতেছেন জাতীয় পুরস্কারও। দীর্ঘ অভিনয়জীবনে চলচ্চিত্রের পাশাপাশি ছোটপর্দায় বিখ্যাত সব সিরিয়াল ‘তিথির অতিথি’, ‘বহ্নিশিখা’, ‘গোয়েন্দা গিন্নি’ করেছেন। বর্তমানে ‘শ্রীময়ী’ সিরিয়ালে নামভূমিকায় সমান জনপ্রিয়। স্টার জলসার ‘শ্রীময়ী' এতটাই জনপ্রিয় হয়েছে যে হিন্দি-তামিল-তেলুগুতে ‘শ্রীময়ী’র রিমেক হচ্ছে।
ইন্দ্রানী দত্ত
বড়পর্দা দিয়েই ইন্দ্রানী দত্তের অভিনয়জীবন শুরু। ‘তুফান’, ‘পাপী’, ‘পতি পরম গুরু’, ‘সুরের ভুবনে’, ‘বেলা শেষে’সহ অসংখ্য ছবি করেছেন তিনি। ছবিতে অনেক দিন দেখা যায়নি তাঁকে। ব্যস্ত ছিলেন নিজের নাচের দল নিয়ে। ইন্দ্রানী দত্ত জি বাংলায় সিরিয়ালে ফিরেছেন ‘জীবন সাথী’র সালঙ্কারা ব্যানার্জি রূপে। তিনিই সিরিয়ালের মূল চরিত্র।পাপিয়া অধিকারী
একসময়ের পর্দাকাঁপানো নায়িকা পাপিয়া অধিকারী। পাপিয়া একাধারে মঞ্চ, ছবি, যাত্রা, সিরিয়ালে কাজ করেছেন। এবার রাজনীতির মঞ্চে বিধায়ক পদেও প্রার্থী হন পাপিয়া। যদিও পরাজিত হন। বর্তমানে ‘দত্ত অ্যান্ড বউমা' সিরিয়ালে ‘সোনা মা’ চরিত্রে সবার মন জয় করে নিয়েছেন। নবাগত নায়ক-নায়িকা থাকলেও প্রধান চরিত্রে পাপিয়া।
সিনেমায় তিন খানের একসঙ্গে দেখা পেতে হলে আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তবে আমির, সালমান ও শাহরুখকে একসঙ্গে দেখার সুযোগ এসে গেছে। এ মাসেই সৌদি আরবের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা।
১ ঘণ্টা আগেবাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
১৩ ঘণ্টা আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
১৩ ঘণ্টা আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
১৪ ঘণ্টা আগে