কলকাতার সিরিয়ালে নব্বই দশকের নায়িকাদের অবস্থা রমরমা। তিন দশক পার করেও ফুরিয়ে যাননি তাঁরা। বর্তমানে টিভি ইন্ডাস্ট্রির হাল ধরেছেন নব্বই দশকের বাংলা ছবির নায়িকারাই। টিআরপি চার্টেও এগিয়ে আছেন তাঁরা। নতুন নায়ক-নায়িকাদের চেয়ে টিআরপিতে তাঁদেরই পাল্লা ভারী।
দেবশ্রী রায়
আশি-নব্বই দশকের নামী অভিনেত্রী দেবশ্রী। ছবিতে কাজের আগে ‘নগরপারে রূপনগর’, ‘ষোড়শী’র মতো কিছু সিরিয়াল করেছিলেন। ছবিতে বক্স অফিস হিট থেকে জাতীয় পুরস্কার সবই পেয়েছেন। দীর্ঘ ১০ বছর অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। রাজনীতিকে বিদায় জানিয়ে আবার দেবশ্রী ফিরেছেন অভিনয়ে। ছোটপর্দায় অভিনয় করছেন ‘সর্বজয়া’ রূপে। টিআরপি তালিকার শুরুর দিকেই থাকে সর্বজয়া।
ইন্দ্রানী হালদার
ইন্দ্রানী হালদারের ক্যারিয়ার শুরু ছোটপর্দা দিয়ে। ‘তেরো পার্বণ’ সিরিয়ালে অভিনয়ের শুরু। এরপর ‘শ্বেতপাথরের থালা’, ‘দহন’, ‘চৌধুরী পরিবার’-এর মতো অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। জিতেছেন জাতীয় পুরস্কারও। দীর্ঘ অভিনয়জীবনে চলচ্চিত্রের পাশাপাশি ছোটপর্দায় বিখ্যাত সব সিরিয়াল ‘তিথির অতিথি’, ‘বহ্নিশিখা’, ‘গোয়েন্দা গিন্নি’ করেছেন। বর্তমানে ‘শ্রীময়ী’ সিরিয়ালে নামভূমিকায় সমান জনপ্রিয়। স্টার জলসার ‘শ্রীময়ী' এতটাই জনপ্রিয় হয়েছে যে হিন্দি-তামিল-তেলুগুতে ‘শ্রীময়ী’র রিমেক হচ্ছে।
ইন্দ্রানী দত্ত
বড়পর্দা দিয়েই ইন্দ্রানী দত্তের অভিনয়জীবন শুরু। ‘তুফান’, ‘পাপী’, ‘পতি পরম গুরু’, ‘সুরের ভুবনে’, ‘বেলা শেষে’সহ অসংখ্য ছবি করেছেন তিনি। ছবিতে অনেক দিন দেখা যায়নি তাঁকে। ব্যস্ত ছিলেন নিজের নাচের দল নিয়ে। ইন্দ্রানী দত্ত জি বাংলায় সিরিয়ালে ফিরেছেন ‘জীবন সাথী’র সালঙ্কারা ব্যানার্জি রূপে। তিনিই সিরিয়ালের মূল চরিত্র।পাপিয়া অধিকারী
একসময়ের পর্দাকাঁপানো নায়িকা পাপিয়া অধিকারী। পাপিয়া একাধারে মঞ্চ, ছবি, যাত্রা, সিরিয়ালে কাজ করেছেন। এবার রাজনীতির মঞ্চে বিধায়ক পদেও প্রার্থী হন পাপিয়া। যদিও পরাজিত হন। বর্তমানে ‘দত্ত অ্যান্ড বউমা' সিরিয়ালে ‘সোনা মা’ চরিত্রে সবার মন জয় করে নিয়েছেন। নবাগত নায়ক-নায়িকা থাকলেও প্রধান চরিত্রে পাপিয়া।
কলকাতার সিরিয়ালে নব্বই দশকের নায়িকাদের অবস্থা রমরমা। তিন দশক পার করেও ফুরিয়ে যাননি তাঁরা। বর্তমানে টিভি ইন্ডাস্ট্রির হাল ধরেছেন নব্বই দশকের বাংলা ছবির নায়িকারাই। টিআরপি চার্টেও এগিয়ে আছেন তাঁরা। নতুন নায়ক-নায়িকাদের চেয়ে টিআরপিতে তাঁদেরই পাল্লা ভারী।
দেবশ্রী রায়
আশি-নব্বই দশকের নামী অভিনেত্রী দেবশ্রী। ছবিতে কাজের আগে ‘নগরপারে রূপনগর’, ‘ষোড়শী’র মতো কিছু সিরিয়াল করেছিলেন। ছবিতে বক্স অফিস হিট থেকে জাতীয় পুরস্কার সবই পেয়েছেন। দীর্ঘ ১০ বছর অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। রাজনীতিকে বিদায় জানিয়ে আবার দেবশ্রী ফিরেছেন অভিনয়ে। ছোটপর্দায় অভিনয় করছেন ‘সর্বজয়া’ রূপে। টিআরপি তালিকার শুরুর দিকেই থাকে সর্বজয়া।
ইন্দ্রানী হালদার
ইন্দ্রানী হালদারের ক্যারিয়ার শুরু ছোটপর্দা দিয়ে। ‘তেরো পার্বণ’ সিরিয়ালে অভিনয়ের শুরু। এরপর ‘শ্বেতপাথরের থালা’, ‘দহন’, ‘চৌধুরী পরিবার’-এর মতো অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। জিতেছেন জাতীয় পুরস্কারও। দীর্ঘ অভিনয়জীবনে চলচ্চিত্রের পাশাপাশি ছোটপর্দায় বিখ্যাত সব সিরিয়াল ‘তিথির অতিথি’, ‘বহ্নিশিখা’, ‘গোয়েন্দা গিন্নি’ করেছেন। বর্তমানে ‘শ্রীময়ী’ সিরিয়ালে নামভূমিকায় সমান জনপ্রিয়। স্টার জলসার ‘শ্রীময়ী' এতটাই জনপ্রিয় হয়েছে যে হিন্দি-তামিল-তেলুগুতে ‘শ্রীময়ী’র রিমেক হচ্ছে।
ইন্দ্রানী দত্ত
বড়পর্দা দিয়েই ইন্দ্রানী দত্তের অভিনয়জীবন শুরু। ‘তুফান’, ‘পাপী’, ‘পতি পরম গুরু’, ‘সুরের ভুবনে’, ‘বেলা শেষে’সহ অসংখ্য ছবি করেছেন তিনি। ছবিতে অনেক দিন দেখা যায়নি তাঁকে। ব্যস্ত ছিলেন নিজের নাচের দল নিয়ে। ইন্দ্রানী দত্ত জি বাংলায় সিরিয়ালে ফিরেছেন ‘জীবন সাথী’র সালঙ্কারা ব্যানার্জি রূপে। তিনিই সিরিয়ালের মূল চরিত্র।পাপিয়া অধিকারী
একসময়ের পর্দাকাঁপানো নায়িকা পাপিয়া অধিকারী। পাপিয়া একাধারে মঞ্চ, ছবি, যাত্রা, সিরিয়ালে কাজ করেছেন। এবার রাজনীতির মঞ্চে বিধায়ক পদেও প্রার্থী হন পাপিয়া। যদিও পরাজিত হন। বর্তমানে ‘দত্ত অ্যান্ড বউমা' সিরিয়ালে ‘সোনা মা’ চরিত্রে সবার মন জয় করে নিয়েছেন। নবাগত নায়ক-নায়িকা থাকলেও প্রধান চরিত্রে পাপিয়া।
শুটিং করতে গিয়ে কবরে শোয়ার পর তৌসিফের মনে হচ্ছিল, সবাই তাঁকে মাটিচাপা দিয়ে দেবে। ছয়টি জ্যান্ত সাপের সঙ্গে আধা ঘণ্টার বেশি সময় কবরে থাকতে হয়েছে তাঁকে। ওই ৩০ মিনিট তাঁর কাছে ৩০ বছরের মতো মনে হচ্ছিল।
৭ ঘণ্টা আগেআজ টালিউডে মুক্তি পেয়েছে দেব অভিনীত সিনেমা ‘ধূমকেতু’। একই দিনে প্রকাশ পেয়েছে অভিনেতার নতুন আরও এক সিনেমা ‘রঘু ডাকাত’-এর ফার্স্ট লুক পোস্টার। দুর্গাপূজায় মুক্তি পাবে সিনেমাটি।
৭ ঘণ্টা আগেআগুনযাত্রার গল্প গড়ে উঠেছে উমা চরিত্রকে কেন্দ্র করে। উমার গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তরকামী মানুষ। এ গবেষণার সূত্র ধরে কমলা হিজড়ার হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পায় উমা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো বিজ্ঞাপন বানাচ্ছেন শিহাব শাহীন। একসঙ্গে বানাচ্ছেন ছয়টি বিজ্ঞাপন। একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন অভিনেত্রী সামিয়া অথৈ। এবারই প্রথম শিহাব শাহীনের নির্দেশনায় কাজ করলেন অভিনেত্রী।
৭ ঘণ্টা আগে