সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠার বার্তা নিয়ে আসছে নতুন সিরিয়াল ‘তোমাদের রানী’। আগামীকাল ৮ সেপ্টেম্বর থেকে স্টার জলসায় প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দেখা যাবে সিরিয়ালটি। নাম ভূমিকায় অভিনয় করছেন অভিকা মালাকার। এত দিন মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন, তোমাদের রানী দিয়েই অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর। সিরিয়ালে অভিকার সঙ্গে জুটি বেঁধেছেন অর্কপ্রভ। এটি তাঁরও প্রথম সিরিয়াল।
কয়েক দিন আগে সিরিয়ালটির প্রোমো প্রকাশ করেছে স্টার জলসা। সেখানে দেখা গেছে, অল্প বয়সে বিয়ে হয়ে যায় রানীর। এখন সে অন্তঃসত্ত্বা। রানীর ইচ্ছা ডাক্তার হওয়ার। তবে তার এ ইচ্ছায় বিন্দুমাত্র সায় নেই স্বামী ও তার পরিবারের। বাধ্য হয়ে গর্ভে সন্তান নিয়ে সে একাই মেডিকেলের ভর্তি পরীক্ষা দিতে আসে। পরীক্ষার হলে সবাই রানীর দিকে অবাক চোখে তাকায়।
এরপর কেটে যায় বেশ কিছু দিন। তত দিনে রানীর কোলে আসে সন্তান। মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল বেরিয়েছে। সন্তান কোলে নিয়ে রানী আসে পরীক্ষার ফল দেখতে। স্বামী দুর্জয় তাকে খোঁচা মেরে বলে, ‘চান্স হয়নি তো? এবার বাড়ি চলো। সবকিছু একসাথে হয় না রানী।’ তবে রানী খুশি হয়ে জানায়, সে পাস করেছে। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, ‘বাচ্চাও সামলাব, ডাক্তারও হব। চাইলে সব হওয়া যায়।’ রানীর একই সঙ্গে ভালো স্ত্রী, ভালো মা ও ডাক্তার হয়ে ওঠার গল্প দেখা যাবে এই সিরিয়ালে। এর ট্যাগলাইন রাখা হয়েছে, ‘একটা ছেড়ে একটা বেছে নেওয়ার সময় শেষ। এবার সবকিছু একসাথে পাওয়ার স্বপ্ন নিয়ে আসছে তোমাদের রানী।’
রাণী চরিত্রের অভিনেত্রী অভিকা বলেন, ‘ছোট থেকেই ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। কিন্তু এত তাড়াতাড়ি সুযোগ আসবে ভাবিনি। পর্দায় মায়ের চরিত্র ফুটিয়ে তোলা খুব চ্যালেঞ্জিং। প্রথমবার যখন গল্পটা শুনি, তখনই মন ছুঁয়ে গিয়েছিল। এটা অনেকের বাস্তবজীবনের সঙ্গে মিলে যায়। গল্পটা এ সময়ে খুবই প্রাসঙ্গিক। ২০২৩ সালে এসেও অনেকে ভাবেন, একটা মেয়ে সবকিছু একসঙ্গে সামলাতে পারে না। আমরা তাদের ভুল ধারণা বদলে দিতে চাই।’
সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠার বার্তা নিয়ে আসছে নতুন সিরিয়াল ‘তোমাদের রানী’। আগামীকাল ৮ সেপ্টেম্বর থেকে স্টার জলসায় প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দেখা যাবে সিরিয়ালটি। নাম ভূমিকায় অভিনয় করছেন অভিকা মালাকার। এত দিন মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন, তোমাদের রানী দিয়েই অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর। সিরিয়ালে অভিকার সঙ্গে জুটি বেঁধেছেন অর্কপ্রভ। এটি তাঁরও প্রথম সিরিয়াল।
কয়েক দিন আগে সিরিয়ালটির প্রোমো প্রকাশ করেছে স্টার জলসা। সেখানে দেখা গেছে, অল্প বয়সে বিয়ে হয়ে যায় রানীর। এখন সে অন্তঃসত্ত্বা। রানীর ইচ্ছা ডাক্তার হওয়ার। তবে তার এ ইচ্ছায় বিন্দুমাত্র সায় নেই স্বামী ও তার পরিবারের। বাধ্য হয়ে গর্ভে সন্তান নিয়ে সে একাই মেডিকেলের ভর্তি পরীক্ষা দিতে আসে। পরীক্ষার হলে সবাই রানীর দিকে অবাক চোখে তাকায়।
এরপর কেটে যায় বেশ কিছু দিন। তত দিনে রানীর কোলে আসে সন্তান। মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল বেরিয়েছে। সন্তান কোলে নিয়ে রানী আসে পরীক্ষার ফল দেখতে। স্বামী দুর্জয় তাকে খোঁচা মেরে বলে, ‘চান্স হয়নি তো? এবার বাড়ি চলো। সবকিছু একসাথে হয় না রানী।’ তবে রানী খুশি হয়ে জানায়, সে পাস করেছে। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, ‘বাচ্চাও সামলাব, ডাক্তারও হব। চাইলে সব হওয়া যায়।’ রানীর একই সঙ্গে ভালো স্ত্রী, ভালো মা ও ডাক্তার হয়ে ওঠার গল্প দেখা যাবে এই সিরিয়ালে। এর ট্যাগলাইন রাখা হয়েছে, ‘একটা ছেড়ে একটা বেছে নেওয়ার সময় শেষ। এবার সবকিছু একসাথে পাওয়ার স্বপ্ন নিয়ে আসছে তোমাদের রানী।’
রাণী চরিত্রের অভিনেত্রী অভিকা বলেন, ‘ছোট থেকেই ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। কিন্তু এত তাড়াতাড়ি সুযোগ আসবে ভাবিনি। পর্দায় মায়ের চরিত্র ফুটিয়ে তোলা খুব চ্যালেঞ্জিং। প্রথমবার যখন গল্পটা শুনি, তখনই মন ছুঁয়ে গিয়েছিল। এটা অনেকের বাস্তবজীবনের সঙ্গে মিলে যায়। গল্পটা এ সময়ে খুবই প্রাসঙ্গিক। ২০২৩ সালে এসেও অনেকে ভাবেন, একটা মেয়ে সবকিছু একসঙ্গে সামলাতে পারে না। আমরা তাদের ভুল ধারণা বদলে দিতে চাই।’
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
৩ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
১০ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১০ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
১০ ঘণ্টা আগে