Ajker Patrika

এ সপ্তাহের ও টি টি

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৮: ৩২
এ সপ্তাহের ও টি টি

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর এই প্রতিবেদনে।
 
⊲ প্রচলিত (বাংলা সিরিজ)
অভিনয়: মোস্তফা মনওয়ার, অশোক ব্যাপারী
দেখা যাবে: চরকি
গল্পসংক্ষেপ: সমাজে প্রচলিত গল্প ও প্রবাদ বাক্য অর্থাৎ লোকমুখে প্রচারিত গল্পকথা নিয়ে তৈরি হয়েছে ‘প্রচলিত’ সিরিজের কাহিনি। প্রথম সিজনে মোট পাঁচটি পর্ব প্রচার হবে। ১৯ অক্টোবর প্রকাশ পেয়েছে সিরিজের প্রথম পর্ব। নাম ‘রিংটোন’। ফোন বন্ধ, অথচ রিংটোন বাজছে। কেউ কল করছে বারবার। কে কল দিচ্ছে? কী চাচ্ছে? এমনি রহস্যঘেরা ভৌতিক গল্প নিয়ে সিরিজের প্রথম পর্ব রিংটোন।
 
⊲ দুর্গ রহস্য (বাংলা সিরিজ)
অভিনয়: অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার ও রাহুল অরুণোদয়।
দেখা যাবে: হইচই
গল্পসংক্ষেপ: ব্যোমকেশ সিরিজের এই গল্পটি ১৯৬৭ সালের প্রেক্ষাপটে তৈরি। এবার উঠে এসেছে দুর্গে লুকিয়ে থাকা গুপ্তধনের কথা, যা বহু শতাব্দী ধরে সুরক্ষিত আছে। তার সন্ধান করতে গিয়ে সম্প্রতি সাপের ছোবলে প্রাণ হারিয়েছেন চারজন। অপরাধী কে? সম্পত্তির লোভে কে করছে খুন? রহস্যের সমাধানে নামে সত্যান্বেষী ব্যোমকেশ। দুর্গ রহস্য মুক্তি পেয়েছে ১৯ অক্টোবর। 
 
⊲ কালাপানি (হিন্দি সিরিজ)
অভিনয়: মোনা সিং, আশুতোষ গোয়ারিকর
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: গল্পটা আন্দামান ও নিকোবার দীপপুঞ্জের। হঠাৎ করেই সেই রাজ্যে অদ্ভুত এক রোগ ছড়িয়ে পড়ে। হাসপাতালে বাড়তে থাকে রোগীর সংখ্যা। সংক্রমণ আর মৃতের সংখ্যা যেন বাড়তে থাকে পাল্লা দিয়ে। বিপাকে পড়ে বেড়াতে আসা মানুষেরাও। চিকিৎসক, গবেষক, প্রশাসন থেকে রাজনীতিবিদ—সবাই এক হয়ে খুঁজতে থাকে উত্তরণের উপায়। হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় কিছু মানুষ। গল্পে আসে নতুন মোড়। সিরিজটি মুক্তি পেয়েছে ১৮ অক্টোবর। 
 
⊲ ট্রান্সফরমারস: রাইজ অব দ্য বিস্টস (ইংলিশ সিনেমা)
অভিনয়: অ্যান্থনি র‍্যামোস, লিজা কোশি, পিট ডেভিডসন
দেখা যাবে: আমাজন প্রাইম ভিডিও
গল্পসংক্ষেপ: অপটিমাস প্রাইম ও অটোবোটসের সামনে আসে বিশাল এক চ্যালেঞ্জ। পৃথিবীকে বাঁচাতে হবে বহিরাগত এক শক্তিধর শত্রুর হাত থেকে। পুরো পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এই শত্রু। শুরু হয় দুই পক্ষের তুমুল লড়াই। সিনেমাটি মুক্তি পাচ্ছে আজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত