বিনোদন ডেস্ক
ওটিটি প্ল্যাটফর্ম আসার পর মানসম্মত সিনেমা-সিরিজ-তথ্যচিত্রের নির্মাণ যেমন বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে অশ্লীল কনটেন্ট তৈরির মাত্রাও। অশ্লীলতার অভিযোগে সম্প্রতি ২৫টি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাপস ও ওয়েবসাইট নিষিদ্ধ করেছে ভারত সরকার। এরমধ্যে রয়েছে অল্টবালাজি, উল্লু, বিগ শটস অ্যাপ, দেশিফ্লিক্স, বুমেক্সের মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম।
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। নিষিদ্ধ হওয়া এসব ওটিটি প্ল্যাটফর্মগুলোতে বেশ কয়েক বছর ধরে আপত্তিকর বিজ্ঞাপন ও অশ্লীল কনটেন্ট দেখানো হচ্ছিল, যা জনমনে নেতিবাচক প্রভাব ফেলে।
ইতিমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের ইন্টারনেট সেবা প্রদানকারীদের নির্দেশ দেওয়া হয়েছে যে, নিষিদ্ধ ঘোষিত এসব অ্যাপ ও ওয়েবসাইটের অ্যাকসেস যেন কারো কাছে না থাকে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এসব ওটিটি প্ল্যাটফর্মের অনেক কনটেন্টে যৌন ইঙ্গিতসূচক বিষয় দেখানো হয়েছে। অনেকক্ষেত্রে সরাসরি যৌন দৃশ্যও প্রচারিত হয়েছে। এসব কনটেন্টে গল্প কিংবা কোনো বার্তা প্রায় থাকে না বললেই চলে। অশ্লীলতা ছড়িয়ে দর্শক টানাই এদের প্রধান উদ্দেশ্য। তাই এসব ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ওয়েব কনটেন্টে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এর আগেও উঠেছিল একাধিকবার। অনেক কনটেন্ট নিষিদ্ধ করা হয়। সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়। গত মে মাসে উল্লুতে প্রচারিত ‘হাউস অ্যারেস্ট’ নামের একটি ওয়েব সিরিজ সরানো হয় মন্ত্রণালয়ের হস্তক্ষেপে।
এর আগে গত ফেব্রুয়ারিতে নির্দেশ দেওয়া হয় অশ্লীলতা পরিহার করতে এবং আইটি রুলস, ২০২১ মেনে চলতে। গত বছরের সেপ্টেম্বরে এই ২৫টি প্ল্যাটফর্মকে সতর্কও করা হয়েছিল। তবুও তারা অশ্লীল কনটেন্ট প্রচার করা বন্ধ করেনি বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
ওটিটি প্ল্যাটফর্ম আসার পর মানসম্মত সিনেমা-সিরিজ-তথ্যচিত্রের নির্মাণ যেমন বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে অশ্লীল কনটেন্ট তৈরির মাত্রাও। অশ্লীলতার অভিযোগে সম্প্রতি ২৫টি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাপস ও ওয়েবসাইট নিষিদ্ধ করেছে ভারত সরকার। এরমধ্যে রয়েছে অল্টবালাজি, উল্লু, বিগ শটস অ্যাপ, দেশিফ্লিক্স, বুমেক্সের মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম।
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। নিষিদ্ধ হওয়া এসব ওটিটি প্ল্যাটফর্মগুলোতে বেশ কয়েক বছর ধরে আপত্তিকর বিজ্ঞাপন ও অশ্লীল কনটেন্ট দেখানো হচ্ছিল, যা জনমনে নেতিবাচক প্রভাব ফেলে।
ইতিমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের ইন্টারনেট সেবা প্রদানকারীদের নির্দেশ দেওয়া হয়েছে যে, নিষিদ্ধ ঘোষিত এসব অ্যাপ ও ওয়েবসাইটের অ্যাকসেস যেন কারো কাছে না থাকে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এসব ওটিটি প্ল্যাটফর্মের অনেক কনটেন্টে যৌন ইঙ্গিতসূচক বিষয় দেখানো হয়েছে। অনেকক্ষেত্রে সরাসরি যৌন দৃশ্যও প্রচারিত হয়েছে। এসব কনটেন্টে গল্প কিংবা কোনো বার্তা প্রায় থাকে না বললেই চলে। অশ্লীলতা ছড়িয়ে দর্শক টানাই এদের প্রধান উদ্দেশ্য। তাই এসব ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ওয়েব কনটেন্টে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এর আগেও উঠেছিল একাধিকবার। অনেক কনটেন্ট নিষিদ্ধ করা হয়। সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়। গত মে মাসে উল্লুতে প্রচারিত ‘হাউস অ্যারেস্ট’ নামের একটি ওয়েব সিরিজ সরানো হয় মন্ত্রণালয়ের হস্তক্ষেপে।
এর আগে গত ফেব্রুয়ারিতে নির্দেশ দেওয়া হয় অশ্লীলতা পরিহার করতে এবং আইটি রুলস, ২০২১ মেনে চলতে। গত বছরের সেপ্টেম্বরে এই ২৫টি প্ল্যাটফর্মকে সতর্কও করা হয়েছিল। তবুও তারা অশ্লীল কনটেন্ট প্রচার করা বন্ধ করেনি বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
সম্প্রতি তিন মাসের অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। দেশে ফিরেই তিনি শুরু করেছেন বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমার শুটিং। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ববি। একটি চরিত্র সহজ-সরল ও অন্যটি প্রতিবাদী তরুণীর।
২৩ মিনিট আগে১৯৯০ সালে প্রকাশিত টমাস পিঞ্চনের উপন্যাস ভিনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার নির্মাণ করেছেন পল টমাস অ্যান্ডারসন। সিনেমার গল্পে নিজেদের দলের একটি মেয়েকে উদ্ধারের জন্য ১৬ বছর পরে আবার একত্র হয় সাবেক একটি বিপ্লবী দলের সদস্যরা।
৫ ঘণ্টা আগেএকসময় দুর্গাপূজা উপলক্ষে নির্মিত হতো নতুন সিনেমা। সাম্প্রতিক সময়ে সেই আমেজ আর দেখা যায় না। এখন নির্মাতা-প্রযোজকদের দৌড়ঝাঁপ শুধু দুই ঈদকে ঘিরে। যে করেই হোক ঈদে আসতে হবে সিনেমা, কম হলে মুক্তি পেলেও যেন কোনো সমস্যা নেই। তবে এবার দুর্গাপূজায় মুক্তির তালিকায় রয়েছে একাধিক সিনেমা। যদিও সেসব সিনেমা নিয়ে চোখ
১৩ ঘণ্টা আগেআগামীকাল বৃহস্পতিবার আসছে গানশালা নিবেদিত এক নির্ঝরের গান-এর নতুন অ্যালবাম ‘বুঝলাম’। এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে এই অ্যালবামে থাকবে চারটি নতুন গান। গেয়েছেন সোমনুর মনির কোনাল, মাশা ইসলাম, দোলা রহমান ও অন্তরা রহমান।
১৩ ঘণ্টা আগে