দুই মাস ধরে টিআরপির তালিকায় শীর্ষস্থান থেকে সরানো যাচ্ছে না ‘মিঠাই’কে। মিঠাই –এর একচেটিয়া রাজত্বে ভাগ বসাতে আসছে ‘ধুলোকণা’। মানালি দে ও ইন্দ্রাশিস রায় অভিনীত স্টার জলসার নতুন সিরিয়াল ‘ধুলোকণা’। আগামী সপ্তাহ থেকে জায়গা নিচ্ছে ‘বরণ’-এর। ‘মিঠাই’কে টেক্কা দিতে যেন স্টার জলসার নতুন বাজি লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় জুটির এই ধারাবাহিক।
কলকাতায় যেকোনো চ্যানেলের জন্যই রাত আটটার স্লট খুব গুরুত্বপূর্ণ। একটা সময় স্টার জলসার এই স্লটে জনপ্রিয়তা পেয়েছে ‘মোহর’। কিন্তু টিআরপিতে ভাটা পড়তেই সিরিয়ালটি দুপুরে নিয়ে এসেছে চ্যানেল কর্তৃপক্ষ। সেই জায়গায় আসে ‘বরণ’। কিন্তু তিন মাসের মধ্যেই সেই সিদ্ধান্ত বদল করল তারা।
‘ধুলোকণা’র মূল চরিত্র ফুলঝুরি। চরিত্রটি করছেন মানালি। তিনি ভার্চুয়াল এক প্রেস মিটিংয়ে বললেন, ‘এখানে একটা ভরসা আছে, ভরসার নাম লীনা গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে আমার কাজ হবে এই সিরিয়ালে। আমি এটা জানি, ওনার চিত্রনাট্যে এত কিছুই থাকে যে একজন অভিনয়শিল্পীর কাজ সহজ হয়ে যায়। শুধু একটাই কথা বলব, এটি এমন একটা গল্প, এমন একটা চরিত্র, যেটা দর্শক অনেক দিন মনে রাখবে। মানুষের ভালোবাসায় এটি অনেক দূর এগিয়ে যাবে। আমরা সিরিয়ালটি শুরুর অপেক্ষা করছি। আমার মনে হয় সম্প্রচার শুরু হলেই কাঙ্ক্ষিত রেজাল্ট পাব আমরা।’
‘বউ কথা কও’-এর মৌরি কিংবা ‘নকশিকাঁথা’র ‘শবনম’, এমন চরিত্রগুলো করে জনপ্রিয় হয়েছেন মানালি। তবে ‘ধুলোকণা’র ফুলঝুরি চরিত্রটা সম্পূর্ণ ভিন্ন বলে দাবি এই অভিনেত্রীর। তিনি বলেন, ‘এই চরিত্রটার ভাষা খুব বড় একটা ফ্যাক্টর, সেটা নিয়ে বেশি কিছু বলব না। তবে এটা বলছি, ফুলঝুরি বস্তির মেয়ে, বাকিটা লীনাদি (গঙ্গোপাধ্যায়) বলতে বারণ করেছেন। সেটা পর্দায় দেখতে পাবেন।’
এখন অপেক্ষা ১৯ জুলাইয়ের। কারণ, সেদিন থেকে ‘ধুলোকণা’র সম্প্রচার শুরু হবে। ইন্দ্রাশিস-মানালি ছাড়াও এই সিরিয়ালে দেখা মিলবে বাদশা মৈত্র, মৈনাক বন্দ্যোপাধ্যায়, রিতা দত্ত চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তীদের।
দুই মাস ধরে টিআরপির তালিকায় শীর্ষস্থান থেকে সরানো যাচ্ছে না ‘মিঠাই’কে। মিঠাই –এর একচেটিয়া রাজত্বে ভাগ বসাতে আসছে ‘ধুলোকণা’। মানালি দে ও ইন্দ্রাশিস রায় অভিনীত স্টার জলসার নতুন সিরিয়াল ‘ধুলোকণা’। আগামী সপ্তাহ থেকে জায়গা নিচ্ছে ‘বরণ’-এর। ‘মিঠাই’কে টেক্কা দিতে যেন স্টার জলসার নতুন বাজি লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় জুটির এই ধারাবাহিক।
কলকাতায় যেকোনো চ্যানেলের জন্যই রাত আটটার স্লট খুব গুরুত্বপূর্ণ। একটা সময় স্টার জলসার এই স্লটে জনপ্রিয়তা পেয়েছে ‘মোহর’। কিন্তু টিআরপিতে ভাটা পড়তেই সিরিয়ালটি দুপুরে নিয়ে এসেছে চ্যানেল কর্তৃপক্ষ। সেই জায়গায় আসে ‘বরণ’। কিন্তু তিন মাসের মধ্যেই সেই সিদ্ধান্ত বদল করল তারা।
‘ধুলোকণা’র মূল চরিত্র ফুলঝুরি। চরিত্রটি করছেন মানালি। তিনি ভার্চুয়াল এক প্রেস মিটিংয়ে বললেন, ‘এখানে একটা ভরসা আছে, ভরসার নাম লীনা গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে আমার কাজ হবে এই সিরিয়ালে। আমি এটা জানি, ওনার চিত্রনাট্যে এত কিছুই থাকে যে একজন অভিনয়শিল্পীর কাজ সহজ হয়ে যায়। শুধু একটাই কথা বলব, এটি এমন একটা গল্প, এমন একটা চরিত্র, যেটা দর্শক অনেক দিন মনে রাখবে। মানুষের ভালোবাসায় এটি অনেক দূর এগিয়ে যাবে। আমরা সিরিয়ালটি শুরুর অপেক্ষা করছি। আমার মনে হয় সম্প্রচার শুরু হলেই কাঙ্ক্ষিত রেজাল্ট পাব আমরা।’
‘বউ কথা কও’-এর মৌরি কিংবা ‘নকশিকাঁথা’র ‘শবনম’, এমন চরিত্রগুলো করে জনপ্রিয় হয়েছেন মানালি। তবে ‘ধুলোকণা’র ফুলঝুরি চরিত্রটা সম্পূর্ণ ভিন্ন বলে দাবি এই অভিনেত্রীর। তিনি বলেন, ‘এই চরিত্রটার ভাষা খুব বড় একটা ফ্যাক্টর, সেটা নিয়ে বেশি কিছু বলব না। তবে এটা বলছি, ফুলঝুরি বস্তির মেয়ে, বাকিটা লীনাদি (গঙ্গোপাধ্যায়) বলতে বারণ করেছেন। সেটা পর্দায় দেখতে পাবেন।’
এখন অপেক্ষা ১৯ জুলাইয়ের। কারণ, সেদিন থেকে ‘ধুলোকণা’র সম্প্রচার শুরু হবে। ইন্দ্রাশিস-মানালি ছাড়াও এই সিরিয়ালে দেখা মিলবে বাদশা মৈত্র, মৈনাক বন্দ্যোপাধ্যায়, রিতা দত্ত চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তীদের।
সিনেমায় তিন খানের একসঙ্গে দেখা পেতে হলে আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তবে আমির, সালমান ও শাহরুখকে একসঙ্গে দেখার সুযোগ এসে গেছে। এ মাসেই সৌদি আরবের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা।
৭ ঘণ্টা আগেবাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
১৯ ঘণ্টা আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
১৯ ঘণ্টা আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
২০ ঘণ্টা আগে