দুই মাস ধরে টিআরপির তালিকায় শীর্ষস্থান থেকে সরানো যাচ্ছে না ‘মিঠাই’কে। মিঠাই –এর একচেটিয়া রাজত্বে ভাগ বসাতে আসছে ‘ধুলোকণা’। মানালি দে ও ইন্দ্রাশিস রায় অভিনীত স্টার জলসার নতুন সিরিয়াল ‘ধুলোকণা’। আগামী সপ্তাহ থেকে জায়গা নিচ্ছে ‘বরণ’-এর। ‘মিঠাই’কে টেক্কা দিতে যেন স্টার জলসার নতুন বাজি লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় জুটির এই ধারাবাহিক।
কলকাতায় যেকোনো চ্যানেলের জন্যই রাত আটটার স্লট খুব গুরুত্বপূর্ণ। একটা সময় স্টার জলসার এই স্লটে জনপ্রিয়তা পেয়েছে ‘মোহর’। কিন্তু টিআরপিতে ভাটা পড়তেই সিরিয়ালটি দুপুরে নিয়ে এসেছে চ্যানেল কর্তৃপক্ষ। সেই জায়গায় আসে ‘বরণ’। কিন্তু তিন মাসের মধ্যেই সেই সিদ্ধান্ত বদল করল তারা।
‘ধুলোকণা’র মূল চরিত্র ফুলঝুরি। চরিত্রটি করছেন মানালি। তিনি ভার্চুয়াল এক প্রেস মিটিংয়ে বললেন, ‘এখানে একটা ভরসা আছে, ভরসার নাম লীনা গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে আমার কাজ হবে এই সিরিয়ালে। আমি এটা জানি, ওনার চিত্রনাট্যে এত কিছুই থাকে যে একজন অভিনয়শিল্পীর কাজ সহজ হয়ে যায়। শুধু একটাই কথা বলব, এটি এমন একটা গল্প, এমন একটা চরিত্র, যেটা দর্শক অনেক দিন মনে রাখবে। মানুষের ভালোবাসায় এটি অনেক দূর এগিয়ে যাবে। আমরা সিরিয়ালটি শুরুর অপেক্ষা করছি। আমার মনে হয় সম্প্রচার শুরু হলেই কাঙ্ক্ষিত রেজাল্ট পাব আমরা।’
‘বউ কথা কও’-এর মৌরি কিংবা ‘নকশিকাঁথা’র ‘শবনম’, এমন চরিত্রগুলো করে জনপ্রিয় হয়েছেন মানালি। তবে ‘ধুলোকণা’র ফুলঝুরি চরিত্রটা সম্পূর্ণ ভিন্ন বলে দাবি এই অভিনেত্রীর। তিনি বলেন, ‘এই চরিত্রটার ভাষা খুব বড় একটা ফ্যাক্টর, সেটা নিয়ে বেশি কিছু বলব না। তবে এটা বলছি, ফুলঝুরি বস্তির মেয়ে, বাকিটা লীনাদি (গঙ্গোপাধ্যায়) বলতে বারণ করেছেন। সেটা পর্দায় দেখতে পাবেন।’
এখন অপেক্ষা ১৯ জুলাইয়ের। কারণ, সেদিন থেকে ‘ধুলোকণা’র সম্প্রচার শুরু হবে। ইন্দ্রাশিস-মানালি ছাড়াও এই সিরিয়ালে দেখা মিলবে বাদশা মৈত্র, মৈনাক বন্দ্যোপাধ্যায়, রিতা দত্ত চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তীদের।
দুই মাস ধরে টিআরপির তালিকায় শীর্ষস্থান থেকে সরানো যাচ্ছে না ‘মিঠাই’কে। মিঠাই –এর একচেটিয়া রাজত্বে ভাগ বসাতে আসছে ‘ধুলোকণা’। মানালি দে ও ইন্দ্রাশিস রায় অভিনীত স্টার জলসার নতুন সিরিয়াল ‘ধুলোকণা’। আগামী সপ্তাহ থেকে জায়গা নিচ্ছে ‘বরণ’-এর। ‘মিঠাই’কে টেক্কা দিতে যেন স্টার জলসার নতুন বাজি লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় জুটির এই ধারাবাহিক।
কলকাতায় যেকোনো চ্যানেলের জন্যই রাত আটটার স্লট খুব গুরুত্বপূর্ণ। একটা সময় স্টার জলসার এই স্লটে জনপ্রিয়তা পেয়েছে ‘মোহর’। কিন্তু টিআরপিতে ভাটা পড়তেই সিরিয়ালটি দুপুরে নিয়ে এসেছে চ্যানেল কর্তৃপক্ষ। সেই জায়গায় আসে ‘বরণ’। কিন্তু তিন মাসের মধ্যেই সেই সিদ্ধান্ত বদল করল তারা।
‘ধুলোকণা’র মূল চরিত্র ফুলঝুরি। চরিত্রটি করছেন মানালি। তিনি ভার্চুয়াল এক প্রেস মিটিংয়ে বললেন, ‘এখানে একটা ভরসা আছে, ভরসার নাম লীনা গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে আমার কাজ হবে এই সিরিয়ালে। আমি এটা জানি, ওনার চিত্রনাট্যে এত কিছুই থাকে যে একজন অভিনয়শিল্পীর কাজ সহজ হয়ে যায়। শুধু একটাই কথা বলব, এটি এমন একটা গল্প, এমন একটা চরিত্র, যেটা দর্শক অনেক দিন মনে রাখবে। মানুষের ভালোবাসায় এটি অনেক দূর এগিয়ে যাবে। আমরা সিরিয়ালটি শুরুর অপেক্ষা করছি। আমার মনে হয় সম্প্রচার শুরু হলেই কাঙ্ক্ষিত রেজাল্ট পাব আমরা।’
‘বউ কথা কও’-এর মৌরি কিংবা ‘নকশিকাঁথা’র ‘শবনম’, এমন চরিত্রগুলো করে জনপ্রিয় হয়েছেন মানালি। তবে ‘ধুলোকণা’র ফুলঝুরি চরিত্রটা সম্পূর্ণ ভিন্ন বলে দাবি এই অভিনেত্রীর। তিনি বলেন, ‘এই চরিত্রটার ভাষা খুব বড় একটা ফ্যাক্টর, সেটা নিয়ে বেশি কিছু বলব না। তবে এটা বলছি, ফুলঝুরি বস্তির মেয়ে, বাকিটা লীনাদি (গঙ্গোপাধ্যায়) বলতে বারণ করেছেন। সেটা পর্দায় দেখতে পাবেন।’
এখন অপেক্ষা ১৯ জুলাইয়ের। কারণ, সেদিন থেকে ‘ধুলোকণা’র সম্প্রচার শুরু হবে। ইন্দ্রাশিস-মানালি ছাড়াও এই সিরিয়ালে দেখা মিলবে বাদশা মৈত্র, মৈনাক বন্দ্যোপাধ্যায়, রিতা দত্ত চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তীদের।
টালিউডে নিয়মিত কাজ করতে চান আরিফিন শুভ। আর তাই সেখানে থাকার ঠিকানা খুঁজছেন তিনি। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভ জানান, টালিউডের নির্মাতারা তাঁকে নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। তাই সেখানে নিজেকে প্রতিষ্ঠা করার সুযোগটা নিতে চান তিনি।
১৪ ঘণ্টা আগেট্রাম্প বাণিজ্য দপ্তরের মতো সংশ্লিষ্ট মার্কিন সরকারি সংস্থাগুলোকে অবিলম্বে বিদেশে নির্মিত এবং যুক্তরাষ্ট্রে আনা সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমরা আবারও আমেরিকায় চলচ্চিত্র নির্মাণ করতে চাই!’
১ দিন আগেকণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ আছেন কানাডায়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন তাঁর ছেলে নিবিড়। সেই থেকে ছেলেকে সুস্থ করে তোলার তুমুল এক লড়াইয়ে কুমার বিশ্বজিৎ। গান ছেড়েছেন, দেশ ছেড়েছেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে দিনের পর দিন হাসপাতালে ছেলের পাশে থেকেছেন। বিশ্বজিৎ জানালেন...
১ দিন আগেহলিউড যদি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) ভর করে সমৃদ্ধ হতে পারে, তবে বলিউড কেন ভিলেজ সিনেম্যাটিক ইউনিভার্স (ভিসিইউ) হতে পারে না? এ আইডিয়া ‘পঞ্চায়েত’ সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্রর। গ্রামীণ গল্প নিয়ে একটি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরির সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
১ দিন আগে