পারিবারিক গল্পের সঙ্গে খানিকটা কলেজ ক্যাম্পাসের মিশেল। এ নিয়েই জি বাংলায় আসছে নতুন সিরিয়াল ‘পরিণীতা’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের সঙ্গে এর কোনো যোগ নেই। গল্পের কেন্দ্রে আছে পারুল নামের এক কিশোরী।
গ্রামের মেয়ে পারুলের বিয়ে হয়েছে শহরে। সেখানকার এক কলেজে ভর্তি হয়েছে। অন্যদের তুলনায় সে যথেষ্ট মেধাবী। কিন্তু একটাই সমস্যা তার—কথা বলে আঞ্চলিক টানে। এ কারণে স্বামী তাকে অবহেলা করে। বাড়িতে সবার সামনে অপমান করে। পরিণীতা সিরিয়ালে পারুল চরিত্রে অভিনয় করেছেন ঈশানি। এ সিরিয়াল দিয়েই অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর।
পরিণীতার ট্রেলারে দেখা যায়, কলেজ ক্যাম্পাসে চলছে নবীনবরণ অনুষ্ঠান। সেখানে সুন্দরী শিরিনকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয় অনেকে। এরই মধ্যে দামি বাইক চালিয়ে ক্যাম্পাসে আসে রায়ান। তাকে নিয়ে হুলুস্থুল পড়ে যায় ছাত্রীদের মধ্যে। অনুষ্ঠানে পারুল নিজের পরিচয় দিতেই সবাই হাসাহাসি করে। কারও মন্তব্য, ‘এইভাবে কথা বলো তুমি!’ কেউ বলে, ‘এখানে তো এক দিনও টিকতে পারবে না তুমি।’
তবে তাদের কথায় দমে না গিয়ে ‘হুঁকোমুখো হ্যাংলা’ গানটি শুনিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় পারুল। পরক্ষণেই জানা যায়, সে মূলত রায়ানের স্ত্রী। বাড়িতে রায়ান তাকে অপমান করলে পরিবারের অন্যরা পারুলের পাশে দাঁড়ায়। তাকে আশ্বাস দেয়। এতে আরও আছেন উদয় প্রতাপ সিং ও সুরভি মল্লিক। ১১ নভেম্বর থেকে বাংলাদেশ সময় প্রতিদিন রাত সাড়ে ৮টায় দেখা যাবে পরিণীতা।
পারিবারিক গল্পের সঙ্গে খানিকটা কলেজ ক্যাম্পাসের মিশেল। এ নিয়েই জি বাংলায় আসছে নতুন সিরিয়াল ‘পরিণীতা’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের সঙ্গে এর কোনো যোগ নেই। গল্পের কেন্দ্রে আছে পারুল নামের এক কিশোরী।
গ্রামের মেয়ে পারুলের বিয়ে হয়েছে শহরে। সেখানকার এক কলেজে ভর্তি হয়েছে। অন্যদের তুলনায় সে যথেষ্ট মেধাবী। কিন্তু একটাই সমস্যা তার—কথা বলে আঞ্চলিক টানে। এ কারণে স্বামী তাকে অবহেলা করে। বাড়িতে সবার সামনে অপমান করে। পরিণীতা সিরিয়ালে পারুল চরিত্রে অভিনয় করেছেন ঈশানি। এ সিরিয়াল দিয়েই অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর।
পরিণীতার ট্রেলারে দেখা যায়, কলেজ ক্যাম্পাসে চলছে নবীনবরণ অনুষ্ঠান। সেখানে সুন্দরী শিরিনকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয় অনেকে। এরই মধ্যে দামি বাইক চালিয়ে ক্যাম্পাসে আসে রায়ান। তাকে নিয়ে হুলুস্থুল পড়ে যায় ছাত্রীদের মধ্যে। অনুষ্ঠানে পারুল নিজের পরিচয় দিতেই সবাই হাসাহাসি করে। কারও মন্তব্য, ‘এইভাবে কথা বলো তুমি!’ কেউ বলে, ‘এখানে তো এক দিনও টিকতে পারবে না তুমি।’
তবে তাদের কথায় দমে না গিয়ে ‘হুঁকোমুখো হ্যাংলা’ গানটি শুনিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় পারুল। পরক্ষণেই জানা যায়, সে মূলত রায়ানের স্ত্রী। বাড়িতে রায়ান তাকে অপমান করলে পরিবারের অন্যরা পারুলের পাশে দাঁড়ায়। তাকে আশ্বাস দেয়। এতে আরও আছেন উদয় প্রতাপ সিং ও সুরভি মল্লিক। ১১ নভেম্বর থেকে বাংলাদেশ সময় প্রতিদিন রাত সাড়ে ৮টায় দেখা যাবে পরিণীতা।
দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে নির্মাতা সাকিব ফাহাদ বানাচ্ছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত এক মাস ধরে শোনা যাচ্ছিল, এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার। সঙ্গে থাকবেন আরেক নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী।
১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগেপ্রায় এক দশক ধরে রেকর্ডটি অ্যাডেলের দখলে ছিল। অ্যাডেলের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামটি প্রথম সপ্তাহে সর্বোচ্চ বিক্রি হওয়া অ্যালবামের রেকর্ড গড়েছিল। ২০১৫ সালের নভেম্বরে প্রকাশ পাওয়া টোয়েন্টি ফাইভ অ্যালবামটি ওই বছর ১ কোটি ৭০ লাখের বেশি কপি বিক্রি হয়েছিল। প্রথম সপ্তাহেই বিক্রি হয় ৩৪ লাখের বেশি কপি।
২ ঘণ্টা আগেবাংলাদেশে আসার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিজেই নিশ্চিত করেছেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর। গতকাল বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে বাংলাদেশে আসার খবর জানিয়ে তিনি লেখেন, ‘হাই বাংলাদেশ, শিগগিরই দেখা হবে।’
১৩ ঘণ্টা আগে