পারিবারিক গল্পের সঙ্গে খানিকটা কলেজ ক্যাম্পাসের মিশেল। এ নিয়েই জি বাংলায় আসছে নতুন সিরিয়াল ‘পরিণীতা’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের সঙ্গে এর কোনো যোগ নেই। গল্পের কেন্দ্রে আছে পারুল নামের এক কিশোরী।
গ্রামের মেয়ে পারুলের বিয়ে হয়েছে শহরে। সেখানকার এক কলেজে ভর্তি হয়েছে। অন্যদের তুলনায় সে যথেষ্ট মেধাবী। কিন্তু একটাই সমস্যা তার—কথা বলে আঞ্চলিক টানে। এ কারণে স্বামী তাকে অবহেলা করে। বাড়িতে সবার সামনে অপমান করে। পরিণীতা সিরিয়ালে পারুল চরিত্রে অভিনয় করেছেন ঈশানি। এ সিরিয়াল দিয়েই অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর।
পরিণীতার ট্রেলারে দেখা যায়, কলেজ ক্যাম্পাসে চলছে নবীনবরণ অনুষ্ঠান। সেখানে সুন্দরী শিরিনকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয় অনেকে। এরই মধ্যে দামি বাইক চালিয়ে ক্যাম্পাসে আসে রায়ান। তাকে নিয়ে হুলুস্থুল পড়ে যায় ছাত্রীদের মধ্যে। অনুষ্ঠানে পারুল নিজের পরিচয় দিতেই সবাই হাসাহাসি করে। কারও মন্তব্য, ‘এইভাবে কথা বলো তুমি!’ কেউ বলে, ‘এখানে তো এক দিনও টিকতে পারবে না তুমি।’
তবে তাদের কথায় দমে না গিয়ে ‘হুঁকোমুখো হ্যাংলা’ গানটি শুনিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় পারুল। পরক্ষণেই জানা যায়, সে মূলত রায়ানের স্ত্রী। বাড়িতে রায়ান তাকে অপমান করলে পরিবারের অন্যরা পারুলের পাশে দাঁড়ায়। তাকে আশ্বাস দেয়। এতে আরও আছেন উদয় প্রতাপ সিং ও সুরভি মল্লিক। ১১ নভেম্বর থেকে বাংলাদেশ সময় প্রতিদিন রাত সাড়ে ৮টায় দেখা যাবে পরিণীতা।
পারিবারিক গল্পের সঙ্গে খানিকটা কলেজ ক্যাম্পাসের মিশেল। এ নিয়েই জি বাংলায় আসছে নতুন সিরিয়াল ‘পরিণীতা’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের সঙ্গে এর কোনো যোগ নেই। গল্পের কেন্দ্রে আছে পারুল নামের এক কিশোরী।
গ্রামের মেয়ে পারুলের বিয়ে হয়েছে শহরে। সেখানকার এক কলেজে ভর্তি হয়েছে। অন্যদের তুলনায় সে যথেষ্ট মেধাবী। কিন্তু একটাই সমস্যা তার—কথা বলে আঞ্চলিক টানে। এ কারণে স্বামী তাকে অবহেলা করে। বাড়িতে সবার সামনে অপমান করে। পরিণীতা সিরিয়ালে পারুল চরিত্রে অভিনয় করেছেন ঈশানি। এ সিরিয়াল দিয়েই অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর।
পরিণীতার ট্রেলারে দেখা যায়, কলেজ ক্যাম্পাসে চলছে নবীনবরণ অনুষ্ঠান। সেখানে সুন্দরী শিরিনকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয় অনেকে। এরই মধ্যে দামি বাইক চালিয়ে ক্যাম্পাসে আসে রায়ান। তাকে নিয়ে হুলুস্থুল পড়ে যায় ছাত্রীদের মধ্যে। অনুষ্ঠানে পারুল নিজের পরিচয় দিতেই সবাই হাসাহাসি করে। কারও মন্তব্য, ‘এইভাবে কথা বলো তুমি!’ কেউ বলে, ‘এখানে তো এক দিনও টিকতে পারবে না তুমি।’
তবে তাদের কথায় দমে না গিয়ে ‘হুঁকোমুখো হ্যাংলা’ গানটি শুনিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় পারুল। পরক্ষণেই জানা যায়, সে মূলত রায়ানের স্ত্রী। বাড়িতে রায়ান তাকে অপমান করলে পরিবারের অন্যরা পারুলের পাশে দাঁড়ায়। তাকে আশ্বাস দেয়। এতে আরও আছেন উদয় প্রতাপ সিং ও সুরভি মল্লিক। ১১ নভেম্বর থেকে বাংলাদেশ সময় প্রতিদিন রাত সাড়ে ৮টায় দেখা যাবে পরিণীতা।
সাত মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে ৫ আগস্ট দেশে ফেরেন অভিনেতা অপূর্ব। ঘুম থেকে জেগে বাবাকে দেখে অবাক হয়ে যায় অপূর্বর ছেলে আয়াশ! আনন্দে কেঁদে ফেলে। এমন ভিডিও প্রকাশের পর নেতিবাচক মন্তব্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
২ ঘণ্টা আগে৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এ উপলক্ষে আজ ৮ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে নাটক ‘জয়া’। নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি সিনহা।
৭ ঘণ্টা আগে‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’-প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার পঞ্চম আসর। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকেরা।
৯ ঘণ্টা আগেকানাডার সারেতে জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার সদ্য চালু হওয়া ‘ক্যাপস ক্যাফে’তে এক মাসের মধ্যে দ্বিতীয়বার গুলি ঘটনা ঘটল। এই হামলার দায় স্বীকার করেছে গুরপ্রীত সিং ওরফে গোল্ডি ধিলন এবং লরেন্স বিষ্ণোই গ্যাং। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এই হামলার দায় স্বীকার করেছে।
১০ ঘণ্টা আগে