পূজার গান গাইলেন তাঁরা
এবার পূজায় প্রকাশিত হয়েছে বৈচিত্র্যময় গান। বাংলাদেশ ও ভারতের ১০ শিল্পী এক হয়ে গেয়েছেন ‘জয় দুর্গা মা’। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী, পিন্টু ঘোষ, চন্দন সিনহা, অবন্তী সিঁথি, সুকন্যা মজুমদার, কিশোর দাস, কেশব রায় চৌধুরী ও বাঁধন সরকার পূজা।