Ajker Patrika

চার শিল্পীর এক গান

চার শিল্পীর এক গান

শুরু হয়ে গেছে দুর্গাপূজার আমেজ। উৎসবপ্রিয় বাঙালির মনে শারদীয় আনন্দ। প্রবাসীদেরও মন কাঁদে পরিবারের কাছে ফিরতে। কিন্তু প্রতিবছর হয়তো তা সম্ভব হয় না। তার ওপর মহামারির ছোবল তো আছেই।

উৎসববঞ্চিত প্রবাসী বাঙালির কথা ভেবে অম্বরিশ মজুমদার লিখেছেন পূজার গান। রাতুল শঙ্করের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার জনপ্রিয় চার শিল্পী রূপঙ্কর বাগচী, অনুপম রায়, ইমন চক্রবর্তী ও লগ্নজিতা চক্রবর্তী।

পূজার এই গান নিয়ে সুরকার রাতুল শঙ্কর বলেন, ‘ছোটবেলা থেকেই পৃথিবীর নানা জায়গায় ঘুরেছি। তাই ঘরে না-ফিরতে পারার কষ্টটা বুঝতে পারি। এই গানের সুরেও বিষণ্নতা রেখেছি। আর পাঁচটা পূজার গান থেকে এটি অনেকটাই আলাদা। রূপঙ্কর, অনুপম, ইমন, লগ্নজিতারা সবাই আমার খুব প্রিয় মানুষ। সবার সঙ্গে কাজ করে খুব আনন্দ পেয়েছি।’

বন্ধু রাতুলের সঙ্গে কাজ করে ভীষণ খুশি অনুপম রায়। তিনি বলেছেন, ‘প্রতিবছর পূজায় নতুন গান গাই। কিন্তু এবারের গানটা আমার কাছে বিশেষ কিছু। পূজায় ঘরে ফেরার যে টান, শিকড়ে ফেরার যে টান; তা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে গানের মধ্যে।’

ইমন চক্রবর্তী বলেন, ‘আমি ছাড়া বাকি যাঁরা গান গেয়েছেন, প্রত্যেকেই গুণী শিল্পী। সবাই মিলে একসঙ্গে গাইতে পেরে পুজোর আনন্দটাই বেড়ে গেছে বহুগুণ। কাজটি করতে পেরে খুব ভালো লেগেছে।’

পূজার এ গানটি তৈরির উদ্যোগ নিয়েছে সৃজন রিয়েলিটি। এরই মধ্যে গানটি প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। গানের ভিডিওতে অংশ নিয়েছেন এই চার শিল্পী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

যশোরে জামায়াত আমিরের মেয়ে নাগরিক ঐক্যের সদস্যসচিব

ভারতে গ্রেপ্তার পুলিশের এএসপি আরিফুজ্জামানের ১৪ দিনের জেল হেফাজত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত