শুরু হয়ে গেছে দুর্গাপূজার আমেজ। উৎসবপ্রিয় বাঙালির মনে শারদীয় আনন্দ। প্রবাসীদেরও মন কাঁদে পরিবারের কাছে ফিরতে। কিন্তু প্রতিবছর হয়তো তা সম্ভব হয় না। তার ওপর মহামারির ছোবল তো আছেই।
উৎসববঞ্চিত প্রবাসী বাঙালির কথা ভেবে অম্বরিশ মজুমদার লিখেছেন পূজার গান। রাতুল শঙ্করের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার জনপ্রিয় চার শিল্পী রূপঙ্কর বাগচী, অনুপম রায়, ইমন চক্রবর্তী ও লগ্নজিতা চক্রবর্তী।
পূজার এই গান নিয়ে সুরকার রাতুল শঙ্কর বলেন, ‘ছোটবেলা থেকেই পৃথিবীর নানা জায়গায় ঘুরেছি। তাই ঘরে না-ফিরতে পারার কষ্টটা বুঝতে পারি। এই গানের সুরেও বিষণ্নতা রেখেছি। আর পাঁচটা পূজার গান থেকে এটি অনেকটাই আলাদা। রূপঙ্কর, অনুপম, ইমন, লগ্নজিতারা সবাই আমার খুব প্রিয় মানুষ। সবার সঙ্গে কাজ করে খুব আনন্দ পেয়েছি।’
বন্ধু রাতুলের সঙ্গে কাজ করে ভীষণ খুশি অনুপম রায়। তিনি বলেছেন, ‘প্রতিবছর পূজায় নতুন গান গাই। কিন্তু এবারের গানটা আমার কাছে বিশেষ কিছু। পূজায় ঘরে ফেরার যে টান, শিকড়ে ফেরার যে টান; তা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে গানের মধ্যে।’
ইমন চক্রবর্তী বলেন, ‘আমি ছাড়া বাকি যাঁরা গান গেয়েছেন, প্রত্যেকেই গুণী শিল্পী। সবাই মিলে একসঙ্গে গাইতে পেরে পুজোর আনন্দটাই বেড়ে গেছে বহুগুণ। কাজটি করতে পেরে খুব ভালো লেগেছে।’
পূজার এ গানটি তৈরির উদ্যোগ নিয়েছে সৃজন রিয়েলিটি। এরই মধ্যে গানটি প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। গানের ভিডিওতে অংশ নিয়েছেন এই চার শিল্পী।
শুরু হয়ে গেছে দুর্গাপূজার আমেজ। উৎসবপ্রিয় বাঙালির মনে শারদীয় আনন্দ। প্রবাসীদেরও মন কাঁদে পরিবারের কাছে ফিরতে। কিন্তু প্রতিবছর হয়তো তা সম্ভব হয় না। তার ওপর মহামারির ছোবল তো আছেই।
উৎসববঞ্চিত প্রবাসী বাঙালির কথা ভেবে অম্বরিশ মজুমদার লিখেছেন পূজার গান। রাতুল শঙ্করের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার জনপ্রিয় চার শিল্পী রূপঙ্কর বাগচী, অনুপম রায়, ইমন চক্রবর্তী ও লগ্নজিতা চক্রবর্তী।
পূজার এই গান নিয়ে সুরকার রাতুল শঙ্কর বলেন, ‘ছোটবেলা থেকেই পৃথিবীর নানা জায়গায় ঘুরেছি। তাই ঘরে না-ফিরতে পারার কষ্টটা বুঝতে পারি। এই গানের সুরেও বিষণ্নতা রেখেছি। আর পাঁচটা পূজার গান থেকে এটি অনেকটাই আলাদা। রূপঙ্কর, অনুপম, ইমন, লগ্নজিতারা সবাই আমার খুব প্রিয় মানুষ। সবার সঙ্গে কাজ করে খুব আনন্দ পেয়েছি।’
বন্ধু রাতুলের সঙ্গে কাজ করে ভীষণ খুশি অনুপম রায়। তিনি বলেছেন, ‘প্রতিবছর পূজায় নতুন গান গাই। কিন্তু এবারের গানটা আমার কাছে বিশেষ কিছু। পূজায় ঘরে ফেরার যে টান, শিকড়ে ফেরার যে টান; তা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে গানের মধ্যে।’
ইমন চক্রবর্তী বলেন, ‘আমি ছাড়া বাকি যাঁরা গান গেয়েছেন, প্রত্যেকেই গুণী শিল্পী। সবাই মিলে একসঙ্গে গাইতে পেরে পুজোর আনন্দটাই বেড়ে গেছে বহুগুণ। কাজটি করতে পেরে খুব ভালো লেগেছে।’
পূজার এ গানটি তৈরির উদ্যোগ নিয়েছে সৃজন রিয়েলিটি। এরই মধ্যে গানটি প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। গানের ভিডিওতে অংশ নিয়েছেন এই চার শিল্পী।
ঈদ ছাড়া এখন সিনেমা মুক্তি দেওয়ার সাহস করেন না নির্মাতারা। তাই ঈদ ছাড়া বছরের বাকি সময়টা বন্ধ থাকে বেশির ভাগ হল। আর চালু থাকা হলগুলোর ভরসা পুরোনো সিনেমা। গত কোরবানির ঈদ উপলক্ষে ৭ জুন মুক্তি পেয়েছিল ছয়টি সিনেমা। পরের তিন মাসে আলোর মুখ দেখেছে মাত্র চারটি সিনেমা।
১ ঘণ্টা আগেজাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ও টেলিফিল্ম। ফিরোজ আহমেদ বানিয়েছেন নাটক ‘আলেয়া’ এবং ‘প্রিয় এমন রাত’ নামের টেলিফিল্ম পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার।
১ ঘণ্টা আগেখুরশীদ আলম ও লীনু বিল্লাহ—দুজনই পেশাদার শিল্পী। দুজনেরই রয়েছে দীর্ঘ সংগীত ক্যারিয়ার। গত মাসে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তাঁরা জানান, ভালো বন্ধু হলেও দীর্ঘ ক্যারিয়ারে একসঙ্গে গান গাওয়া হয়নি তাঁদের। দুজনেরই খুব ইচ্ছা ছিল একসঙ্গে গাওয়ার। এখনো সেই স্বপ্ন লালন করেন তাঁরা।
১ ঘণ্টা আগেমালয়ালম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শন আশির দশকে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। শুধু মালয়ালম নয়; হিন্দি, তামিল, তেলুগু ভাষায়ও সিনেমা বানিয়েছেন তিনি। সব মিলিয়ে তাঁর নির্মিত সিনেমার সংখ্যা ৯৮টি।
১ ঘণ্টা আগে