Ajker Patrika

রশিদ খানকে খুনের হুমকি

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৫: ৪০
রশিদ খানকে খুনের হুমকি

সংগীতশিল্পী রশিদ খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ৫০ লাখ টাকা না পেলে রশিদ খানকে খুন করা হবে এমন হুমকি দেওয়া হয়। বাড়ির বাইরে নাকি বসানো আছে স্নাইপার রাইফেল, তেমন হুমকিও দেওয়া হয়। ঘটনাটি ঘটিয়েছে তাঁরই দুই কর্মচারী অবিনাশ ও দীপক। তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। শোনা যাচ্ছে, অবিনাশ নাকি রশিদ খানের গাড়ির চালক। দীপক নাকি তাঁরই অফিসের কর্মচারী।

রশিদ খান ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘‘দীপক নামের যে ছেলেটি ধরা পড়েছে, সে মাত্র সাত দিন আমাদের এখানে কাজ করেছে। তবে ও-ই যে কাজটা করেছে, সেটা আমাদের সন্দেহ হয়েছিল। ও পয়সাকে ‘পাসা’ লেখে। হোয়াটসঅ্যাপে বারবার ‘পাসা’ লিখছিল। সেখান থেকেই আমরা ধরতে পারি কাজটা ও-ই করেছে। আসলে আমার বড় মেয়ে সুয়ার প্রথমে খটকা লাগে। তারপর পুলিশকে ক্লু দেয়। সেই ক্লু পেয়েই পুলিশ দীপককে ধরে।”

রশিদ বলেন, ‘আমাদের বিশ্বাস, টাকার জন্য দীপক ও ড্রাইভার কাজটি করেছে। আমরা ভাবতেই পারছি না এরকমটা হতে পারে। আসলে এসব ঘটনা মুম্বাই ইন্ডাস্ট্রিতে বেশি ঘটে। কলকাতায়ও যে এরকমটা হতে পারে আমাদের ভাবনার অতীত ছিল।”

ধ্রুপদী সংগীতশিল্পী হিসেবেই বিখ্যাত ওস্তাদ রশিদ খান। ধ্রুপদী সংগীত ছাড়াও বাংলা থেকে হিন্দি, বহু সিনেমায়ও শোনা গেছে রশিদ খানের গান। ‘মাই নেম ইজ খান’ থেকে ‘যাব উই মেট’—বহু সিনেমায় গেয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত