সংগীতশিল্পী রশিদ খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ৫০ লাখ টাকা না পেলে রশিদ খানকে খুন করা হবে এমন হুমকি দেওয়া হয়। বাড়ির বাইরে নাকি বসানো আছে স্নাইপার রাইফেল, তেমন হুমকিও দেওয়া হয়। ঘটনাটি ঘটিয়েছে তাঁরই দুই কর্মচারী অবিনাশ ও দীপক। তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। শোনা যাচ্ছে, অবিনাশ নাকি রশিদ খানের গাড়ির চালক। দীপক নাকি তাঁরই অফিসের কর্মচারী।
রশিদ খান ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘‘দীপক নামের যে ছেলেটি ধরা পড়েছে, সে মাত্র সাত দিন আমাদের এখানে কাজ করেছে। তবে ও-ই যে কাজটা করেছে, সেটা আমাদের সন্দেহ হয়েছিল। ও পয়সাকে ‘পাসা’ লেখে। হোয়াটসঅ্যাপে বারবার ‘পাসা’ লিখছিল। সেখান থেকেই আমরা ধরতে পারি কাজটা ও-ই করেছে। আসলে আমার বড় মেয়ে সুয়ার প্রথমে খটকা লাগে। তারপর পুলিশকে ক্লু দেয়। সেই ক্লু পেয়েই পুলিশ দীপককে ধরে।”
রশিদ বলেন, ‘আমাদের বিশ্বাস, টাকার জন্য দীপক ও ড্রাইভার কাজটি করেছে। আমরা ভাবতেই পারছি না এরকমটা হতে পারে। আসলে এসব ঘটনা মুম্বাই ইন্ডাস্ট্রিতে বেশি ঘটে। কলকাতায়ও যে এরকমটা হতে পারে আমাদের ভাবনার অতীত ছিল।”
ধ্রুপদী সংগীতশিল্পী হিসেবেই বিখ্যাত ওস্তাদ রশিদ খান। ধ্রুপদী সংগীত ছাড়াও বাংলা থেকে হিন্দি, বহু সিনেমায়ও শোনা গেছে রশিদ খানের গান। ‘মাই নেম ইজ খান’ থেকে ‘যাব উই মেট’—বহু সিনেমায় গেয়েছেন তিনি।
সংগীতশিল্পী রশিদ খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ৫০ লাখ টাকা না পেলে রশিদ খানকে খুন করা হবে এমন হুমকি দেওয়া হয়। বাড়ির বাইরে নাকি বসানো আছে স্নাইপার রাইফেল, তেমন হুমকিও দেওয়া হয়। ঘটনাটি ঘটিয়েছে তাঁরই দুই কর্মচারী অবিনাশ ও দীপক। তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। শোনা যাচ্ছে, অবিনাশ নাকি রশিদ খানের গাড়ির চালক। দীপক নাকি তাঁরই অফিসের কর্মচারী।
রশিদ খান ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘‘দীপক নামের যে ছেলেটি ধরা পড়েছে, সে মাত্র সাত দিন আমাদের এখানে কাজ করেছে। তবে ও-ই যে কাজটা করেছে, সেটা আমাদের সন্দেহ হয়েছিল। ও পয়সাকে ‘পাসা’ লেখে। হোয়াটসঅ্যাপে বারবার ‘পাসা’ লিখছিল। সেখান থেকেই আমরা ধরতে পারি কাজটা ও-ই করেছে। আসলে আমার বড় মেয়ে সুয়ার প্রথমে খটকা লাগে। তারপর পুলিশকে ক্লু দেয়। সেই ক্লু পেয়েই পুলিশ দীপককে ধরে।”
রশিদ বলেন, ‘আমাদের বিশ্বাস, টাকার জন্য দীপক ও ড্রাইভার কাজটি করেছে। আমরা ভাবতেই পারছি না এরকমটা হতে পারে। আসলে এসব ঘটনা মুম্বাই ইন্ডাস্ট্রিতে বেশি ঘটে। কলকাতায়ও যে এরকমটা হতে পারে আমাদের ভাবনার অতীত ছিল।”
ধ্রুপদী সংগীতশিল্পী হিসেবেই বিখ্যাত ওস্তাদ রশিদ খান। ধ্রুপদী সংগীত ছাড়াও বাংলা থেকে হিন্দি, বহু সিনেমায়ও শোনা গেছে রশিদ খানের গান। ‘মাই নেম ইজ খান’ থেকে ‘যাব উই মেট’—বহু সিনেমায় গেয়েছেন তিনি।
নব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
২৭ মিনিট আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
৩ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
৩ ঘণ্টা আগেগত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
৪ ঘণ্টা আগে