এবার পূজায় প্রকাশিত হয়েছে বৈচিত্র্যময় গান। বাংলাদেশ ও ভারতের ১০ শিল্পী এক হয়ে গেয়েছেন ‘জয় দুর্গা মা’। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী, পিন্টু ঘোষ, চন্দন সিনহা, অবন্তী সিঁথি, সুকন্যা মজুমদার, কিশোর দাস, কেশব রায় চৌধুরী ও বাঁধন সরকার পূজা। গানটি প্রকাশ করেছে গানছবি এন্টারটেইনমেন্ট। নিজের ইউটিউব চ্যানেলে সমরজিৎ রায় প্রকাশ করেছেন দুটি গান। ‘শরৎ প্রভাতে’ ও ‘পুজোর ঢাক’ শিরোনামের দুটি গানের সংগীত পরিচালকও তিনি। একটি গানে তাঁর সহশিল্পী প্রিয়াংকা গোপ ও অন্যটিতে পুণম প্রিয়াম।
ভিন্নধর্মী আয়োজন নিয়ে এসেছেন সন্দীপন, সুমন কল্যাণ ও মৌমিতা। তাঁদের ‘জয় মা’ শিরোনামের একটি ইনস্ট্রুমেন্টাল প্রকাশ করেছে জি সিরিজ। সার্বিক পরিকল্পনা ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
নয় বছরের সংগীতজীবনে এই প্রথম পূজার গান গাইলেন তরুণ সংগীতশিল্পী কর্নিয়া। ‘জয় দুর্গা মা-এর জয়’ শিরোনামের এই গানে আরও কণ্ঠ দিয়েছেন হৈমন্তী রক্ষিত, স্বপ্নিল সজীব ও বিপ্লব সাহা। বিপ্লব সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি। প্রথমবার পূজার গান গাইলেন সিঁথি সাহাও। ‘গড়েছি মা’ শিরোনামের গানটি প্রকাশ হয়েছে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে। কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা নিজের চ্যানেলে প্রকাশ করেছেন ‘আসছে মা দুর্গা’ শিরোনামের গান। উত্তমকুমার রায় গেয়েছেন ‘জাগো মা’।
পূজা উপলক্ষে তিনটি করে গানে কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি ও জয়।
এবার পূজায় প্রকাশিত হয়েছে বৈচিত্র্যময় গান। বাংলাদেশ ও ভারতের ১০ শিল্পী এক হয়ে গেয়েছেন ‘জয় দুর্গা মা’। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী, পিন্টু ঘোষ, চন্দন সিনহা, অবন্তী সিঁথি, সুকন্যা মজুমদার, কিশোর দাস, কেশব রায় চৌধুরী ও বাঁধন সরকার পূজা। গানটি প্রকাশ করেছে গানছবি এন্টারটেইনমেন্ট। নিজের ইউটিউব চ্যানেলে সমরজিৎ রায় প্রকাশ করেছেন দুটি গান। ‘শরৎ প্রভাতে’ ও ‘পুজোর ঢাক’ শিরোনামের দুটি গানের সংগীত পরিচালকও তিনি। একটি গানে তাঁর সহশিল্পী প্রিয়াংকা গোপ ও অন্যটিতে পুণম প্রিয়াম।
ভিন্নধর্মী আয়োজন নিয়ে এসেছেন সন্দীপন, সুমন কল্যাণ ও মৌমিতা। তাঁদের ‘জয় মা’ শিরোনামের একটি ইনস্ট্রুমেন্টাল প্রকাশ করেছে জি সিরিজ। সার্বিক পরিকল্পনা ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
নয় বছরের সংগীতজীবনে এই প্রথম পূজার গান গাইলেন তরুণ সংগীতশিল্পী কর্নিয়া। ‘জয় দুর্গা মা-এর জয়’ শিরোনামের এই গানে আরও কণ্ঠ দিয়েছেন হৈমন্তী রক্ষিত, স্বপ্নিল সজীব ও বিপ্লব সাহা। বিপ্লব সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি। প্রথমবার পূজার গান গাইলেন সিঁথি সাহাও। ‘গড়েছি মা’ শিরোনামের গানটি প্রকাশ হয়েছে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে। কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা নিজের চ্যানেলে প্রকাশ করেছেন ‘আসছে মা দুর্গা’ শিরোনামের গান। উত্তমকুমার রায় গেয়েছেন ‘জাগো মা’।
পূজা উপলক্ষে তিনটি করে গানে কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি ও জয়।
ঈদ ছাড়া এখন সিনেমা মুক্তি দেওয়ার সাহস করেন না নির্মাতারা। তাই ঈদ ছাড়া বছরের বাকি সময়টা বন্ধ থাকে বেশির ভাগ হল। আর চালু থাকা হলগুলোর ভরসা পুরোনো সিনেমা। গত কোরবানির ঈদ উপলক্ষে ৭ জুন মুক্তি পেয়েছিল ছয়টি সিনেমা। পরের তিন মাসে আলোর মুখ দেখেছে মাত্র চারটি সিনেমা।
১ ঘণ্টা আগেজাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ও টেলিফিল্ম। ফিরোজ আহমেদ বানিয়েছেন নাটক ‘আলেয়া’ এবং ‘প্রিয় এমন রাত’ নামের টেলিফিল্ম পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার।
১ ঘণ্টা আগেখুরশীদ আলম ও লীনু বিল্লাহ—দুজনই পেশাদার শিল্পী। দুজনেরই রয়েছে দীর্ঘ সংগীত ক্যারিয়ার। গত মাসে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তাঁরা জানান, ভালো বন্ধু হলেও দীর্ঘ ক্যারিয়ারে একসঙ্গে গান গাওয়া হয়নি তাঁদের। দুজনেরই খুব ইচ্ছা ছিল একসঙ্গে গাওয়ার। এখনো সেই স্বপ্ন লালন করেন তাঁরা।
১ ঘণ্টা আগেমালয়ালম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শন আশির দশকে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। শুধু মালয়ালম নয়; হিন্দি, তামিল, তেলুগু ভাষায়ও সিনেমা বানিয়েছেন তিনি। সব মিলিয়ে তাঁর নির্মিত সিনেমার সংখ্যা ৯৮টি।
১ ঘণ্টা আগে