সঙ্গীতশিল্পী সমরজিৎ রায় এর গতকাল (১ আগস্ট) ছিল জন্মদিন। এই দিনেই প্রকাশিত হয়েছে ‘টুপটুপ ভেজা মন’ শিরোনামের একটি মৌলিক গান। উৎপল দাসের কথায় এই গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন সমরজিৎ নিজেই। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু, মিক্সিং ও মাস্টারিং করেছেন গৌতম বসু, শব্দগ্রহণে এ বি লিমন, ভিডিও ধারণে অদ্বিতীয় কাব্য ও প্রসেনজিৎ এবং ভিডিও সম্পাদনা করেছেন মুম্বাইয়ের প্রেম প্রকাশ কর্ণ। গানটি প্রকাশ হয়েছে সমরজিৎ রায় এর ইউটিউব চ্যানেল (youtube.com/c/SamarjitRoyMusic) এবং তাঁর ভেরিফাইড ফেসবুক পেইজে (facebook.com/samarjitroy.music)।
নতুন এই গানটি সম্পর্কে সমরজিৎ বলেন, ‘বৃষ্টি মানেই আমার কাছে অন্যকিছু। বৃষ্টি এবং গানের মধ্যে কেমন যেন অদ্ভুত অনুভূতির একটা সম্পর্ক রয়েছে। ঝুম বৃষ্টিতে জানালার পাশে দাঁড়ালে যখন বৃষ্টির ঝাপটা এসে চোখ মুখ ছুঁয়ে যায়, পৃথিবীতেই যেন স্বর্গসুখের অনুভূতি হয় তখন। কিছু গানের প্রতি অনেক সময় শিল্পীর বিশেষ দূর্বলতা জন্মে যায়। বৃষ্টির এই গানটিও আমার ভালো লাগার তেমনই একটি গান যা শ্রোতাদের মনে অনেক আনন্দ দেবে বলেই আমার বিশ্বাস। ইতিমধ্যেই বেশ সাড়া পাচ্ছি।’
গানটি সম্পর্কে কিংবদন্তি সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ বলেন,"সমরজিৎ এর গায়ন শৈলীতেই বোঝা যায় গানের প্রতি তার নিষ্ঠা, অনুশীলন ও অধ্যবসায়ের গভীরতা। "টুপটুপ ভেজা মন" গানটি রেকর্ড করার পরই সে আমাকে পাঠিয়েছিল। কথা, গায়কী, সুর ও সঙ্গীতায়োজন মিলিয়ে অসাধারণ বৃষ্টির এই গানটি সবার ভালো লাগবেই। গতকাল ছিল সমরের জন্মদিন। ওর জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ। বাংলা গানের যোগ্য প্রতিনিধি হিসেবে তার প্রচেষ্টা ও অবদান অটুট থাকুক এবং তার স্বপ্ন ও প্রত্যাশা এক বিন্দুতে মিলিত হোক।’
উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা বলেন,‘সমরজিৎ আমার ভীষণ স্নেহের এবং পছন্দের পাত্র। ওর নতুন গান "টুপটুপ ভেজা মন" শুনে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। যেমন কথা, ঠিক তেমনি তার অসাধারণ গায়কী, সুর আর সঙ্গীতায়োজনের মাধ্যমে গানটির সঠিক মর্যাদা দিয়েছে সে। সমরজিৎ ভীষণ ভালো গান করে, গান সম্পর্কে অনেক জ্ঞান আছে ওর এবং সেই জ্ঞানকে ও সঠিক জায়গায় কাজে লাগায়। এতোদিনের অভিজ্ঞতা থেকেই বলছি, এই গানটি শ্রোতারা একবার শুনলেই খুব পছন্দ করবেন এটাই আমার বিশ্বাস। সমরজিতের আরো ভালো হোক এই কামনা করি। অনেক অনেক আশীর্বাদ জানাই।"
শাকিব খান অভিনীত নতুন বাংলা ছবি "অন্তরাত্মা" তে সহশিল্পী ন্যান্সির সঙ্গে সম্প্রতি একটি দ্বৈত কন্ঠের গানে প্লেব্যাক করেছেন সমরজিৎ। উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা এবং সমরজিৎ রায় এর যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে অনলাইন ভিত্তিক সঙ্গীত পাঠশালা ‘সুরছায়া’।
গানটির ভিডিও লিংক:
সঙ্গীতশিল্পী সমরজিৎ রায় এর গতকাল (১ আগস্ট) ছিল জন্মদিন। এই দিনেই প্রকাশিত হয়েছে ‘টুপটুপ ভেজা মন’ শিরোনামের একটি মৌলিক গান। উৎপল দাসের কথায় এই গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন সমরজিৎ নিজেই। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু, মিক্সিং ও মাস্টারিং করেছেন গৌতম বসু, শব্দগ্রহণে এ বি লিমন, ভিডিও ধারণে অদ্বিতীয় কাব্য ও প্রসেনজিৎ এবং ভিডিও সম্পাদনা করেছেন মুম্বাইয়ের প্রেম প্রকাশ কর্ণ। গানটি প্রকাশ হয়েছে সমরজিৎ রায় এর ইউটিউব চ্যানেল (youtube.com/c/SamarjitRoyMusic) এবং তাঁর ভেরিফাইড ফেসবুক পেইজে (facebook.com/samarjitroy.music)।
নতুন এই গানটি সম্পর্কে সমরজিৎ বলেন, ‘বৃষ্টি মানেই আমার কাছে অন্যকিছু। বৃষ্টি এবং গানের মধ্যে কেমন যেন অদ্ভুত অনুভূতির একটা সম্পর্ক রয়েছে। ঝুম বৃষ্টিতে জানালার পাশে দাঁড়ালে যখন বৃষ্টির ঝাপটা এসে চোখ মুখ ছুঁয়ে যায়, পৃথিবীতেই যেন স্বর্গসুখের অনুভূতি হয় তখন। কিছু গানের প্রতি অনেক সময় শিল্পীর বিশেষ দূর্বলতা জন্মে যায়। বৃষ্টির এই গানটিও আমার ভালো লাগার তেমনই একটি গান যা শ্রোতাদের মনে অনেক আনন্দ দেবে বলেই আমার বিশ্বাস। ইতিমধ্যেই বেশ সাড়া পাচ্ছি।’
গানটি সম্পর্কে কিংবদন্তি সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ বলেন,"সমরজিৎ এর গায়ন শৈলীতেই বোঝা যায় গানের প্রতি তার নিষ্ঠা, অনুশীলন ও অধ্যবসায়ের গভীরতা। "টুপটুপ ভেজা মন" গানটি রেকর্ড করার পরই সে আমাকে পাঠিয়েছিল। কথা, গায়কী, সুর ও সঙ্গীতায়োজন মিলিয়ে অসাধারণ বৃষ্টির এই গানটি সবার ভালো লাগবেই। গতকাল ছিল সমরের জন্মদিন। ওর জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ। বাংলা গানের যোগ্য প্রতিনিধি হিসেবে তার প্রচেষ্টা ও অবদান অটুট থাকুক এবং তার স্বপ্ন ও প্রত্যাশা এক বিন্দুতে মিলিত হোক।’
উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা বলেন,‘সমরজিৎ আমার ভীষণ স্নেহের এবং পছন্দের পাত্র। ওর নতুন গান "টুপটুপ ভেজা মন" শুনে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। যেমন কথা, ঠিক তেমনি তার অসাধারণ গায়কী, সুর আর সঙ্গীতায়োজনের মাধ্যমে গানটির সঠিক মর্যাদা দিয়েছে সে। সমরজিৎ ভীষণ ভালো গান করে, গান সম্পর্কে অনেক জ্ঞান আছে ওর এবং সেই জ্ঞানকে ও সঠিক জায়গায় কাজে লাগায়। এতোদিনের অভিজ্ঞতা থেকেই বলছি, এই গানটি শ্রোতারা একবার শুনলেই খুব পছন্দ করবেন এটাই আমার বিশ্বাস। সমরজিতের আরো ভালো হোক এই কামনা করি। অনেক অনেক আশীর্বাদ জানাই।"
শাকিব খান অভিনীত নতুন বাংলা ছবি "অন্তরাত্মা" তে সহশিল্পী ন্যান্সির সঙ্গে সম্প্রতি একটি দ্বৈত কন্ঠের গানে প্লেব্যাক করেছেন সমরজিৎ। উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা এবং সমরজিৎ রায় এর যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে অনলাইন ভিত্তিক সঙ্গীত পাঠশালা ‘সুরছায়া’।
গানটির ভিডিও লিংক:
তিনি আগে কখনোই ঢাকায় আসেননি। বান্দরবানে যেখানে ওনার বাড়ি সেখান থেকে বান্দরবান শহরে আসতেও প্রায় এক দিন লাগে। ওনার বয়স ৬০-এর বেশি। তাঁকে ঢাকায় নিয়ে এসেছিলেন তাঁর মেয়ে। তিনিও প্রথম ঢাকায় এলেন। মণিপুরি ঢোলের পুং গ্রুপটার খবর দিয়েছে আমার স্ত্রী।
২ ঘণ্টা আগেঋতুপর্ণা সেনগুপ্তর নতুন সিনেমা ‘বেলা’। বেলা দের এই বায়োপিকে ঋতুপর্ণা অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। কে এই বেলা দে? আকাশবাণী কলকাতার বিশিষ্ট সঞ্চালিকা, নির্দেশক ও লেখিকা। হাজারো নারীর অনুপ্রেরণা তিনি। বাঙালি নারীদের স্বাধীনতা আর স্বীকৃতির জন্য যাঁরা লড়াই করেছেন, তাঁদের মধ্যে একেবারে প্রথম সারির
২ ঘণ্টা আগেপারিবারিক সম্পর্কের ভাঙাগড়া, ভালোবাসা আর ত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘দেয়াল’। শফিক রিয়ানের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ, নওবা তাহিয়া, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু প্রমুখ। আনিসুর রহমান রাজীব বলেন, ‘গল্পটা একেবারেই আমাদের চার
৩ ঘণ্টা আগেতিন বছর পর ওয়েব সিরিজ নিয়ে ওটিটিতে ফিরছেন আফরান নিশো। অভিনয় করেছেন ভিকি জাহেদের পরিচালনায় ‘আকা’ সিরিজে। এতে নিশোর সঙ্গী হয়েছেন মাসুমা রহমান নাবিলা।
১৩ ঘণ্টা আগে