বিনোদন প্রতিবেদক, ঢাকা
জুলাই আন্দোলনে অনুপ্রাণিত হয়ে নতুন গান উপহার দিলেন কণ্ঠশিল্পী সায়েরা রেজা। গানের শিরোনাম ‘বেলা চাও, আলো দাও’। আদিব কবিরের সংগীত আয়োজনে গানটির কথা লিখেছেন কাজী জহিরুল ইসলাম। এরই মধ্যে গানটি ইউটিউব, স্পটিফাই, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
বেলা চাও, আলো দাও গান প্রসঙ্গে শিল্পী সায়েরা রেজা বলেন, ‘গানের কথায় বিপ্লবী ভাবাবেগ ও বর্তমান সময়ে জনমনের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। ঐক্য, মানবতা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং আলোর পথে বাংলাদেশের এগিয়ে যাওয়ার দৃঢ়প্রত্যয় উচ্চারিত হয়েছে। গানটি মূলত “বেলা চাও” গানের সংমিশ্রণে ফিউশন করা হয়েছে। চেষ্টা ছিল গানটিতে নব জাগরণ ও জাতীয় সংহতির চেতনাকে ফুটিয়ে তুলতে।’
বেলা চাও মূলত একটি প্রতিবাদী ও বিপ্লবী গান। উনিশ শতকে ইতালির নারী শ্রমিকেরা তাঁদের স্বল্প মজুরি, দীর্ঘ সময় ধরে কাজ করানোসহ নানা অসংগতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ গানটি প্রথম গেয়েছিলেন। ইতালিয়ান ভাষায় ‘বেলা’ শব্দের অর্থ সুন্দরী, ‘চাও’ শব্দের অর্থ বিদায়। পরবর্তী সময়ে গানটি ইতালিতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রধান সংগীত হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে, হিটলার-মুসোলিনির অত্যাচারের বিরুদ্ধে গানটি ব্যাপকভাবে গাওয়া হয়। কালক্রমে ‘বেলা চাও’ হয়ে ওঠে বিপ্লব ও প্রতিবাদের ভাষা। এটি সারা বিশ্বে ফ্যাসিবাদীর বিরুদ্ধে স্বাধীনতা এবং প্রতিরোধের সংগীত হিসেবে ব্যবহার করা হয়। সম্প্রতি নেটফ্লিক্সে ‘মানি হাইস্ট’ সিরিজে গানটি ব্যবহৃত হলে তা বিশ্বব্যাপী আলোড়ন তোলে। এ পর্যন্ত ৪৮টি ভাষায় এ গানটি করা হয়ে থাকলেও বাংলায় বেলা চাও নিয়ে এটাই প্রথম কোনো গান।
গানে প্রায় তিন দশকের ক্যারিয়ার শিল্পী সায়েরা রেজার। অগ্নিবীণার ব্যানারে ‘সুখের অমিল’, লেজারভিশনের ব্যানারে ‘এক নিশীথে’ এবং গানচিলের ব্যানারে ‘আরবান ফোক’ নামের তিনটি একক অ্যালবাম রয়েছে তাঁর। নোমান রবিন পরিচালিত ‘কমনজেন্ডার’ সিনেমায় তাঁর গাওয়া ‘ওরে সোনা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সায়েরা রেজা থাকেন নিউইয়র্কে। সেখান থেকেই নিয়মিত গান করে যাচ্ছেন তিনি। মূলত ফোক গান করেন। পাঁচ বছর বয়স থেকেই গানের চর্চা শুরু তাঁর। গান শিখেছেন শিল্পী নীনা হামিদ, পিলু মমতাজ এবং ওস্তাদ সমীর চক্রবর্তীর কাছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা আব্বাসউদ্দীন একাডেমি ও দিনা লায়লা মিউজিক একাডেমি থেকে। রপ্ত করেছেন উচ্চাঙ্গ, লালন, রবীন্দ্র, আধুনিক, ফোক, সুফি, পপসহ সংগীতের নানা শাখা। বাংলাদেশ বেতার, বিটিভির তালিকাভুক্ত শিল্পী ছাড়াও চলচ্চিত্রে প্লেব্যাক করেন তিনি।
জুলাই আন্দোলনে অনুপ্রাণিত হয়ে নতুন গান উপহার দিলেন কণ্ঠশিল্পী সায়েরা রেজা। গানের শিরোনাম ‘বেলা চাও, আলো দাও’। আদিব কবিরের সংগীত আয়োজনে গানটির কথা লিখেছেন কাজী জহিরুল ইসলাম। এরই মধ্যে গানটি ইউটিউব, স্পটিফাই, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
বেলা চাও, আলো দাও গান প্রসঙ্গে শিল্পী সায়েরা রেজা বলেন, ‘গানের কথায় বিপ্লবী ভাবাবেগ ও বর্তমান সময়ে জনমনের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। ঐক্য, মানবতা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং আলোর পথে বাংলাদেশের এগিয়ে যাওয়ার দৃঢ়প্রত্যয় উচ্চারিত হয়েছে। গানটি মূলত “বেলা চাও” গানের সংমিশ্রণে ফিউশন করা হয়েছে। চেষ্টা ছিল গানটিতে নব জাগরণ ও জাতীয় সংহতির চেতনাকে ফুটিয়ে তুলতে।’
বেলা চাও মূলত একটি প্রতিবাদী ও বিপ্লবী গান। উনিশ শতকে ইতালির নারী শ্রমিকেরা তাঁদের স্বল্প মজুরি, দীর্ঘ সময় ধরে কাজ করানোসহ নানা অসংগতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ গানটি প্রথম গেয়েছিলেন। ইতালিয়ান ভাষায় ‘বেলা’ শব্দের অর্থ সুন্দরী, ‘চাও’ শব্দের অর্থ বিদায়। পরবর্তী সময়ে গানটি ইতালিতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রধান সংগীত হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে, হিটলার-মুসোলিনির অত্যাচারের বিরুদ্ধে গানটি ব্যাপকভাবে গাওয়া হয়। কালক্রমে ‘বেলা চাও’ হয়ে ওঠে বিপ্লব ও প্রতিবাদের ভাষা। এটি সারা বিশ্বে ফ্যাসিবাদীর বিরুদ্ধে স্বাধীনতা এবং প্রতিরোধের সংগীত হিসেবে ব্যবহার করা হয়। সম্প্রতি নেটফ্লিক্সে ‘মানি হাইস্ট’ সিরিজে গানটি ব্যবহৃত হলে তা বিশ্বব্যাপী আলোড়ন তোলে। এ পর্যন্ত ৪৮টি ভাষায় এ গানটি করা হয়ে থাকলেও বাংলায় বেলা চাও নিয়ে এটাই প্রথম কোনো গান।
গানে প্রায় তিন দশকের ক্যারিয়ার শিল্পী সায়েরা রেজার। অগ্নিবীণার ব্যানারে ‘সুখের অমিল’, লেজারভিশনের ব্যানারে ‘এক নিশীথে’ এবং গানচিলের ব্যানারে ‘আরবান ফোক’ নামের তিনটি একক অ্যালবাম রয়েছে তাঁর। নোমান রবিন পরিচালিত ‘কমনজেন্ডার’ সিনেমায় তাঁর গাওয়া ‘ওরে সোনা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সায়েরা রেজা থাকেন নিউইয়র্কে। সেখান থেকেই নিয়মিত গান করে যাচ্ছেন তিনি। মূলত ফোক গান করেন। পাঁচ বছর বয়স থেকেই গানের চর্চা শুরু তাঁর। গান শিখেছেন শিল্পী নীনা হামিদ, পিলু মমতাজ এবং ওস্তাদ সমীর চক্রবর্তীর কাছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা আব্বাসউদ্দীন একাডেমি ও দিনা লায়লা মিউজিক একাডেমি থেকে। রপ্ত করেছেন উচ্চাঙ্গ, লালন, রবীন্দ্র, আধুনিক, ফোক, সুফি, পপসহ সংগীতের নানা শাখা। বাংলাদেশ বেতার, বিটিভির তালিকাভুক্ত শিল্পী ছাড়াও চলচ্চিত্রে প্লেব্যাক করেন তিনি।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১০ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
২১ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
২১ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
২১ ঘণ্টা আগে