Ajker Patrika

সাগর দেওয়ানের নতুন গান ‘প্রেম সাগর’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
সাগর দেওয়ান। ছবি: সংগৃহীত
সাগর দেওয়ান। ছবি: সংগৃহীত

সংগীত পরিবারে বেড়ে উঠেছেন সাগর দেওয়ান। গানের চর্চাও করে আসছেন ছোটবেলা থেকে। গত বছর কোক স্টুডিও বাংলায় ‘মা লো মা’ গান দিয়ে আলোচনায় আসেন সাগর দেওয়ান। এবার রোজার ঈদ উপলক্ষে তিনি আসছেন নতুন গান নিয়ে।

‘প্রেম সাগর’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন জিসান খান শুভ। সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। কক্সবাজারের বিভিন্ন স্থানে হয়েছে গানের ভিডিওর শুটিং। ভিডিও বানিয়েছেন ফারহান আহমেদ রাফাত। নতুন গানটি নিয়ে সাগর দেওয়ান বলেন, ‘দেওয়ান পরিবারের সন্তান আমি। আমাদের পরিবারে সুফিবাদের চর্চা হয়ে আসছে প্রায় ২০০ বছর ধরে। সুফিবাদ আর বাউলের যে মেলবন্ধন, তা খুব কাছে থেকে দেখেছি। চেষ্টা করছি এই ধারাতেই নিজেকে রাঙাতে। প্রেম সাগর এ ধরনেরই একটি গান। আশা করছি শ্রোতাদের হৃদয় স্পর্শ করবে।’

সাগর দেওয়ানের গানটি প্রকাশ পাবে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে শোনা যাবে গানটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত