নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জনপ্রিয় সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান বলেছেন, ‘যারা কথায় কথায় রাজাকার বলে, তারাই স্বাধীনতা পরিপন্থী।’ নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি চালাবার প্রতিবাদও জানিয়েছেন তিনি। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি।
সায়ান বলেন, ‘রংপুরের যে ছেলেটা মারা গেল, ও নিরস্ত্র ছিল। নিরস্ত্র ছাত্রদের ওপরে আপনি কোনো অবস্থাতেই গুলি চালাতে পারেন না। এর জবাব প্রশাসনকে দিতে হবে। একটা দাবি তুললে, সেটা পছন্দ না হতে পারে, আপনি সেটা নিয়ে বাহাস করেন, আপনি আমাকে কথা বলতে দেবেন না? আমি কথা বললে আপনি গুলি করে মারবেন? ও একটা মায়ের বাচ্চা, ও একটা বোনের ভাই, ওকে আপনি মেরে ফেললেন। এটাকে আপনি স্বাধীনতা বলবেন?’
শিক্ষার্থীদের রাজাকার তকমা দেওয়ার প্রতিবাদ জানিয়ে সায়ান বলেন, ‘এদের জন্মই হয় নাই তখন, এদের আপনারা রাজাকার বলেন। আপনাদের লজ্জা করে না? বাচ্চাগুলোকে এই কথাগুলো বলেন? কিছু একটা অধিকারের কথা বললে আপনারা বলেন রাজাকার। আশ্চর্য কথা! আমার স্বাধীন দেশে আমার ন্যায্য অধিকারের কথা বললে আমার মুখে ছুড়ে মারবেন রাজাকার। এটা কি ফাজলামি। এটা বাংলাদেশ। সাধারণ মানুষ যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে।’
সায়ান আরও বলেন, ‘আপনারা কথায় কথায় যারা রাজাকার শব্দটি ব্যবহার করেন, আপনারা বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী মানুষ। আপনারা বাচ্চাদের কাছে শিখে আসেন, স্বাধীনতা যুদ্ধ কাকে বলে। ওরা করছে সংগ্রাম, ওরা রাস্তায়। আমরা কেউ চাই না, রাষ্ট্র নিপীড়কের হাতে চলে যাক। আমরা কেউ চাই না, রাষ্ট্র নিপীড়ক হয়ে উঠুক।’
আরও খবর পড়ুন:
জনপ্রিয় সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান বলেছেন, ‘যারা কথায় কথায় রাজাকার বলে, তারাই স্বাধীনতা পরিপন্থী।’ নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি চালাবার প্রতিবাদও জানিয়েছেন তিনি। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি।
সায়ান বলেন, ‘রংপুরের যে ছেলেটা মারা গেল, ও নিরস্ত্র ছিল। নিরস্ত্র ছাত্রদের ওপরে আপনি কোনো অবস্থাতেই গুলি চালাতে পারেন না। এর জবাব প্রশাসনকে দিতে হবে। একটা দাবি তুললে, সেটা পছন্দ না হতে পারে, আপনি সেটা নিয়ে বাহাস করেন, আপনি আমাকে কথা বলতে দেবেন না? আমি কথা বললে আপনি গুলি করে মারবেন? ও একটা মায়ের বাচ্চা, ও একটা বোনের ভাই, ওকে আপনি মেরে ফেললেন। এটাকে আপনি স্বাধীনতা বলবেন?’
শিক্ষার্থীদের রাজাকার তকমা দেওয়ার প্রতিবাদ জানিয়ে সায়ান বলেন, ‘এদের জন্মই হয় নাই তখন, এদের আপনারা রাজাকার বলেন। আপনাদের লজ্জা করে না? বাচ্চাগুলোকে এই কথাগুলো বলেন? কিছু একটা অধিকারের কথা বললে আপনারা বলেন রাজাকার। আশ্চর্য কথা! আমার স্বাধীন দেশে আমার ন্যায্য অধিকারের কথা বললে আমার মুখে ছুড়ে মারবেন রাজাকার। এটা কি ফাজলামি। এটা বাংলাদেশ। সাধারণ মানুষ যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে।’
সায়ান আরও বলেন, ‘আপনারা কথায় কথায় যারা রাজাকার শব্দটি ব্যবহার করেন, আপনারা বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী মানুষ। আপনারা বাচ্চাদের কাছে শিখে আসেন, স্বাধীনতা যুদ্ধ কাকে বলে। ওরা করছে সংগ্রাম, ওরা রাস্তায়। আমরা কেউ চাই না, রাষ্ট্র নিপীড়কের হাতে চলে যাক। আমরা কেউ চাই না, রাষ্ট্র নিপীড়ক হয়ে উঠুক।’
আরও খবর পড়ুন:
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
৯ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১১ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১৪ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১৪ ঘণ্টা আগে