পপ সংগীতের কিংবদন্তি সুরকার ও গীতিকার বার্ট বাচারাচ মারা গেছেন। স্থানীয় সময় গত বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। ৯৪ বছর বয়সী বার্টের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বার্টের প্রতিনিধি টিনা ব্রাউসাম জানান, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন তিনি।
বার্ট বাচারাচের মৃত্যুতে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোক নেমে এসেছে। ‘দ্য বিচ বয়েজ’ ব্রায়ান উইলসন টুইটারে লেখেন, ‘বার্টের মৃত্যুর কথা শুনে আমি খুবই শোকাহত। তিনি আমার একজন নায়ক। আমার কাজে তাঁর অনেক প্রভাব ছিল। তাঁর গান চিরকাল বেঁচে থাকবে। বার্টের পরিবারের প্রতি ভালোবাসা।’
যুক্তরাজ্যের জনপ্রিয় ব্যান্ড ওয়াসিসের সাবেক সদস্য নোয়েল গ্যালাঘের টুইটে লেখেন, ‘আপনার মতো একজনকে কাছ থেকে জানতে পরে আমি গর্বিত। আপনি ভালো থাকবেন।’
পঞ্চাশের দশকের শেষ থেকে আশির দশক পর্যন্ত কয়েকশ পপ গানে সুর দিয়েছেন বার্ট। তাঁর সফলতার শুরুটা হয়েছিল ‘দ্য স্টোরি অব মাই লাইফ’ গানটি জনপ্রিয় হওয়ার মাধ্যমে। প্রজন্মের পর প্রজন্ম ধরে বার্টের সুর মন ছুঁয়েছে বহু সংগীতানুরাগীর।
বার্টের অন্যান্য জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘আই স এ লিটল প্রেয়ার’, ‘হোয়াট ডু ইউ গেট হোয়েন ইউ ফল ইন লভ’, ‘দ্য লুক অফ লভ’, ‘ক্লোজ টু ইউ’ অন্যতম।
শ্রোতাদের ভালোবাসা পাওয়ার পাশাপাশি অসংখ্য পুরস্কার পেয়েছেন বার্ট। ছয়বার জিতেছেন গ্র্যামি অ্যাওয়ার্ড এবং তিনবার জিতেছেন অস্কার। ২০১৩ সালে তাঁর আত্মজীবনী প্রকাশিত হয়। যার নাম ‘এনিওয়ান হু হ্যাড অ্যা হার্ট’।
পপ সংগীতের কিংবদন্তি সুরকার ও গীতিকার বার্ট বাচারাচ মারা গেছেন। স্থানীয় সময় গত বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। ৯৪ বছর বয়সী বার্টের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বার্টের প্রতিনিধি টিনা ব্রাউসাম জানান, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন তিনি।
বার্ট বাচারাচের মৃত্যুতে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোক নেমে এসেছে। ‘দ্য বিচ বয়েজ’ ব্রায়ান উইলসন টুইটারে লেখেন, ‘বার্টের মৃত্যুর কথা শুনে আমি খুবই শোকাহত। তিনি আমার একজন নায়ক। আমার কাজে তাঁর অনেক প্রভাব ছিল। তাঁর গান চিরকাল বেঁচে থাকবে। বার্টের পরিবারের প্রতি ভালোবাসা।’
যুক্তরাজ্যের জনপ্রিয় ব্যান্ড ওয়াসিসের সাবেক সদস্য নোয়েল গ্যালাঘের টুইটে লেখেন, ‘আপনার মতো একজনকে কাছ থেকে জানতে পরে আমি গর্বিত। আপনি ভালো থাকবেন।’
পঞ্চাশের দশকের শেষ থেকে আশির দশক পর্যন্ত কয়েকশ পপ গানে সুর দিয়েছেন বার্ট। তাঁর সফলতার শুরুটা হয়েছিল ‘দ্য স্টোরি অব মাই লাইফ’ গানটি জনপ্রিয় হওয়ার মাধ্যমে। প্রজন্মের পর প্রজন্ম ধরে বার্টের সুর মন ছুঁয়েছে বহু সংগীতানুরাগীর।
বার্টের অন্যান্য জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘আই স এ লিটল প্রেয়ার’, ‘হোয়াট ডু ইউ গেট হোয়েন ইউ ফল ইন লভ’, ‘দ্য লুক অফ লভ’, ‘ক্লোজ টু ইউ’ অন্যতম।
শ্রোতাদের ভালোবাসা পাওয়ার পাশাপাশি অসংখ্য পুরস্কার পেয়েছেন বার্ট। ছয়বার জিতেছেন গ্র্যামি অ্যাওয়ার্ড এবং তিনবার জিতেছেন অস্কার। ২০১৩ সালে তাঁর আত্মজীবনী প্রকাশিত হয়। যার নাম ‘এনিওয়ান হু হ্যাড অ্যা হার্ট’।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
৯ ঘণ্টা আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
৯ ঘণ্টা আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
৯ ঘণ্টা আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
৯ ঘণ্টা আগে