অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমান ক্যারিয়ারে পেয়েছেন একাধিক সম্মাননা, পুরস্কার। তবুও বেশ কয়েকবার আত্মহত্যার ভাবনা এসেছে তাঁর মাথায়। কিন্তু কি কারণে তিনি সেসময় নিজেকে শেষ করতে চেয়েছেন, কীভাবেই বা সেগুলোর সঙ্গে মোকাবিলা করতেন সেটাই প্রকাশ্যে আনলেন। জানালেন সে পরিস্থিতি থেকে বেরোতে তাঁর মা তাঁকে ভীষণভাবে সাহায্য করেছিলেন।
সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটির এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এ আর রহমান। সেখানেই ছাত্রদের সঙ্গে কথা বলতে গিয়ে সেসময় তুলে ধরেছেন তিনি। তাঁর কথায়, ‘আমি যখন ছোট ছিলাম, আমার আত্মহত্যা করার কথা মনে হতো। তখন আমার মা আমাকে বলতেন, যখন তুমি নিজের বদলে অন্য কারও জন্য বাঁচতে শুরু করবে তখন দেখবে আর এসব ভাবনা আসবে না। এটাই বোধ হয় আমার মায়ের আমাকে দেওয়া অন্যতম সুন্দর পরামর্শ ছিল।’
এ আর রহমান এদিন নিজের স্বার্থের বদলে অন্যদের জন্য কিছু করার পরামর্শ দেন। সেই বিষয়ে গায়ক বলেন, ‘তুমি যখন অন্য কারও জন্য বাঁচবে তখন তুমি আর স্বার্থপর থাকবে না। তোমার জীবন একটা নতুন মানে পাবে। আমি এই পরামর্শটা খুব সিরিয়াসলি নিয়েছিলাম। কারও জন্য কম্পোজ করা হোক বা কারও জন্য লেখা হোক কিংবা কাউকে খাবার কিনে দেওয়া এই জিনিসগুলো আমাদের বাঁচিয়ে রাখে। এগিয়ে নিয়ে যায় জীবনে।’
এ আর রহমান আরও জানান, ‘অনেক সময় মনে হয় যে জীবন একঘেয়ে হয়ে গেছে, এক জিনিস ঘটে চলেছে। কিন্তু তখনই যেন মনে পড়ে তোমার জীবনের একটা বৃহত্তর উদ্দেশ্য আছে।’
অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমান ক্যারিয়ারে পেয়েছেন একাধিক সম্মাননা, পুরস্কার। তবুও বেশ কয়েকবার আত্মহত্যার ভাবনা এসেছে তাঁর মাথায়। কিন্তু কি কারণে তিনি সেসময় নিজেকে শেষ করতে চেয়েছেন, কীভাবেই বা সেগুলোর সঙ্গে মোকাবিলা করতেন সেটাই প্রকাশ্যে আনলেন। জানালেন সে পরিস্থিতি থেকে বেরোতে তাঁর মা তাঁকে ভীষণভাবে সাহায্য করেছিলেন।
সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটির এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এ আর রহমান। সেখানেই ছাত্রদের সঙ্গে কথা বলতে গিয়ে সেসময় তুলে ধরেছেন তিনি। তাঁর কথায়, ‘আমি যখন ছোট ছিলাম, আমার আত্মহত্যা করার কথা মনে হতো। তখন আমার মা আমাকে বলতেন, যখন তুমি নিজের বদলে অন্য কারও জন্য বাঁচতে শুরু করবে তখন দেখবে আর এসব ভাবনা আসবে না। এটাই বোধ হয় আমার মায়ের আমাকে দেওয়া অন্যতম সুন্দর পরামর্শ ছিল।’
এ আর রহমান এদিন নিজের স্বার্থের বদলে অন্যদের জন্য কিছু করার পরামর্শ দেন। সেই বিষয়ে গায়ক বলেন, ‘তুমি যখন অন্য কারও জন্য বাঁচবে তখন তুমি আর স্বার্থপর থাকবে না। তোমার জীবন একটা নতুন মানে পাবে। আমি এই পরামর্শটা খুব সিরিয়াসলি নিয়েছিলাম। কারও জন্য কম্পোজ করা হোক বা কারও জন্য লেখা হোক কিংবা কাউকে খাবার কিনে দেওয়া এই জিনিসগুলো আমাদের বাঁচিয়ে রাখে। এগিয়ে নিয়ে যায় জীবনে।’
এ আর রহমান আরও জানান, ‘অনেক সময় মনে হয় যে জীবন একঘেয়ে হয়ে গেছে, এক জিনিস ঘটে চলেছে। কিন্তু তখনই যেন মনে পড়ে তোমার জীবনের একটা বৃহত্তর উদ্দেশ্য আছে।’
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৬ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১০ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
২০ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
২১ ঘণ্টা আগে