Ajker Patrika

নবাগতদের নতুন প্ল্যাটফর্ম ‘প্রাণ আপ মিউজিক শাটল’

নবাগতদের নতুন প্ল্যাটফর্ম ‘প্রাণ আপ মিউজিক শাটল’

ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে ভিন্নধর্মী এক রিয়েলিটি শো। নাম ‘প্রাণ আপ মিউজিক শাটল’। মূলত তরুণ আর প্রতিভাবান গায়কদের জন্যই তৈরি হয়েছে গানের নতুন এই প্ল্যাটফর্ম। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এই রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে কাজ করছেন দেশের তিন কণ্ঠশিল্পী—কুমার বিশ্বজিৎ, তানজির তুহিন ও অণিমা রায়।

গত ১ মাস ধরে প্রাণ আপের ফেসবুক পেজে ঘোষণা দিয়ে তরুণ-তরুণীদের গান চাওয়া হয়। তাতে সাড়া দিয়ে পেজের ইনবক্সে জমা পড়ে প্রায় ১২ হাজার গান। সেখান থেকে বাছাই শেষে শর্টলিস্টে ১৩০ জন গায়ক-গায়িকার গান নির্বাচিত হয়েছে। এখান থেকেই সেরা ১০ জনের নতুন অডিও গান প্রকাশ পাবে তানভীর তারেকের সুর ও সংগীতে। ঈদে প্রাণ আপের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে শীর্ষ ৫ শিল্পীর গানের ভিডিও।

এই আয়োজনের কো-অর্ডিনেটর সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘তরুণদের জন্য অনেক আগে থেকেই কাজ করার ইচ্ছে ছিল। প্রাণ আপের এই শাটলের অফারটা আমার কাছে দারুণ মনে হলো। মাত্র ১ মাসের ক্যাম্পেইনে এত গান এসেছে যে বিচারকদেরও হিমশিম খেতে হচ্ছে। এরই মধ্যে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ গান শুনে মার্কিং করেছেন। তানজির তুহিন ও অণিমা রায় শিগগিরই তাঁদের রায় জানাবেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলেই সেরা ১০ জনকে নির্বাচিত করা হবে।’

প্রাণ আপের ব্র্যান্ড ম্যানেজার শোয়েব হাসনাইন বলেন, ‘আমরা ডিজিটাল প্ল্যাটফর্মটা নিয়মিত চালু রাখব। যেখান থেকে প্রতিবছর ভালো কিছু গায়ক-গায়িকাকে আমরা উপহার দিতে পারব আশা করছি।’

কুমার বিশ্বজিৎ বলেন, ‘প্রায় সারা দিন অগণিত তরুণদের গান শুনে যা মনে হলো অনেকের ভেতরেই দারুণ সম্ভাবনা রয়েছে। পুরো আয়োজনটি ডিজিটাল প্ল্যাটফর্মে হওয়ায় বিষয়টি সময়োপযোগী মনে হচ্ছে। সবার জন্য শুভকামনা।’

কণ্ঠশিল্পী অণিমা রায় বলেন, ‘অংশগ্রহণকারীদের অনেককেই দারুণ সম্ভাবনাময় মনে হয়েছে। এমন একটি প্ল্যাটফর্ম পেলে অবশ্যই ওরা ভালো করবে।’

আগামী ৫ এপ্রিল থেকে সেরা গায়ক-গায়িকার গানের মিউজিক ভিডিও নির্মাণ শুরু হবে। ভিডিও নির্মাণ করবেন নাজমুল হুদা শাপলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত