ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে ভিন্নধর্মী এক রিয়েলিটি শো। নাম ‘প্রাণ আপ মিউজিক শাটল’। মূলত তরুণ আর প্রতিভাবান গায়কদের জন্যই তৈরি হয়েছে গানের নতুন এই প্ল্যাটফর্ম। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এই রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে কাজ করছেন দেশের তিন কণ্ঠশিল্পী—কুমার বিশ্বজিৎ, তানজির তুহিন ও অণিমা রায়।
গত ১ মাস ধরে প্রাণ আপের ফেসবুক পেজে ঘোষণা দিয়ে তরুণ-তরুণীদের গান চাওয়া হয়। তাতে সাড়া দিয়ে পেজের ইনবক্সে জমা পড়ে প্রায় ১২ হাজার গান। সেখান থেকে বাছাই শেষে শর্টলিস্টে ১৩০ জন গায়ক-গায়িকার গান নির্বাচিত হয়েছে। এখান থেকেই সেরা ১০ জনের নতুন অডিও গান প্রকাশ পাবে তানভীর তারেকের সুর ও সংগীতে। ঈদে প্রাণ আপের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে শীর্ষ ৫ শিল্পীর গানের ভিডিও।
এই আয়োজনের কো-অর্ডিনেটর সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘তরুণদের জন্য অনেক আগে থেকেই কাজ করার ইচ্ছে ছিল। প্রাণ আপের এই শাটলের অফারটা আমার কাছে দারুণ মনে হলো। মাত্র ১ মাসের ক্যাম্পেইনে এত গান এসেছে যে বিচারকদেরও হিমশিম খেতে হচ্ছে। এরই মধ্যে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ গান শুনে মার্কিং করেছেন। তানজির তুহিন ও অণিমা রায় শিগগিরই তাঁদের রায় জানাবেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলেই সেরা ১০ জনকে নির্বাচিত করা হবে।’
প্রাণ আপের ব্র্যান্ড ম্যানেজার শোয়েব হাসনাইন বলেন, ‘আমরা ডিজিটাল প্ল্যাটফর্মটা নিয়মিত চালু রাখব। যেখান থেকে প্রতিবছর ভালো কিছু গায়ক-গায়িকাকে আমরা উপহার দিতে পারব আশা করছি।’
কুমার বিশ্বজিৎ বলেন, ‘প্রায় সারা দিন অগণিত তরুণদের গান শুনে যা মনে হলো অনেকের ভেতরেই দারুণ সম্ভাবনা রয়েছে। পুরো আয়োজনটি ডিজিটাল প্ল্যাটফর্মে হওয়ায় বিষয়টি সময়োপযোগী মনে হচ্ছে। সবার জন্য শুভকামনা।’
কণ্ঠশিল্পী অণিমা রায় বলেন, ‘অংশগ্রহণকারীদের অনেককেই দারুণ সম্ভাবনাময় মনে হয়েছে। এমন একটি প্ল্যাটফর্ম পেলে অবশ্যই ওরা ভালো করবে।’
আগামী ৫ এপ্রিল থেকে সেরা গায়ক-গায়িকার গানের মিউজিক ভিডিও নির্মাণ শুরু হবে। ভিডিও নির্মাণ করবেন নাজমুল হুদা শাপলা।
ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে ভিন্নধর্মী এক রিয়েলিটি শো। নাম ‘প্রাণ আপ মিউজিক শাটল’। মূলত তরুণ আর প্রতিভাবান গায়কদের জন্যই তৈরি হয়েছে গানের নতুন এই প্ল্যাটফর্ম। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এই রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে কাজ করছেন দেশের তিন কণ্ঠশিল্পী—কুমার বিশ্বজিৎ, তানজির তুহিন ও অণিমা রায়।
গত ১ মাস ধরে প্রাণ আপের ফেসবুক পেজে ঘোষণা দিয়ে তরুণ-তরুণীদের গান চাওয়া হয়। তাতে সাড়া দিয়ে পেজের ইনবক্সে জমা পড়ে প্রায় ১২ হাজার গান। সেখান থেকে বাছাই শেষে শর্টলিস্টে ১৩০ জন গায়ক-গায়িকার গান নির্বাচিত হয়েছে। এখান থেকেই সেরা ১০ জনের নতুন অডিও গান প্রকাশ পাবে তানভীর তারেকের সুর ও সংগীতে। ঈদে প্রাণ আপের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে শীর্ষ ৫ শিল্পীর গানের ভিডিও।
এই আয়োজনের কো-অর্ডিনেটর সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘তরুণদের জন্য অনেক আগে থেকেই কাজ করার ইচ্ছে ছিল। প্রাণ আপের এই শাটলের অফারটা আমার কাছে দারুণ মনে হলো। মাত্র ১ মাসের ক্যাম্পেইনে এত গান এসেছে যে বিচারকদেরও হিমশিম খেতে হচ্ছে। এরই মধ্যে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ গান শুনে মার্কিং করেছেন। তানজির তুহিন ও অণিমা রায় শিগগিরই তাঁদের রায় জানাবেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলেই সেরা ১০ জনকে নির্বাচিত করা হবে।’
প্রাণ আপের ব্র্যান্ড ম্যানেজার শোয়েব হাসনাইন বলেন, ‘আমরা ডিজিটাল প্ল্যাটফর্মটা নিয়মিত চালু রাখব। যেখান থেকে প্রতিবছর ভালো কিছু গায়ক-গায়িকাকে আমরা উপহার দিতে পারব আশা করছি।’
কুমার বিশ্বজিৎ বলেন, ‘প্রায় সারা দিন অগণিত তরুণদের গান শুনে যা মনে হলো অনেকের ভেতরেই দারুণ সম্ভাবনা রয়েছে। পুরো আয়োজনটি ডিজিটাল প্ল্যাটফর্মে হওয়ায় বিষয়টি সময়োপযোগী মনে হচ্ছে। সবার জন্য শুভকামনা।’
কণ্ঠশিল্পী অণিমা রায় বলেন, ‘অংশগ্রহণকারীদের অনেককেই দারুণ সম্ভাবনাময় মনে হয়েছে। এমন একটি প্ল্যাটফর্ম পেলে অবশ্যই ওরা ভালো করবে।’
আগামী ৫ এপ্রিল থেকে সেরা গায়ক-গায়িকার গানের মিউজিক ভিডিও নির্মাণ শুরু হবে। ভিডিও নির্মাণ করবেন নাজমুল হুদা শাপলা।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
১ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
১ ঘণ্টা আগে