আজ বৃহস্পতিবার রাত ১টায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে দ্বিতীয় মৌসুমের দ্বিতীয় গান ‘বনবিবি’। গানটির ১৫ সেকেন্ডের একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশের পর পুরো গানটি শোনার জন্য অপেক্ষায় রয়েছেন শ্রোতারা।
কোক স্টুডিও বাংলা দ্বিতীয় মৌসুমের যাত্রা শুরু হয় চট্টগ্রাম, সিলেট ও খুলনার স্থানীয় ভাষায় গাওয়া গান ‘মুড়ির টিন’-এর মাধ্যমে। ফেব্রুয়ারির মাঝামাঝি গানটি প্রকাশের পর শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। সেটির পর ব্যান্ড মেঘদল আনছে ‘বনবিবি’ গানটি। গানটির কথা লিখেছেন শিবু কুমার শীল ও মেজবাউর রহমান সুমন, সুর বেঁধেছেন শিবু কুমার শীল। মেঘদলের সংগীতায়োজনে গানটি গেয়েছেন শিবু কুমার শীল ও জহুরা বাউল, সঙ্গে রয়েছে গানের দল ঘাসফড়িং।
গান প্রকাশের জন্য মধ্যরাতকে কেন বেছে নেওয়া হলো—এমন প্রশ্নে শিবু কুমার শীল বললেন, ‘শহুরে জীবনযাপনের মধ্যে আমরা যখন প্রকৃতির নিস্তব্ধতাকে বুঝতে চাই, তখন কীভাবে বুঝতে চাই? যখন শহরের কোলাহল থেমে যায় তখনই হয়তো কিছুটা নীরবতা আসে। আটপৌরে শহুরে ব্যস্ততার মধ্যে ঝিঁঝিঁ পোকার ডাক পেতে চাইলে আমাদের গভীর রাতের জন্য অপেক্ষা করতে হয়।’
জানা গেছে, এ বছরই মেঘদলের দুই দশক পূর্তি হচ্ছে, নভেম্বরে জমকালো আয়োজনে শো করবে ব্যান্ডটি। এর মধ্যে ‘অ্যালুমিনিয়ামের ডানা’ অ্যালবামের বাকি গানগুলোও প্রকাশ করা হবে। মার্চের ৮ তারিখের জয় বাংলা কনসার্টেও গাইবে মেঘদল।
আজ বৃহস্পতিবার রাত ১টায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে দ্বিতীয় মৌসুমের দ্বিতীয় গান ‘বনবিবি’। গানটির ১৫ সেকেন্ডের একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশের পর পুরো গানটি শোনার জন্য অপেক্ষায় রয়েছেন শ্রোতারা।
কোক স্টুডিও বাংলা দ্বিতীয় মৌসুমের যাত্রা শুরু হয় চট্টগ্রাম, সিলেট ও খুলনার স্থানীয় ভাষায় গাওয়া গান ‘মুড়ির টিন’-এর মাধ্যমে। ফেব্রুয়ারির মাঝামাঝি গানটি প্রকাশের পর শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। সেটির পর ব্যান্ড মেঘদল আনছে ‘বনবিবি’ গানটি। গানটির কথা লিখেছেন শিবু কুমার শীল ও মেজবাউর রহমান সুমন, সুর বেঁধেছেন শিবু কুমার শীল। মেঘদলের সংগীতায়োজনে গানটি গেয়েছেন শিবু কুমার শীল ও জহুরা বাউল, সঙ্গে রয়েছে গানের দল ঘাসফড়িং।
গান প্রকাশের জন্য মধ্যরাতকে কেন বেছে নেওয়া হলো—এমন প্রশ্নে শিবু কুমার শীল বললেন, ‘শহুরে জীবনযাপনের মধ্যে আমরা যখন প্রকৃতির নিস্তব্ধতাকে বুঝতে চাই, তখন কীভাবে বুঝতে চাই? যখন শহরের কোলাহল থেমে যায় তখনই হয়তো কিছুটা নীরবতা আসে। আটপৌরে শহুরে ব্যস্ততার মধ্যে ঝিঁঝিঁ পোকার ডাক পেতে চাইলে আমাদের গভীর রাতের জন্য অপেক্ষা করতে হয়।’
জানা গেছে, এ বছরই মেঘদলের দুই দশক পূর্তি হচ্ছে, নভেম্বরে জমকালো আয়োজনে শো করবে ব্যান্ডটি। এর মধ্যে ‘অ্যালুমিনিয়ামের ডানা’ অ্যালবামের বাকি গানগুলোও প্রকাশ করা হবে। মার্চের ৮ তারিখের জয় বাংলা কনসার্টেও গাইবে মেঘদল।
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
৫ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
৮ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১০ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১১ ঘণ্টা আগে