জীবনের অন্ধকার অধ্যায় পেরিয়ে সুরের পথে আলো খুঁজে পেয়েছিলেন তাশফি। নিজের মৌলিক গানে তিনি ফিরিয়ে আনলেন সেই বেদনার কথা। সম্প্রতি প্রকাশিত হল নতুন প্রজন্মের সংগীতশিল্পী তাশফির একক গান ‘আলো’। তাশফি জানাচ্ছেন, ‘আলো’ গানের কথা, সুরে ও চিত্রায়ণে তাঁর গল্পই খুঁজে পাওয়া যাবে।
আরাফাত কাজীর কথায় তাশফির সুরে গানটির সংগীতায়োজন করেছেন পশ্চিমবঙ্গের সংগীত পরিচালক সুদীপ্ত পাল। সম্প্রতি তাশফির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গানের ভিডিওতে মডেল হয়েছেন সারাহ আলম।
ভিডিওটি নির্মাণ করেছেন ইলাজার ইসলাম।
তাশফি জানালেন গান তৈরির পেছনের গল্প। গীতিকার আরাফাত কাজীকে নিজের বেদনার কথা শেয়ার করেন তিনি। সঙ্গে দিয়ে দেন সুদীপ্ত পালের মিউজিকে তাঁর করা সুরটিও। তাশফির বয়ান থেকে রচিত কথায় তৈরি হয় গানটি। মডেল হিসেবে সঙ্গে নেন বন্ধু সারাহ আলমকে।
তাশফি বলেন, ‘একজন মানুষ যখন কারো দ্বারা নির্যাতন বা সহিংসতার স্বীকার হন, অবদমিত হন; তখন তিনিই জানেন তাঁর কেমন লাগে। সে অন্ধকার থেকে অনেকেই তখন আলো খুঁজে পান না। এ গান সেই মানুষদের শক্তি ও সাহস যোগাবে। তাই গানটির নাম ‘‘আলো’’। আমি সারাজীবন যত গানই করি এটি আমার কাছে বিশেষ একটি গান হয়ে থাকবে।’
গানবাংলা টেলিভিশনের ‘উইন্ড অব চেঞ্জ’ অনুষ্ঠানে পান্থ কানাইয়ের সঙ্গে ‘নৌকা’ গানে পারফর্ম করে আলোচনায় আসেন তাশফি। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তাঁর বেশ কিছু একক গান। গেয়েছেন কয়েকটি ওয়েব সিরিজেও।
শুনুন তাশফির গাওয়া ‘আলো’:
জীবনের অন্ধকার অধ্যায় পেরিয়ে সুরের পথে আলো খুঁজে পেয়েছিলেন তাশফি। নিজের মৌলিক গানে তিনি ফিরিয়ে আনলেন সেই বেদনার কথা। সম্প্রতি প্রকাশিত হল নতুন প্রজন্মের সংগীতশিল্পী তাশফির একক গান ‘আলো’। তাশফি জানাচ্ছেন, ‘আলো’ গানের কথা, সুরে ও চিত্রায়ণে তাঁর গল্পই খুঁজে পাওয়া যাবে।
আরাফাত কাজীর কথায় তাশফির সুরে গানটির সংগীতায়োজন করেছেন পশ্চিমবঙ্গের সংগীত পরিচালক সুদীপ্ত পাল। সম্প্রতি তাশফির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গানের ভিডিওতে মডেল হয়েছেন সারাহ আলম।
ভিডিওটি নির্মাণ করেছেন ইলাজার ইসলাম।
তাশফি জানালেন গান তৈরির পেছনের গল্প। গীতিকার আরাফাত কাজীকে নিজের বেদনার কথা শেয়ার করেন তিনি। সঙ্গে দিয়ে দেন সুদীপ্ত পালের মিউজিকে তাঁর করা সুরটিও। তাশফির বয়ান থেকে রচিত কথায় তৈরি হয় গানটি। মডেল হিসেবে সঙ্গে নেন বন্ধু সারাহ আলমকে।
তাশফি বলেন, ‘একজন মানুষ যখন কারো দ্বারা নির্যাতন বা সহিংসতার স্বীকার হন, অবদমিত হন; তখন তিনিই জানেন তাঁর কেমন লাগে। সে অন্ধকার থেকে অনেকেই তখন আলো খুঁজে পান না। এ গান সেই মানুষদের শক্তি ও সাহস যোগাবে। তাই গানটির নাম ‘‘আলো’’। আমি সারাজীবন যত গানই করি এটি আমার কাছে বিশেষ একটি গান হয়ে থাকবে।’
গানবাংলা টেলিভিশনের ‘উইন্ড অব চেঞ্জ’ অনুষ্ঠানে পান্থ কানাইয়ের সঙ্গে ‘নৌকা’ গানে পারফর্ম করে আলোচনায় আসেন তাশফি। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তাঁর বেশ কিছু একক গান। গেয়েছেন কয়েকটি ওয়েব সিরিজেও।
শুনুন তাশফির গাওয়া ‘আলো’:
২০২০ সালে ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ওয়েব সিরিজ ‘কারাগার’ নির্মাতা হিসেবে তাঁকে আরও পরিচিতি এনে দেয়। প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে শাওকী পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’। এ সিরিজের মাধ্যমে প্রথমবার বাংলাদেশের কোনো কনটেন্টে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা
১৪ ঘণ্টা আগেঅনেকের কাছে শৈশবের স্মৃতি মানেই বাবার জামা ধরে সাইকেলের পেছনে বসে থাকা। সেই সাইকেলটা যেন শুধু একটা বাহন নয়, জীবনের প্রতীক। শৈশবের সেই স্মৃতি আজও অনেককে স্মৃতিকাতর করে। সেই স্মৃতিকাতরতা নিয়ে গায়ক নাহিদ হাসান তাঁর বাবার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালেন গানে গানে। ‘বাবার সাইকেল’ শিরোনামে নতুন গান বাঁধলেন
১৪ ঘণ্টা আগেআগামী ১২ থেকে ২০ জুন বুলগেরিয়ার ভার্নায় অনুষ্ঠিত হবে ২১তম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব রেডক্রস অ্যান্ড হেলথ ফিল্মস। এ উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশের ‘খবরের কাগজ’। আসাদুজ্জামান সবুজের গল্পে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি পরিচালনা ও সম্পাদনা করেছেন সোহেল আরিয়ান।
১৪ ঘণ্টা আগেমেট গালা মানেই ফ্যাশন প্যারেড। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছরের মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় এ ফ্যাশন শো। ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় এই আসরে উপস্থিত হন জনপ্রিয় তারকারা। এতে অংশ নেওয়ার জন্য তারকাদের থাকে দীর্ঘ প্রস্তুতি। সবাই চান ভিন্নধর্মী পোশাক পরে তাক
১৪ ঘণ্টা আগে