বছর শেষে নতুন অ্যালবাম নিয়ে এসেছেন সংগীতশিল্পী এলিটা করিম। ‘চিনি দেড় চামচ’ অ্যালবামটি সাজানো হয়েছে চারটি গান দিয়ে। গানগুলোর শিরোনাম ‘প্রেম হবে দিন শেষে’, ‘চিনি দেড় চামচ’, ‘ভালোবাসি’ ও ‘প্রজাপতি’। সব কটি গান লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী, সুর করেছেন পিলু খান। শব্দ সংমিশ্রণ করেছেন আমজাদ হোসেন বাপ্পী। অ্যালবামটি প্রকাশ করেছে আজব প্রকাশনী।
২৪ ডিসেম্বর রাজধানীর একটি ক্যাফেতে আয়োজন করা হয় চিনি দেড় চামচ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান। এদিন প্রকাশ করা হয় প্রেম হবে দিন শেষে গানের ভিডিও। ভিডিও বানিয়েছেন জয় শাহরিয়ার। এ ছাড়াও অনুষ্ঠানে দেখানো হয় চিনি দেড় চামচ গানের লিরিক্যাল ভিডিও।
নতুন অ্যালবাম নিয়ে এলিটা করিম বলেন, ‘যাঁদের গান শুনে বড় হয়েছি, তাঁদের লেখা ও সুরে পূর্ণাঙ্গ অ্যালবাম করতে পারা আমার জন্য একটি স্বপ্নপূরণ।’
শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘পিলুর সঙ্গে গান করছি চার দশক হলো। আমাদের এ যাত্রায় এবার যোগ হলো এলিটা। আশা করি, সময়ের স্রোতে গানগুলো টিকে থাকবে নিজ যোগ্যতায়।’
সুরকার পিলু খান বলেন, ‘এলিটা আমার পছন্দের কণ্ঠশিল্পী। ওর জন্য গান করতে ভালো লেগেছে। আশা করি, শ্রোতাদেরও ভালো লাগবে গানগুলো।’
প্রকাশনা আড্ডায় উপস্থিত ছিলেন সংগীত ব্যক্তিত্ব নকীব খান, ফোয়াদ নাসের বাবু, লিটন অধিকারী রিন্টু, আসিফ ইকবাল, বাপ্পা মজুমদার, বাপ্পী খান, শফিক তুহিন, কনা, রঞ্জন, সন্ধি, নির্মাতা আশফাক নিপুন, অভিনেতা সুমন পাটওয়ারী, নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাসসহ সংস্কৃতিজগতের পরিচিত অনেক মুখ।
চিনি দেড় চামচ অ্যালবামের গানগুলো শোনা যাচ্ছে আইটিউনস, স্পটিফাই, আমাজন, ডিজার, স্বাধীন মিউজিকসহ বেশ কিছু স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
বছর শেষে নতুন অ্যালবাম নিয়ে এসেছেন সংগীতশিল্পী এলিটা করিম। ‘চিনি দেড় চামচ’ অ্যালবামটি সাজানো হয়েছে চারটি গান দিয়ে। গানগুলোর শিরোনাম ‘প্রেম হবে দিন শেষে’, ‘চিনি দেড় চামচ’, ‘ভালোবাসি’ ও ‘প্রজাপতি’। সব কটি গান লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী, সুর করেছেন পিলু খান। শব্দ সংমিশ্রণ করেছেন আমজাদ হোসেন বাপ্পী। অ্যালবামটি প্রকাশ করেছে আজব প্রকাশনী।
২৪ ডিসেম্বর রাজধানীর একটি ক্যাফেতে আয়োজন করা হয় চিনি দেড় চামচ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান। এদিন প্রকাশ করা হয় প্রেম হবে দিন শেষে গানের ভিডিও। ভিডিও বানিয়েছেন জয় শাহরিয়ার। এ ছাড়াও অনুষ্ঠানে দেখানো হয় চিনি দেড় চামচ গানের লিরিক্যাল ভিডিও।
নতুন অ্যালবাম নিয়ে এলিটা করিম বলেন, ‘যাঁদের গান শুনে বড় হয়েছি, তাঁদের লেখা ও সুরে পূর্ণাঙ্গ অ্যালবাম করতে পারা আমার জন্য একটি স্বপ্নপূরণ।’
শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘পিলুর সঙ্গে গান করছি চার দশক হলো। আমাদের এ যাত্রায় এবার যোগ হলো এলিটা। আশা করি, সময়ের স্রোতে গানগুলো টিকে থাকবে নিজ যোগ্যতায়।’
সুরকার পিলু খান বলেন, ‘এলিটা আমার পছন্দের কণ্ঠশিল্পী। ওর জন্য গান করতে ভালো লেগেছে। আশা করি, শ্রোতাদেরও ভালো লাগবে গানগুলো।’
প্রকাশনা আড্ডায় উপস্থিত ছিলেন সংগীত ব্যক্তিত্ব নকীব খান, ফোয়াদ নাসের বাবু, লিটন অধিকারী রিন্টু, আসিফ ইকবাল, বাপ্পা মজুমদার, বাপ্পী খান, শফিক তুহিন, কনা, রঞ্জন, সন্ধি, নির্মাতা আশফাক নিপুন, অভিনেতা সুমন পাটওয়ারী, নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাসসহ সংস্কৃতিজগতের পরিচিত অনেক মুখ।
চিনি দেড় চামচ অ্যালবামের গানগুলো শোনা যাচ্ছে আইটিউনস, স্পটিফাই, আমাজন, ডিজার, স্বাধীন মিউজিকসহ বেশ কিছু স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
স্বপ্নের নায়ককে কাছে পেয়ে দিব্য আমির খানের সঙ্গে কথা বলেছেন, পরিচয় দিয়েছেন বাংলাদেশি অভিনেতা হিসেবে। আরও জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তাঁর কাজের কথা।
৩ ঘণ্টা আগেবলিউড সুপারস্টার আমির খানের কাছে ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি বিশ্বাস করেন, সব ধর্মই মানুষকে একই গন্তব্যের দিকে ধাবিত করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘জয় জওয়ান’-এ এ কথা বলেছেন আমির খান।
৪ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া ছোট দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’। বানিয়েছেন সোহেল রহমান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্র।
৮ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে