বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলা নববর্ষ উপলক্ষে নতুন গান প্রকাশ করেছে ব্যান্ড নকশীকাঁথা। দলটির ইউটিউব চ্যানেলে গত শনিবার প্রকাশ পেয়েছে ‘জরিনা’ শিরোনামের গানটি। গানের গীতিকার, সুরকার ও গায়ক এবং নকশীকাঁথা ব্যান্ডের প্রধান সাজেদ ফাতেমী জানান, ২০ বছর আগে লেখা হয়েছিল জরিনা। নানা জটিলতা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখল গানটি।
জরিনা গান নিয়ে সাজেদ ফাতেমী বলেন, ‘আমাদের ব্যান্ডের এ ধরনের গান এটাই প্রথম। যুগে যুগে কালে কালে কবি-সাহিত্যিকেরা লোকজ ঐতিহ্যের অনুসন্ধান করতে গিয়ে নারীকে অন্যতম প্রধান উপাদান হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তাঁদের কবিতা, গল্প, উপন্যাস কিংবা নাটকে নারীর জীবনধারা তুলে ধরেছেন, যেখানে আবহমান বাংলার নারী তার রূপ ও যৌবনের মায়াময় ছোঁয়ায় আবিষ্ট করেছে পাঠককে। তেমনি এক নারীর রূপে মাতোয়ারা একদল মানুষের আগ্রহ ও কৌতূহল নানা মজার কাহিনির মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে জরিনা গানে।’
সাজেদ ফাতেমী আশা প্রকাশ করে বলেন, ‘সহজ কথার গানটির সুর খুব চেনা মনে হবে। কোরাস ও হারমোনি এবং সুরে বিশেষ একধরনের ভাঁজ এ গানে ভিন্ন মাত্রা যোগ করায় সহজে শ্রোতাকে আকৃষ্ট করবে।’
গানের ভিডিও বানিয়েছেন সোহাগ ওয়াজিউল্লাহ। এতে জরিনা চরিত্রে অভিনয় করেছেন মডেল সুমাইয়া রিমু। তাঁর সঙ্গে আছেন নকশীকাঁথার সদস্য সাজেদ ফাতেমী, ফয়সাল আদনান, বুলবুল সাহা, মাহবুব সোহেল, জে আর সুমন, মনোজ মণ্ডল ও পলাশ নন্দী। আরও আছেন গোলাম রসুল ও জুয়েল খান। ইউটিউবের পাশাপাশি স্পটিফাই, অ্যাপল মিউজিক, টিকটকসহ ২১টি অনলাইন প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে জরিনা।
বাংলা নববর্ষ উপলক্ষে নতুন গান প্রকাশ করেছে ব্যান্ড নকশীকাঁথা। দলটির ইউটিউব চ্যানেলে গত শনিবার প্রকাশ পেয়েছে ‘জরিনা’ শিরোনামের গানটি। গানের গীতিকার, সুরকার ও গায়ক এবং নকশীকাঁথা ব্যান্ডের প্রধান সাজেদ ফাতেমী জানান, ২০ বছর আগে লেখা হয়েছিল জরিনা। নানা জটিলতা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখল গানটি।
জরিনা গান নিয়ে সাজেদ ফাতেমী বলেন, ‘আমাদের ব্যান্ডের এ ধরনের গান এটাই প্রথম। যুগে যুগে কালে কালে কবি-সাহিত্যিকেরা লোকজ ঐতিহ্যের অনুসন্ধান করতে গিয়ে নারীকে অন্যতম প্রধান উপাদান হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তাঁদের কবিতা, গল্প, উপন্যাস কিংবা নাটকে নারীর জীবনধারা তুলে ধরেছেন, যেখানে আবহমান বাংলার নারী তার রূপ ও যৌবনের মায়াময় ছোঁয়ায় আবিষ্ট করেছে পাঠককে। তেমনি এক নারীর রূপে মাতোয়ারা একদল মানুষের আগ্রহ ও কৌতূহল নানা মজার কাহিনির মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে জরিনা গানে।’
সাজেদ ফাতেমী আশা প্রকাশ করে বলেন, ‘সহজ কথার গানটির সুর খুব চেনা মনে হবে। কোরাস ও হারমোনি এবং সুরে বিশেষ একধরনের ভাঁজ এ গানে ভিন্ন মাত্রা যোগ করায় সহজে শ্রোতাকে আকৃষ্ট করবে।’
গানের ভিডিও বানিয়েছেন সোহাগ ওয়াজিউল্লাহ। এতে জরিনা চরিত্রে অভিনয় করেছেন মডেল সুমাইয়া রিমু। তাঁর সঙ্গে আছেন নকশীকাঁথার সদস্য সাজেদ ফাতেমী, ফয়সাল আদনান, বুলবুল সাহা, মাহবুব সোহেল, জে আর সুমন, মনোজ মণ্ডল ও পলাশ নন্দী। আরও আছেন গোলাম রসুল ও জুয়েল খান। ইউটিউবের পাশাপাশি স্পটিফাই, অ্যাপল মিউজিক, টিকটকসহ ২১টি অনলাইন প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে জরিনা।
ছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১০ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ‘এলএ ডাইভারসিটি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এ জোড়া পুরস্কার জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ থিং অ্যাবাউট কাশেম’। এ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন ইন্তেখাব দিনার। পাশাপাশি সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন বিজন ইমতিয়াজ।
১০ ঘণ্টা আগেদাবাঘর ওয়েব ফিল্মের গল্পের কেন্দ্রে রয়েছে এক প্রভাবশালী ব্যবসায়ীর মেয়ে রামিসা রহমান। তার হাতে আসে একটি পেনড্রাইভ, যাতে লুকিয়ে আছে দেশের একটি শক্তিশালী সিন্ডিকেটের হাজার হাজার কোটি টাকা পাচারের প্রমাণ।
১ দিন আগে