Ajker Patrika

খুব গোপনে আরিয়ানার বিয়ে

আপডেট : ১৯ মে ২০২১, ১০: ১৭
খুব গোপনে আরিয়ানার বিয়ে

ঢাকা: চুপিসারে বিয়ে-পর্ব সেরে ফেললেন মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে। ২৭ বছর বয়সী এ পপস্টার সম্প্রতি বাগদত্তা ডালটন গোমেজকে বিয়ে করেছেন। তাঁদের বিয়ের আয়োজন ছিল খুবই ব্যক্তিগত। মাত্র ২০ জনেরও কম লোক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মার্কিন সাময়িকী পিপল জানিয়েছে এ খবর।

বিয়ে হয়েছে আরিয়ানা গ্রান্ডের ক্যালিফোর্নিয়ার বাড়িতেই। তাঁর জীবনসঙ্গী ডালটন পেশায় রিয়েল এস্টেট ব্যবসায়ী। এর আগে গত বছরের ডিসেম্বরে প্রেমিক ডালটনের সঙ্গে বাগদান সারেন আরিয়ানা। সে সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে হীরার আংটি দেখিয়েছিলেন সবাইকে।

প্রেমিক ডালটনের সঙ্গে আরিয়ানা। তাঁর আঙুলে বাগদানের আংটি। ছবি: ইনস্টাগ্রামতারও আগে ২০২০ সালের জুনে ইনস্টাগ্রামে এ যুগল তাঁদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
‘স্টাক উইথ ইউ’, ‘পজিশন’, ‘সেভেন রিং’ এর মতো অসংখ্য জনপ্রিয় গান ভক্তদের উপহার দিয়েছেন আরিয়ানা। একসময় ‘সাটারডে নাইট লাইভ’ খ্যাত কমেডিয়ান প্যাটে ড্যাভিসনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। এনগেজমেন্টও সেরেছিলেন। তবে পাঁচ মাস পর ভেঙে যায় সেই সম্পর্ক।

আরিয়ানা গ্রান্ডে। ছবি: ইনস্টাগ্রামড্যাভিসনের আগে আরিয়ানার প্রেম ছিল র‌্যাপার ম্যাক মিলারের সঙ্গে। সম্পর্কে থাকার ছয় মাসের মধ্যেই অতিরিক্ত মাদকসেবনের কারণে মৃত্যু হয় মিলারের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত