বিনোদন প্রতিবেদক, ঢাকা
তিনটি নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। এরই মধ্যে গান তিনটির ভয়েস রেকর্ডিং সম্পন্ন করেছেন শিল্পী। দুটি গানের মিউজিক ভিডিওর শুটিং করেছেন। গান দুটির শিরোনাম ‘আমি ভালো আছি’ ও ‘আকাশ উপুড়’। বৃষ্টি নিয়ে গেয়েছেন একটি গান। এই গানটির ভিডিও রেকর্ডিংয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। ফাহমিদা নবী জানিয়েছেন, শিগগিরই একে একে গানগুলো প্রকাশ করা হবে ইউটিউবে।
‘আমি ভালো আছি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন ফাহমিদা নবী নিজে। ‘নীলকণ্ঠ বিষ পান করে, চোখের জলে লুকিয়ে রেখে, আমি সুখের ভান করেছি, আর হেসে গেছি’—এমন কথায় গানটি লিখেছেন ইলা মজিদ। আকাশ উপুড় গানটি সুর করেছেন সচ্ছল কাজী। ‘মনের উপর আকাশ উপুড়, ছন্নছাড়া অলস দুপুর, দুঃখ আমাকে খাচ্ছে কুরে খাক’—এমন কথায় গানটি লিখেছেন হাসান মাসুক। বৃষ্টির গানটি লিখেছেন সোহেল আলম, সুর করেছেন শেখ মোহাম্মদ রাজন।
নতুন গান প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘নতুন তিনটি গানেরই কথাগুলো বেশ সুন্দর আর কাব্যিক। তাই একটি গান আমি নিজেই সুর করেছি। বাকি দুটি গান অন্যের সুরে করা। ঢাকার অদূরে স্বপ্ন কুটির রিভারভিউ ভিলাতে দুটি গানের মিউজিক ভিডিওর শুটিং করেছি। আকাশ উপুড় গানটি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে উচ্ছ্বাসের তত্ত্বাবধানে করেছিলাম। সত্যি বলতে কি, আমি যখন যেখানেই থাকি, গানের মাঝে থাকতেই ভালোবাসি। শিগগিরই নতুন গানগুলো প্রকাশ করা হবে। এরপর আরও বেশ কিছু গানের পরিকল্পনা আছে। আশা করি প্রচারে এলে দর্শক-শ্রোতার মান জয় করবে গানগুলো।’
তিনটি নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। এরই মধ্যে গান তিনটির ভয়েস রেকর্ডিং সম্পন্ন করেছেন শিল্পী। দুটি গানের মিউজিক ভিডিওর শুটিং করেছেন। গান দুটির শিরোনাম ‘আমি ভালো আছি’ ও ‘আকাশ উপুড়’। বৃষ্টি নিয়ে গেয়েছেন একটি গান। এই গানটির ভিডিও রেকর্ডিংয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। ফাহমিদা নবী জানিয়েছেন, শিগগিরই একে একে গানগুলো প্রকাশ করা হবে ইউটিউবে।
‘আমি ভালো আছি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন ফাহমিদা নবী নিজে। ‘নীলকণ্ঠ বিষ পান করে, চোখের জলে লুকিয়ে রেখে, আমি সুখের ভান করেছি, আর হেসে গেছি’—এমন কথায় গানটি লিখেছেন ইলা মজিদ। আকাশ উপুড় গানটি সুর করেছেন সচ্ছল কাজী। ‘মনের উপর আকাশ উপুড়, ছন্নছাড়া অলস দুপুর, দুঃখ আমাকে খাচ্ছে কুরে খাক’—এমন কথায় গানটি লিখেছেন হাসান মাসুক। বৃষ্টির গানটি লিখেছেন সোহেল আলম, সুর করেছেন শেখ মোহাম্মদ রাজন।
নতুন গান প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘নতুন তিনটি গানেরই কথাগুলো বেশ সুন্দর আর কাব্যিক। তাই একটি গান আমি নিজেই সুর করেছি। বাকি দুটি গান অন্যের সুরে করা। ঢাকার অদূরে স্বপ্ন কুটির রিভারভিউ ভিলাতে দুটি গানের মিউজিক ভিডিওর শুটিং করেছি। আকাশ উপুড় গানটি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে উচ্ছ্বাসের তত্ত্বাবধানে করেছিলাম। সত্যি বলতে কি, আমি যখন যেখানেই থাকি, গানের মাঝে থাকতেই ভালোবাসি। শিগগিরই নতুন গানগুলো প্রকাশ করা হবে। এরপর আরও বেশ কিছু গানের পরিকল্পনা আছে। আশা করি প্রচারে এলে দর্শক-শ্রোতার মান জয় করবে গানগুলো।’
৮ অক্টোবর পথচলার ২১ বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। ওই দিন স্টার সিনেপ্লেক্সের যেকোনো সিনেমার জন্য একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি পাবেন দর্শকেরা।
৭ ঘণ্টা আগেগত সপ্তাহে স্থানীয় প্রশাসনের অনুমতি না পাওয়ায় মেহেরপুরে বাতিল হয়ে গেছে নগর বাউল জেমসের কনসার্ট। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ওঠে সমালোচনার ঝড়। এই আলোচনার মধ্যে জানা গেল জেমসের নতুন কনসার্টের খবর।
১৯ ঘণ্টা আগেস্টেজে গান গাওয়ার সময় মিউজিশিয়ানকে ধাক্কা দিয়ে সমালোচনার মুখে পড়েছেন সংগীতশিল্পী মুজিব পরদেশী। অনেকে মন্তব্য করছেন, মুজিব পরদেশীর মতো সিনিয়র শিল্পীর কাছ থেকে এমন ব্যবহার কাম্য নয়। তবে সংগীতশিল্পী রবি চৌধুরী মনে করেন, বিষয়টি অন্যভাবে না নিয়ে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখা উচিত।
১৯ ঘণ্টা আগেশিশুদের অনুষ্ঠানে ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামীদের নিয়ে বার্তা প্রচারের অভিযোগ এনে নেটফ্লিক্স বয়কটের ডাক দিয়েছেন প্রযুক্তি বিশ্বের উদ্যোক্তা ধনকুবের ইলন মাস্ক। এরই মধ্যে তাঁর এই বয়কটের ডাকে বিশাল ক্ষতির মুখোমুখি হয়েছে এই জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।
১ দিন আগে