বিনোদন প্রতিবেদক, ঢাকা
গানের মানুষ হিসেবেই বেশি পরিচিত শায়ান চৌধুরী অর্ণব। তিনি গান লেখেন, তাতে সুর দেন, সংগীত পরিচালনা করেন এবং সেই গান তুলে নেন কণ্ঠে। চিত্রশিল্পী হিসেবেও সুনাম রয়েছে তাঁর। এবার অর্ণবের নামের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন পরিচিতি। এবারের একুশে বইমেলায় প্রথমবারের মতো লেখক হিসেবে হাজির হচ্ছেন তিনি।
বইটির নাম রাখা হয়েছে অর্ণবের জনপ্রিয় গানের নামানুসারে। ‘হোক কলরব’ নামের গীতিকবিতার বইটি প্রকাশ করবে কিংবদন্তী পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন অর্ণবের বাবা চিত্রশিল্পী স্বপন চৌধুরী। জানা গেছে, অর্ণবের সুর করা গানগুলো স্থান পেয়েছে এতে। সঙ্গে থাকছে গান তৈরির পেছনের গল্প। বিদেশি শ্রোতাদের কাছে পৌঁছাতে বাংলার পাশাপাশি রাখা হয়েছে প্রতিটি গানের ইংরেজি অনুবাদ।
বইটি নিয়ে অর্ণব বলেন, ‘অনেক দিন ধরে ইচ্ছা ছিল সবার জন্য আমার সুর করা গান নিয়ে একটা বই বের করব ইংরেজি ট্রান্সলেশনসহ, যাতে সব শ্রোতা আমার গানগুলোর সঙ্গে আরও বেশি রিলেট করতে পারে। এ বছর অমর একুশে বইমেলায় আসছে আমার সুর করা গানের বই হোক কলরব।’
বইটি সম্পর্কে প্রকাশক জানিয়েছেন, ‘একজন শিল্পীকে আলাদা করে তাঁর বায়োগ্রাফি লিখতে হয় না। নিজের তৈরি শিল্পের মধ্যে তাঁর জীবনের সমস্তটা লুকিয়ে থাকে। হোক কলরব বইটিও তেমন এক পরোক্ষ বায়োগ্রাফি, যেখানে গানের ভাষায় অর্ণবের জীবনটা গুটিগুটি অক্ষরে ছাপানো হয়েছে। বইটির দাম ৩৫০ টাকা। এরই মধ্যে অনলাইনে শুরু হয়েছে বইয়ের প্রি-বুকিং।’
গানের মানুষ হিসেবেই বেশি পরিচিত শায়ান চৌধুরী অর্ণব। তিনি গান লেখেন, তাতে সুর দেন, সংগীত পরিচালনা করেন এবং সেই গান তুলে নেন কণ্ঠে। চিত্রশিল্পী হিসেবেও সুনাম রয়েছে তাঁর। এবার অর্ণবের নামের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন পরিচিতি। এবারের একুশে বইমেলায় প্রথমবারের মতো লেখক হিসেবে হাজির হচ্ছেন তিনি।
বইটির নাম রাখা হয়েছে অর্ণবের জনপ্রিয় গানের নামানুসারে। ‘হোক কলরব’ নামের গীতিকবিতার বইটি প্রকাশ করবে কিংবদন্তী পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন অর্ণবের বাবা চিত্রশিল্পী স্বপন চৌধুরী। জানা গেছে, অর্ণবের সুর করা গানগুলো স্থান পেয়েছে এতে। সঙ্গে থাকছে গান তৈরির পেছনের গল্প। বিদেশি শ্রোতাদের কাছে পৌঁছাতে বাংলার পাশাপাশি রাখা হয়েছে প্রতিটি গানের ইংরেজি অনুবাদ।
বইটি নিয়ে অর্ণব বলেন, ‘অনেক দিন ধরে ইচ্ছা ছিল সবার জন্য আমার সুর করা গান নিয়ে একটা বই বের করব ইংরেজি ট্রান্সলেশনসহ, যাতে সব শ্রোতা আমার গানগুলোর সঙ্গে আরও বেশি রিলেট করতে পারে। এ বছর অমর একুশে বইমেলায় আসছে আমার সুর করা গানের বই হোক কলরব।’
বইটি সম্পর্কে প্রকাশক জানিয়েছেন, ‘একজন শিল্পীকে আলাদা করে তাঁর বায়োগ্রাফি লিখতে হয় না। নিজের তৈরি শিল্পের মধ্যে তাঁর জীবনের সমস্তটা লুকিয়ে থাকে। হোক কলরব বইটিও তেমন এক পরোক্ষ বায়োগ্রাফি, যেখানে গানের ভাষায় অর্ণবের জীবনটা গুটিগুটি অক্ষরে ছাপানো হয়েছে। বইটির দাম ৩৫০ টাকা। এরই মধ্যে অনলাইনে শুরু হয়েছে বইয়ের প্রি-বুকিং।’
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে