Ajker Patrika

সাড়ে ৩ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবিনা ইয়াসমীন

আপডেট : ০৩ জুন ২০২৪, ১৮: ০৩
সাড়ে ৩ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবিনা ইয়াসমীন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ সাড়ে তিন মাস চিকিৎসাধীন থাকার পর গত ৩১ মে দেশে ফিরেছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি ঢাকায় নিজের বাসায় আছেন। আজ সোমবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে শিল্পীর পারিবারিক সূত্র। বর্তমানে সাবিনা ইয়াসমীনের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছে সূত্রটি, তবে নিয়মিত চেকআপের জন্য এ মাসেই তাঁকে আবার সিঙ্গাপুর যেতে হবে।

গত ফেব্রুয়ারিতে নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুরে যান সাবিনা ইয়াসমীন। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা দাঁতের সমস্যা দেখতে পান। এরই পরিপ্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারি একটি অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শেষে রেডিওথেরাপি নিতে হয়। এরই মধ্যে রেডিওথেরাপি কোর্স শেষ হয়। তবে রেডিওথেরাপির কারণে তাঁর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া হয়। আগামী এক বছর সাবিনা ইয়াসমীনকে নির্দিষ্ট সময় পরপর সিঙ্গাপুর যেতে হবে বলে জানিয়েছে পারিবারিক সূত্রটি।

পাঁচ দশকেরও বেশি সময় ধরে গানের ভুবনে বিচরণ তাঁর। চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদি, লোকসংগীত, আধুনিক বাংলাসহ নানা ধারার গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। 

সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনচলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। শিল্পকলার সংগীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত