৫০ বছর আগে রেকর্ড করা পপতারকা জন লেনন ও ইয়োকো ওনো দম্পতির অপ্রকাশিত একটি ক্যাসেট নিলামে ৫৮ হাজার ৩০ ডলারে (প্রায় ৫০ লাখ টাকা) বিক্রি হয়েছে। ক্যাসেটটি লেননের বিটলস ব্যান্ড ভেঙে যাওয়ার কয়েক মাস আগে রেকর্ড করা হয়েছিল। গতকাল মঙ্গলবার ডেনমার্কের কোপেনহেগেনে এটি নিলামে ওঠে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৩৩ মিনিটের এই ক্যাসেটে বিশেষত রয়েছে লেনন ও ইয়োকো ওনো দম্পতির একটি সাক্ষাৎকার। সঙ্গে রয়েছে বিটলসের অপ্রকাশিত গান ‘রেডিও পিস’সহ বেশ কয়েকটি গান। এই ১৯৭০ সালে ডেনমার্কের চার কিশোর একটি স্কুল ম্যাগাজিনের জন্য এই সাক্ষাৎকার ও গানের রেকর্ডটি করেছিলেন। তখনো তাঁরা জানতেন না দ্য বিটলস দলটি ভেঙে যাবে।
কোপেনহেগেনে নিলাম হাউসের ব্রুন রাসমুসেন লেনন দম্পতির সঙ্গে সাক্ষাৎকারের যে টেপ নিলামে উঠেছে, ছবিসহ তার আনুমানিক মূল্য ৩১ হাজার ৫০০ থেকে ৪৭ হাজার মার্কিন ডলার বলে জানিয়েছিলেন। পরে অবশ্য এটি এর চেয়েও বেশি দামে বিক্রি হয়। যিনি নিলামে ক্যাসেটটি কিনেছেন, তাঁর পরিচয় অবশ্য পাওয়া যায়নি। এই ক্যাসেটের সঙ্গে তিনি অবশ্য সে সময়ের ওই চার স্কুল শিক্ষার্থীর সঙ্গে লেননের ছবি, স্কুল ম্যাগাজিনের একটি কপিও কিনেছেন। সব মিলিয়েই নিলাম ডাকা হয়েছিল।
রেকর্ডটি ধারণ করেছিলেন কার্সটেন হোজেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তখন ভিয়েতনামে যুদ্ধ চলছিল। সে সময়ে তারা ছিলেন ১৬ বছরের কিশোর। তাঁরা সে সময় মূলত লেনন ও ওনোর বিশ্বশান্তি নিয়ে বিভিন্ন কাজের ভক্ত ছিলেন। তারাও কীভাবে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কাজ করতে পারেন—এমন একটি প্রশ্ন রেখেছিলেন তাঁরা জন লেননের কাছে। উত্তরে লেনন বলেন, ‘আমরা যা করি, তা অনুসরণ করুন। ভাবুন, আমি স্থানীয়ভাবে কী করতে পারি?’
ক্যাসেটটিতে লেনন দম্পতি যুদ্ধ বিদ্বেষের তাঁদের শান্তির প্রচার অভিযানের কথা, বিটলসকে কীভাবে তারা সাজিয়েছেন সে কথা এ নিয়ে কিছু হতাশার কথাসহ তাঁর লম্বা চুল নিয়েও নানান ধরনের আলোচনা রয়েছে। এই আলোচনার ফাঁকেই গিটার তুলে নেন লেনন। তারপর গান সেই বিখ্যাত গান—‘গিভ পিস এ চান্স’ গানটি, যা রয়েছে এই ক্যাসেটে। এ ছাড়া এই ক্যাসেটে তাঁদের ‘রেডিও পিস’ গানটিও রয়েছে।
লেনন দম্পতি তাঁদের শান্তি প্রচার অভিযানের অংশ হিসেবে ‘রেডিও পিস’ গানটি লিখেছিলেন এবং তাঁরা এই নামে একটি রেডিও স্টেশনও খুলতে চেয়েছিলেন, যা অসম্পূর্ণই থেকে গেছে। সে সময় লেননের গানে প্রজন্মের মধ্যে শান্তি প্রতিষ্ঠার অনুপ্রেরণা জুটেছে। লেনন তাঁর গানে যুদ্ধের বিপরীতে শান্তির আবহ ছড়িয়ে দেওয়ার কাজটিই করেছেন। বিশ্বব্যাপী নানা যুদ্ধ, দুঃসময়ে তাঁর গান মানুষের কাছে এসেছিল শান্তির বার্তা হয়ে। এই ক্যাসেট লেননের প্রচণ্ড ভক্ত বা অনুসারীদের মধ্যেই কেউ সংগ্রহে রাখবেন বলে মনে করেন বিশ্লেষকেরা।
৫০ বছর আগে রেকর্ড করা পপতারকা জন লেনন ও ইয়োকো ওনো দম্পতির অপ্রকাশিত একটি ক্যাসেট নিলামে ৫৮ হাজার ৩০ ডলারে (প্রায় ৫০ লাখ টাকা) বিক্রি হয়েছে। ক্যাসেটটি লেননের বিটলস ব্যান্ড ভেঙে যাওয়ার কয়েক মাস আগে রেকর্ড করা হয়েছিল। গতকাল মঙ্গলবার ডেনমার্কের কোপেনহেগেনে এটি নিলামে ওঠে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৩৩ মিনিটের এই ক্যাসেটে বিশেষত রয়েছে লেনন ও ইয়োকো ওনো দম্পতির একটি সাক্ষাৎকার। সঙ্গে রয়েছে বিটলসের অপ্রকাশিত গান ‘রেডিও পিস’সহ বেশ কয়েকটি গান। এই ১৯৭০ সালে ডেনমার্কের চার কিশোর একটি স্কুল ম্যাগাজিনের জন্য এই সাক্ষাৎকার ও গানের রেকর্ডটি করেছিলেন। তখনো তাঁরা জানতেন না দ্য বিটলস দলটি ভেঙে যাবে।
কোপেনহেগেনে নিলাম হাউসের ব্রুন রাসমুসেন লেনন দম্পতির সঙ্গে সাক্ষাৎকারের যে টেপ নিলামে উঠেছে, ছবিসহ তার আনুমানিক মূল্য ৩১ হাজার ৫০০ থেকে ৪৭ হাজার মার্কিন ডলার বলে জানিয়েছিলেন। পরে অবশ্য এটি এর চেয়েও বেশি দামে বিক্রি হয়। যিনি নিলামে ক্যাসেটটি কিনেছেন, তাঁর পরিচয় অবশ্য পাওয়া যায়নি। এই ক্যাসেটের সঙ্গে তিনি অবশ্য সে সময়ের ওই চার স্কুল শিক্ষার্থীর সঙ্গে লেননের ছবি, স্কুল ম্যাগাজিনের একটি কপিও কিনেছেন। সব মিলিয়েই নিলাম ডাকা হয়েছিল।
রেকর্ডটি ধারণ করেছিলেন কার্সটেন হোজেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তখন ভিয়েতনামে যুদ্ধ চলছিল। সে সময়ে তারা ছিলেন ১৬ বছরের কিশোর। তাঁরা সে সময় মূলত লেনন ও ওনোর বিশ্বশান্তি নিয়ে বিভিন্ন কাজের ভক্ত ছিলেন। তারাও কীভাবে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কাজ করতে পারেন—এমন একটি প্রশ্ন রেখেছিলেন তাঁরা জন লেননের কাছে। উত্তরে লেনন বলেন, ‘আমরা যা করি, তা অনুসরণ করুন। ভাবুন, আমি স্থানীয়ভাবে কী করতে পারি?’
ক্যাসেটটিতে লেনন দম্পতি যুদ্ধ বিদ্বেষের তাঁদের শান্তির প্রচার অভিযানের কথা, বিটলসকে কীভাবে তারা সাজিয়েছেন সে কথা এ নিয়ে কিছু হতাশার কথাসহ তাঁর লম্বা চুল নিয়েও নানান ধরনের আলোচনা রয়েছে। এই আলোচনার ফাঁকেই গিটার তুলে নেন লেনন। তারপর গান সেই বিখ্যাত গান—‘গিভ পিস এ চান্স’ গানটি, যা রয়েছে এই ক্যাসেটে। এ ছাড়া এই ক্যাসেটে তাঁদের ‘রেডিও পিস’ গানটিও রয়েছে।
লেনন দম্পতি তাঁদের শান্তি প্রচার অভিযানের অংশ হিসেবে ‘রেডিও পিস’ গানটি লিখেছিলেন এবং তাঁরা এই নামে একটি রেডিও স্টেশনও খুলতে চেয়েছিলেন, যা অসম্পূর্ণই থেকে গেছে। সে সময় লেননের গানে প্রজন্মের মধ্যে শান্তি প্রতিষ্ঠার অনুপ্রেরণা জুটেছে। লেনন তাঁর গানে যুদ্ধের বিপরীতে শান্তির আবহ ছড়িয়ে দেওয়ার কাজটিই করেছেন। বিশ্বব্যাপী নানা যুদ্ধ, দুঃসময়ে তাঁর গান মানুষের কাছে এসেছিল শান্তির বার্তা হয়ে। এই ক্যাসেট লেননের প্রচণ্ড ভক্ত বা অনুসারীদের মধ্যেই কেউ সংগ্রহে রাখবেন বলে মনে করেন বিশ্লেষকেরা।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
১ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
১ ঘণ্টা আগে