বাঙ্গালির প্রাণ নেচে ওঠে বসন্ত আগমনে। ফাগুনের মাতাল সমীরণ মনোজগতে তোলে আলোড়ন। ২০০৫ সালের কোনো এক ফাগুন বিকেলে কবি মোক্তার হোসেন লিখেছিলেন ‘উপহার’ কবিতাটি।
এরপর কেটে যায় বেশ কটি বসন্ত। গত বছর এক বিকেলে কবির বাসায় বন্ধু মামুনুর গিয়েছিলেন তাঁর মিউজিক ভিডিও ‘বৃথা সম্প্রচারের’ শুটিংয়ে। শুটিং শেষে চা আড্ডার এক ফাঁকে কবি মামুনুরের হাতে তুলে দেন তার ২০১৭ সালে বইমেলায় প্রকাশিত দ্বিতীয় কাব্য গ্রন্থ ‘মহুয়া মাতাল হলে’। যেখানে প্রকাশিত হয় কবিতা ‘উপহার’।
এরপর কেটে যায় আরও কিছুদিন। এক ভোরে কবি ঘুম থেকে জেগে দেখতে পান মামুনুরের একটা ভয়েস ক্লিপ, যেখানে সুরারোপিত তারই কবিতা ‘উপহার’।
শুরু হয় উপহার গানের নির্মাণ। একে একে যুক্ত হন সংগীত আয়োজক রোমেল হাসান, গিটারিস্ট জে আর সুমন ও মিক্সিং মাস্টার জাহান ইসলাম।
কবি মোক্তার হোসেন বলেন, যে আবেগ উৎসারিত হয়েছিল তাঁর কবিতায় তিনি অবাক হয়ে শুনলেন মামুনুর তৈরি করেছেন সেই অধরা সুর। যে সুরে খেলে যায় ফাগুনের হাওয়ার অবমিশ্রিত সুখ, যে অনুভূতি তিনি রচনা ও প্রকাশ করতে চেয়েছেন এই কথামালায়।
মামুনুর নিজের প্রাণের তাগিদে গান করেন। জানান, ভালোবাসা থেকে গান করা, কোনো বাণিজ্যিক উদ্দেশ্য থেকে নয়। আর তাই তাঁর গানগুলো বর্তমান সময় থেকে একটু আলাদা। কারণ তিনি এখনো নব্বইয়ের দশকের বাংলা গানে মোহিত হয়ে আছেন। শিল্পী মামুনুর বলেন, এখন গান শুধু শোনার নয়, দেখারও। উপহার গানের মিউজিক ভিডিওটি আপাতত অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশ হয়েছে।
বাঙ্গালির প্রাণ নেচে ওঠে বসন্ত আগমনে। ফাগুনের মাতাল সমীরণ মনোজগতে তোলে আলোড়ন। ২০০৫ সালের কোনো এক ফাগুন বিকেলে কবি মোক্তার হোসেন লিখেছিলেন ‘উপহার’ কবিতাটি।
এরপর কেটে যায় বেশ কটি বসন্ত। গত বছর এক বিকেলে কবির বাসায় বন্ধু মামুনুর গিয়েছিলেন তাঁর মিউজিক ভিডিও ‘বৃথা সম্প্রচারের’ শুটিংয়ে। শুটিং শেষে চা আড্ডার এক ফাঁকে কবি মামুনুরের হাতে তুলে দেন তার ২০১৭ সালে বইমেলায় প্রকাশিত দ্বিতীয় কাব্য গ্রন্থ ‘মহুয়া মাতাল হলে’। যেখানে প্রকাশিত হয় কবিতা ‘উপহার’।
এরপর কেটে যায় আরও কিছুদিন। এক ভোরে কবি ঘুম থেকে জেগে দেখতে পান মামুনুরের একটা ভয়েস ক্লিপ, যেখানে সুরারোপিত তারই কবিতা ‘উপহার’।
শুরু হয় উপহার গানের নির্মাণ। একে একে যুক্ত হন সংগীত আয়োজক রোমেল হাসান, গিটারিস্ট জে আর সুমন ও মিক্সিং মাস্টার জাহান ইসলাম।
কবি মোক্তার হোসেন বলেন, যে আবেগ উৎসারিত হয়েছিল তাঁর কবিতায় তিনি অবাক হয়ে শুনলেন মামুনুর তৈরি করেছেন সেই অধরা সুর। যে সুরে খেলে যায় ফাগুনের হাওয়ার অবমিশ্রিত সুখ, যে অনুভূতি তিনি রচনা ও প্রকাশ করতে চেয়েছেন এই কথামালায়।
মামুনুর নিজের প্রাণের তাগিদে গান করেন। জানান, ভালোবাসা থেকে গান করা, কোনো বাণিজ্যিক উদ্দেশ্য থেকে নয়। আর তাই তাঁর গানগুলো বর্তমান সময় থেকে একটু আলাদা। কারণ তিনি এখনো নব্বইয়ের দশকের বাংলা গানে মোহিত হয়ে আছেন। শিল্পী মামুনুর বলেন, এখন গান শুধু শোনার নয়, দেখারও। উপহার গানের মিউজিক ভিডিওটি আপাতত অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশ হয়েছে।
সিনেমায় তিন খানের একসঙ্গে দেখা পেতে হলে আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তবে আমির, সালমান ও শাহরুখকে একসঙ্গে দেখার সুযোগ এসে গেছে। এ মাসেই সৌদি আরবের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা।
৫ ঘণ্টা আগেবাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
১৭ ঘণ্টা আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
১৭ ঘণ্টা আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
১৭ ঘণ্টা আগে