বাঙ্গালির প্রাণ নেচে ওঠে বসন্ত আগমনে। ফাগুনের মাতাল সমীরণ মনোজগতে তোলে আলোড়ন। ২০০৫ সালের কোনো এক ফাগুন বিকেলে কবি মোক্তার হোসেন লিখেছিলেন ‘উপহার’ কবিতাটি।
এরপর কেটে যায় বেশ কটি বসন্ত। গত বছর এক বিকেলে কবির বাসায় বন্ধু মামুনুর গিয়েছিলেন তাঁর মিউজিক ভিডিও ‘বৃথা সম্প্রচারের’ শুটিংয়ে। শুটিং শেষে চা আড্ডার এক ফাঁকে কবি মামুনুরের হাতে তুলে দেন তার ২০১৭ সালে বইমেলায় প্রকাশিত দ্বিতীয় কাব্য গ্রন্থ ‘মহুয়া মাতাল হলে’। যেখানে প্রকাশিত হয় কবিতা ‘উপহার’।
এরপর কেটে যায় আরও কিছুদিন। এক ভোরে কবি ঘুম থেকে জেগে দেখতে পান মামুনুরের একটা ভয়েস ক্লিপ, যেখানে সুরারোপিত তারই কবিতা ‘উপহার’।
শুরু হয় উপহার গানের নির্মাণ। একে একে যুক্ত হন সংগীত আয়োজক রোমেল হাসান, গিটারিস্ট জে আর সুমন ও মিক্সিং মাস্টার জাহান ইসলাম।
কবি মোক্তার হোসেন বলেন, যে আবেগ উৎসারিত হয়েছিল তাঁর কবিতায় তিনি অবাক হয়ে শুনলেন মামুনুর তৈরি করেছেন সেই অধরা সুর। যে সুরে খেলে যায় ফাগুনের হাওয়ার অবমিশ্রিত সুখ, যে অনুভূতি তিনি রচনা ও প্রকাশ করতে চেয়েছেন এই কথামালায়।
মামুনুর নিজের প্রাণের তাগিদে গান করেন। জানান, ভালোবাসা থেকে গান করা, কোনো বাণিজ্যিক উদ্দেশ্য থেকে নয়। আর তাই তাঁর গানগুলো বর্তমান সময় থেকে একটু আলাদা। কারণ তিনি এখনো নব্বইয়ের দশকের বাংলা গানে মোহিত হয়ে আছেন। শিল্পী মামুনুর বলেন, এখন গান শুধু শোনার নয়, দেখারও। উপহার গানের মিউজিক ভিডিওটি আপাতত অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশ হয়েছে।
বাঙ্গালির প্রাণ নেচে ওঠে বসন্ত আগমনে। ফাগুনের মাতাল সমীরণ মনোজগতে তোলে আলোড়ন। ২০০৫ সালের কোনো এক ফাগুন বিকেলে কবি মোক্তার হোসেন লিখেছিলেন ‘উপহার’ কবিতাটি।
এরপর কেটে যায় বেশ কটি বসন্ত। গত বছর এক বিকেলে কবির বাসায় বন্ধু মামুনুর গিয়েছিলেন তাঁর মিউজিক ভিডিও ‘বৃথা সম্প্রচারের’ শুটিংয়ে। শুটিং শেষে চা আড্ডার এক ফাঁকে কবি মামুনুরের হাতে তুলে দেন তার ২০১৭ সালে বইমেলায় প্রকাশিত দ্বিতীয় কাব্য গ্রন্থ ‘মহুয়া মাতাল হলে’। যেখানে প্রকাশিত হয় কবিতা ‘উপহার’।
এরপর কেটে যায় আরও কিছুদিন। এক ভোরে কবি ঘুম থেকে জেগে দেখতে পান মামুনুরের একটা ভয়েস ক্লিপ, যেখানে সুরারোপিত তারই কবিতা ‘উপহার’।
শুরু হয় উপহার গানের নির্মাণ। একে একে যুক্ত হন সংগীত আয়োজক রোমেল হাসান, গিটারিস্ট জে আর সুমন ও মিক্সিং মাস্টার জাহান ইসলাম।
কবি মোক্তার হোসেন বলেন, যে আবেগ উৎসারিত হয়েছিল তাঁর কবিতায় তিনি অবাক হয়ে শুনলেন মামুনুর তৈরি করেছেন সেই অধরা সুর। যে সুরে খেলে যায় ফাগুনের হাওয়ার অবমিশ্রিত সুখ, যে অনুভূতি তিনি রচনা ও প্রকাশ করতে চেয়েছেন এই কথামালায়।
মামুনুর নিজের প্রাণের তাগিদে গান করেন। জানান, ভালোবাসা থেকে গান করা, কোনো বাণিজ্যিক উদ্দেশ্য থেকে নয়। আর তাই তাঁর গানগুলো বর্তমান সময় থেকে একটু আলাদা। কারণ তিনি এখনো নব্বইয়ের দশকের বাংলা গানে মোহিত হয়ে আছেন। শিল্পী মামুনুর বলেন, এখন গান শুধু শোনার নয়, দেখারও। উপহার গানের মিউজিক ভিডিওটি আপাতত অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশ হয়েছে।
৯৭তম অস্কারে সেরা ডকুমেন্টারির পুরস্কার পেয়েছিল ফিলিস্তিনি পরিচালক হামদান বাল্লালের ‘নো আদার ল্যান্ড’। চার বছর ধরে নির্মিত এ তথ্যচিত্রে পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার—সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে।
৭ মিনিট আগেঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১৩ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে