‘পাগল মন, মন কেন এত কথা বলে’ গানটি শোনেননি এমন শ্রোতা বোধ হয় খুঁজে পাওয়া যাবে না। ৩০ বছর পার হয়েছে এ গানের বয়স। গানটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৯ সালে। এর তিন বছর পর নতুন আয়োজনে ‘পাগল মন’ গানে আবারও কণ্ঠ দেন দিলরুবা খান। এরপর সারা দেশে ছড়িয়ে পড়ে গানটি।
নতুন করে এ গান শোনা যাবে সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও জিনিয়া জাফরিন লুইপার কণ্ঠে। সম্প্রতি জাভেদ আহমেদ কিসলুর সংগীতায়োজনে ‘পাগল মন’-এর নতুন ভার্সনে কণ্ঠ দিয়েছেন তাঁরা। গানটি ব্যবহৃত হবে ‘প্রেম পিরিতির বন্ধন’ ছবিতে।
সংগীত পরিচালক জাভেদ আহমেদ কিসলু বলেন, ‘নতুন ভার্সনে মূল গানটির সুরটা একই থাকছে। বদলে যাচ্ছে গানের কথা ও সংগীতায়োজন। আমরা এই গানের চারটি ভার্সন করেছি। মূল একটি গান তো থাকছেই। এ ছাড়া, রাধা-কৃষ্ণ ও বেদে-বেদেনীর আবহে থাকছে দুটি ভার্সন। এ সময়ের বিবেচনায় আধুনিক ভার্সন থাকছে একটি। চার স্টাইলেই গানটি রাখা হচ্ছে ছবিতে।’
বর্তমানে ‘প্রেম পিরিতির বন্ধন’ ছবির শুটিং চলছে পাবনার ঈশ্বরদীতে। ছবিতে অভিনয় করছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী। তাঁরাই ঠোঁট মেলাবেন নতুন ‘পাগল মন’ গানে। ছবিটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু।
এর আগে শাকিব খান প্রযোজিত ও অভিনীত ‘বীর’ ছবিতে নতুন সংগীতায়োজনে ব্যবহার করা হয় ‘পাগল মন’। লিংকনের সংগীতে ছবিতে গানটি গেয়েছিলেন অশোক সিং। গানটি জনপ্রিয়তা পেলেও কপিরাইট আইনে ফেঁসে যান শাকিব খান। ক্ষতিপূরণ গুনতে হয় তাঁকে।
তবে এবার কপিরাইটের বিষয়টি আগেভাগেই মাথায় রেখেছেন নির্মাতা। তিনি বলেন, ‘আমি গানটির স্বত্ব নিয়েছি। শিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠান আমাকে গানটি নতুন করে তৈরি করার অনুমতি দিয়েছে। ফলে কোনো আইনি ঝামেলায় পড়ার চিন্তা নেই।’
‘পাগল মন, মন কেন এত কথা বলে’ গানটি শোনেননি এমন শ্রোতা বোধ হয় খুঁজে পাওয়া যাবে না। ৩০ বছর পার হয়েছে এ গানের বয়স। গানটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৯ সালে। এর তিন বছর পর নতুন আয়োজনে ‘পাগল মন’ গানে আবারও কণ্ঠ দেন দিলরুবা খান। এরপর সারা দেশে ছড়িয়ে পড়ে গানটি।
নতুন করে এ গান শোনা যাবে সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও জিনিয়া জাফরিন লুইপার কণ্ঠে। সম্প্রতি জাভেদ আহমেদ কিসলুর সংগীতায়োজনে ‘পাগল মন’-এর নতুন ভার্সনে কণ্ঠ দিয়েছেন তাঁরা। গানটি ব্যবহৃত হবে ‘প্রেম পিরিতির বন্ধন’ ছবিতে।
সংগীত পরিচালক জাভেদ আহমেদ কিসলু বলেন, ‘নতুন ভার্সনে মূল গানটির সুরটা একই থাকছে। বদলে যাচ্ছে গানের কথা ও সংগীতায়োজন। আমরা এই গানের চারটি ভার্সন করেছি। মূল একটি গান তো থাকছেই। এ ছাড়া, রাধা-কৃষ্ণ ও বেদে-বেদেনীর আবহে থাকছে দুটি ভার্সন। এ সময়ের বিবেচনায় আধুনিক ভার্সন থাকছে একটি। চার স্টাইলেই গানটি রাখা হচ্ছে ছবিতে।’
বর্তমানে ‘প্রেম পিরিতির বন্ধন’ ছবির শুটিং চলছে পাবনার ঈশ্বরদীতে। ছবিতে অভিনয় করছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী। তাঁরাই ঠোঁট মেলাবেন নতুন ‘পাগল মন’ গানে। ছবিটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু।
এর আগে শাকিব খান প্রযোজিত ও অভিনীত ‘বীর’ ছবিতে নতুন সংগীতায়োজনে ব্যবহার করা হয় ‘পাগল মন’। লিংকনের সংগীতে ছবিতে গানটি গেয়েছিলেন অশোক সিং। গানটি জনপ্রিয়তা পেলেও কপিরাইট আইনে ফেঁসে যান শাকিব খান। ক্ষতিপূরণ গুনতে হয় তাঁকে।
তবে এবার কপিরাইটের বিষয়টি আগেভাগেই মাথায় রেখেছেন নির্মাতা। তিনি বলেন, ‘আমি গানটির স্বত্ব নিয়েছি। শিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠান আমাকে গানটি নতুন করে তৈরি করার অনুমতি দিয়েছে। ফলে কোনো আইনি ঝামেলায় পড়ার চিন্তা নেই।’
টালিউড বক্স অফিসে ঝড় তোলা ‘ধূমকেতু’ বাংলাদেশে মুক্তির ইচ্ছার কথা জানিয়েছেন সিনেমার প্রযোজক রানা সরকার। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বরাবর অনুরোধও জানিয়েছেন।
৭ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মর্যাদাপূর্ণ শিল্প সম্মাননা ‘কেনেডি সেন্টার অনার্স’ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, কেনেডি সেন্টার ২০২৫ সম্মাননাপ্রাপ্তদের তালিকায় তাঁর নাম প্রস্তাব করলেও, সময়সূচির জটিলতার কারণে...
৭ ঘণ্টা আগে‘মার্শাল কিং’ নামের নতুন সিনেমার শুটিং শুরু করেছেন চলচ্চিত্র অভিনেতা রুবেল। শুটিং সেটে তোলা বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নতুন সিনেমার খবর জানিয়েছেন পরিচালক মিজানুর রহমান শামীম।
৭ ঘণ্টা আগেসম্প্রতি অভিনয় ক্যারিয়ারে ২৫ বছর পূর্ণ করেছেন অভিষেক বচ্চন। বাবা অমিতাভ বচ্চনের অভিনয় প্রতিভার সঙ্গে অভিষেকের তুলনা চলেছে বছরের পর বছর ধরে। সেসব সমালোচনা হাসিমুখে মেনে নিয়ে নিজের অভিনয়ে আরও ভালো করার চেষ্টা করে গেছেন অভিষেক।
৭ ঘণ্টা আগে