সারা বিশ্বে দ্রুত জনপ্রিয় হচ্ছে কে–পপ। তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এই নতুন ঘরানার গান। বাংলাদেশও এর বাইরে নয়। শুধু শোনা নয়, এ দেশে চর্চাও চলছে কে–পপের। গড়ে উঠেছে বেশকিছু দল যারা কে–পপ গায়।
বাংলাদেশে কে–পপের জনপ্রিয়তা বিবেচনা করে কোরিয়ান দূতাবাস ২০১৫ সাল থেকে প্রতি বছর কে-পপ আয়োজন করে আসছে। করোনা সংক্রমনের কারণে ২০২০ সালে বার্ষিক কে-পপ ফেস্টিভ্যাল হয়নি। এ বছর হবে। এরইমধ্যে অডিশন রাউন্ডও শেষ হয়েছে।
জুন ও জুলাই মাসে অনুষ্ঠিত ২০২১ কে-পপ ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল বাংলাদেশ অডিশনে ছয়টি বাংলাদেশি দল বিজয়ী হয়েছে। বিজয়ীর নাম ঘোষণা করেছে ঢাকায় কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাস।
এবারের অডিশন রাউন্ডে অংশ নিয়েছে ১৪২টি দল, যারা বাংলাদেশে কে–পপ চর্চা করছে। তাদের মধ্য থেকে সেরা ছয়টি দলকে বেছে নেওয়া হয়েছে। মনোনীত দলগুলো হলো-এলএক্সএস, ইএক্সডি, লস্ট ডাইনেস্টি, ডেক্সভার্স, হেভেনস ল এবং ব্লু পপারস।
এই ছয়টি দলকে পুরস্কার দেবে কোরিয়ান দূতাবাস। তাঁদের নাম জমা দেওয়া হবে চ্যাংওন কে-পপ ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল আয়োজকদের কাছে। যা এ বছরের অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে। আয়োজকরা যাদেরকে বেছে নেবেন, তাঁরা কে-পপ ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে অংশ নেওয়ার আমন্ত্রণ পাবেন।
সারা বিশ্বে দ্রুত জনপ্রিয় হচ্ছে কে–পপ। তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এই নতুন ঘরানার গান। বাংলাদেশও এর বাইরে নয়। শুধু শোনা নয়, এ দেশে চর্চাও চলছে কে–পপের। গড়ে উঠেছে বেশকিছু দল যারা কে–পপ গায়।
বাংলাদেশে কে–পপের জনপ্রিয়তা বিবেচনা করে কোরিয়ান দূতাবাস ২০১৫ সাল থেকে প্রতি বছর কে-পপ আয়োজন করে আসছে। করোনা সংক্রমনের কারণে ২০২০ সালে বার্ষিক কে-পপ ফেস্টিভ্যাল হয়নি। এ বছর হবে। এরইমধ্যে অডিশন রাউন্ডও শেষ হয়েছে।
জুন ও জুলাই মাসে অনুষ্ঠিত ২০২১ কে-পপ ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল বাংলাদেশ অডিশনে ছয়টি বাংলাদেশি দল বিজয়ী হয়েছে। বিজয়ীর নাম ঘোষণা করেছে ঢাকায় কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাস।
এবারের অডিশন রাউন্ডে অংশ নিয়েছে ১৪২টি দল, যারা বাংলাদেশে কে–পপ চর্চা করছে। তাদের মধ্য থেকে সেরা ছয়টি দলকে বেছে নেওয়া হয়েছে। মনোনীত দলগুলো হলো-এলএক্সএস, ইএক্সডি, লস্ট ডাইনেস্টি, ডেক্সভার্স, হেভেনস ল এবং ব্লু পপারস।
এই ছয়টি দলকে পুরস্কার দেবে কোরিয়ান দূতাবাস। তাঁদের নাম জমা দেওয়া হবে চ্যাংওন কে-পপ ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল আয়োজকদের কাছে। যা এ বছরের অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে। আয়োজকরা যাদেরকে বেছে নেবেন, তাঁরা কে-পপ ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে অংশ নেওয়ার আমন্ত্রণ পাবেন।
তিনি আগে কখনোই ঢাকায় আসেননি। বান্দরবানে যেখানে ওনার বাড়ি সেখান থেকে বান্দরবান শহরে আসতেও প্রায় এক দিন লাগে। ওনার বয়স ৬০-এর বেশি। তাঁকে ঢাকায় নিয়ে এসেছিলেন তাঁর মেয়ে। তিনিও প্রথম ঢাকায় এলেন। মণিপুরি ঢোলের পুং গ্রুপটার খবর দিয়েছে আমার স্ত্রী।
২ ঘণ্টা আগেঋতুপর্ণা সেনগুপ্তর নতুন সিনেমা ‘বেলা’। বেলা দের এই বায়োপিকে ঋতুপর্ণা অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। কে এই বেলা দে? আকাশবাণী কলকাতার বিশিষ্ট সঞ্চালিকা, নির্দেশক ও লেখিকা। হাজারো নারীর অনুপ্রেরণা তিনি। বাঙালি নারীদের স্বাধীনতা আর স্বীকৃতির জন্য যাঁরা লড়াই করেছেন, তাঁদের মধ্যে একেবারে প্রথম সারির
২ ঘণ্টা আগেপারিবারিক সম্পর্কের ভাঙাগড়া, ভালোবাসা আর ত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘দেয়াল’। শফিক রিয়ানের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ, নওবা তাহিয়া, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু প্রমুখ। আনিসুর রহমান রাজীব বলেন, ‘গল্পটা একেবারেই আমাদের চার
২ ঘণ্টা আগেতিন বছর পর ওয়েব সিরিজ নিয়ে ওটিটিতে ফিরছেন আফরান নিশো। অভিনয় করেছেন ভিকি জাহেদের পরিচালনায় ‘আকা’ সিরিজে। এতে নিশোর সঙ্গী হয়েছেন মাসুমা রহমান নাবিলা।
১৩ ঘণ্টা আগে