Ajker Patrika

মারা গেলেন গায়ক বর্ণ চক্রবর্তী

মারা গেলেন গায়ক বর্ণ চক্রবর্তী

তরুণ সংগীত পরিচালক বর্ণ চক্রবর্তী আর নেই। শনিবার (১৭ জুলাই) রাত পৌনে ১১টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী।

জানা গেছে, মহামারি করোনাভাইরাসে মৃত্যু হয়েছে বর্ণ চক্রবর্তীর। সাত দিনেরও বেশি সময় ধরে বর্ণ চক্রবর্তীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার অক্সিজেন স্যাচুরেশন অনেক কম ছিল। চিকিৎসকদের শেষ চেষ্টা ব্যর্থ হয়।

বর্ণ চক্রবর্তী অত্যন্ত মেধাবী একজন সংগীতশিল্পী ছিলেন। গাওয়ার পাশাপাশি নিয়মিত সংগীত পরিচালনা করতেন। ছোটবেলা থেকে গানের ভেতরেই বর্ণের বেড়ে উঠা। মিউজিক ভিডিও পরিচালক হিসেবেও তার পরিচিতি রয়েছে। ২০১২ সাল থেকে নির্মাণ করেছেন অসংখ্য মিউজিক ভিডিও।

চলতি বছরের ৯ এপ্রিল মুক্তি পায় এই সংগীত পরিচালকের প্রথম একক অ্যালবাম ‘বোকা পাখি’। ক্যারিয়ারে কেবল এই একটি একক অ্যালবাম প্রকাশ করেছেন। তবে নিজের সংগীত পরিচালনায় তিনি বেশ কিছু মিক্সড অ্যালবাম করেছেন। যেগুলোতে গান গেয়েছেন দেশের সেরা প্রতিভাবান শিল্পীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত